সুন্দর চেহারা
2023-05-14 14:00:06

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।

(গান ১)

বন্ধুরা, আপনারা শুনছিলেন হু সিয়া’র কন্ঠে ‘সুন্দর চেহারা’ শীর্ষক গান। আগের অনুষ্ঠানে আমি আপনাদেরকে তাঁর পরিচয় দিয়েছি। আজকের অনুষ্ঠানে আমরা তাঁর আরও কিছু গান শুনবো। 'আমার ডেস্কমেট' চীনে জনপ্রিয় একটি সংগীত। ২০১৪ সালে মুক্তি পায় একই নামের একটি চলচ্চিত্র। হু সিয়া এ চলচ্চিত্রের জন্য গান গেয়েছেন। এ গানের শিরোনাম 'আমার ডেস্কমেট'। এখন আমরা উপভোগ করব হু সিয়ার এ গানটি।  আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ২)

বন্ধুরা, আপনারা শুনছিলেন হু সিয়া’র কন্ঠে 'আমার ডেস্কমেট' শীর্ষক গান। একজন কণ্ঠশিল্পী হিসেবে হু সিয়া দৃঢ় পদক্ষেপে ও সাবলীলভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। ভাগ্যের চেয়ে প্রতিভা ও চেষ্টা বেশি গুরুত্বপূর্ণ। সুযোগ সবসময় প্রস্তুত থাকে মানুষের জন্য; তা ধরার জন্য দরকার শুধু যোগ্যতা ও আন্তরিক প্রচেষ্টা। ২৫ বছর বয়সে হু সিয়া যেভাবে এগুচ্ছেন, তাতে মনে হয়, তাঁর আরও সাফল্যের সম্ভাবনা অপার। ২০১২ সালে হু সিয়ার দ্বিতীয় ব্যক্তিগত অ্যালবাম প্রকাশিত হয়। 'বিষণ্ণ রূপকথা' এ অ্যালবামের একটি গান। শুনুন তাহলে গানটি।

(গান ৩)

বন্ধুরা, আপনারা শুনছিলেন হু সিয়া’র কন্ঠে 'বিষণ্ণ রূপকথা' শীর্ষক গান। ২০১৩ সালে হু সিয়া প্রকাশ করেন 'মূর্খ ট্যাঙ্গো' নামের একটি অ্যালবাম। এখন আমি আপনাদের শোনাতে চাই এ অ্যালবামের 'পরিবর্তন' শীর্ষক একটি গান। এটা তাইওয়ানের টিভি নাটক 'True Love ৩৬৫ '-এর প্রধান গান। শুনুন তাহলে গানটি।

(গান ৪)

বন্ধুরা, আপনারা শুনছিলেন হু সিয়া’র কন্ঠে 'পরিবর্তন' শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে চীনের তাইওয়ানের নারী কন্ঠশিল্পী কুও জিংয়ের কন্ঠে 'আমরা সুখি হবো' শীর্ষক গান শোনাবো। জীবনে সুখ ও দুঃখ দুটোই আছে। এ গানে বলা হয়েছে: দুঃখের ব্যাপারগুলো বাদ দিলে, সুখি জীবন কাটানো যায়। সবসময় মনে কৃতজ্ঞতাবোধ রেখে জীবন যাপন করা উচিত। আশা করি, গানের মতো আপনাদেরও সুখি জীবন হবে।

 (গান ৫)

বন্ধুরা, আপনারা শুনছিলেন হু সিয়া’র কন্ঠে 'আমরা সুখি হবো' শীর্ষক গান। গান শুনতে শুনতে আমাদের অনুষ্ঠানের সময়ও ফুরিয়ে এলো। অনুষ্ঠান শেষ করার আগে আপনাদের জন্য আরেকটি সুন্দর গান প্রচার করবো। গানের নাম 'মনের আগুন'। গানটি চীনের তাইওয়ানের নারী কন্ঠশিল্পী ফেং চিয়া হুই’র কন্ঠের গান। সম্প্রতি প্রচারিত চীনের একটি জনপ্রিয় টেলি সিরিজের থিম সংগীত এ গানটি। সুপ্রিয় শ্রোতা, এ গানের মধ্য দিয়েই শেষ করছি আজকের 'তোমার জন্য গান' আসর।

(গান ৬)

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম)