‘মনের দেয়াল’
2023-05-13 14:00:06

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।

(গান ১)

প্রিয় শ্রোতা, আপনারা শুনছিলেন চীনের তাইওয়ানের নারী কন্ঠশিল্পী কুও জিংয়ের কন্ঠে 'চ্যাট' শীর্ষক গান। আগের অনুষ্ঠানে আমি কুও জিংয়ের পরিচয় দিয়েছি। আজ আমরা তাঁর কন্ঠে আরও কয়েকটি গান শুনবো। এখন শোনাবো তাঁর কন্ঠে 'মনের দেয়াল' শীর্ষক গান। আবেগে আহত হওয়ার পর নিজেকে রক্ষা করার জন্য লোকের মনে এক অদৃশ্য দেয়াল গড়ে উঠতে পারে। তবে, অনেক সময় সে নিজে তা উপলদ্ধি করতে পারে না। কিন্তু এই দেয়াল মনটা বন্ধ করে দেয় বা দুঃখ বয়ে আনতে পারে। এই গানে মনের সেই দেয়ালের কথাই বলা হয়েছে। যখন মনের দেয়াল সরিয়ে দেওয়া হয়, তখন মন হালকা হয় এবং আবিষ্কার করা যায় বিস্তীর্ণ ও সুন্দর এক পৃথিবী। গানটি শুনে আপনিও হয়তো নিজের মনের দেয়াল সরাতে পারেন। চলুন একসঙ্গে  গানটি শুনি।

(গান ২)

বন্ধুরা, আপনারা শুনছিলেন কুও জিংয়ের কন্ঠে ‘মনের দেয়াল’ শীর্ষক গান। আমাদের পরের গানের নাম 'আগামীর উষা'। এ গানে বলা হয়েছে: উষা বা আলো আসার আগে নিশ্চয় অন্ধকার থাকে। জীবনের অন্ধকারে তোমার হয়তো ভয়ে বিমর্ষ লাগে। কিন্তু বিশ্বাস করতে হবে, নিশ্চয় জীবনে আলো আসবে এবং সব দুঃখ-ব্যথা কেটে যাবে। যখন আলো আসবে তখন নতুন দিন শুরু হবে।

চলুন, আমরা গানটি শুনবো।

(গান ৩)

বন্ধুরা, আপনারা শুনছিলেন কুও জিংয়ের কন্ঠে ‘আগামীর উষা’ শীর্ষক গান। এখন আমরা যে গান শুনবো তার নাম 'বিদায়'। গানটির কথা বাংলা করলে অনেকটা এমন দাঁড়াবে: যখন কালো মেঘ সমুদ্রতীরে চলে গেছে, যখন শরতকালের হলুদ পাতা বিলীন হয়েছে, যখন বিমান মাটি ছেড়ে উপরে উঠেছে, যখন সময় কেটে গেছে, তখনও কোনো কোনো সুন্দর স্মৃতি চিরদিনের মতো মনে রয়ে যায়।

চলুন, একসঙ্গে এই সুন্দর ও ধীরলয়ের গানটি শুনি আমরা।

(গান ৪)

বন্ধুরা, আপনারা শুনছিলেন কুও জিংয়ের কন্ঠে ‘বিদায়’ শীর্ষক গান। পরের গানটি আনন্দের। গানের নাম 'গাছে বসে গান গাই'। প্রত্যেক প্রাপ্তবয়স্ক লোকের মনে একটি করে শিশু বাস করে। শিশুর মতো খেলাধুলা করতে চায় মন। এ গানে বলা হয়েছে: আমি খালি পায়ে গাছে চড়ে গান গাইতে চাই। রোদ পোহাতে পোহাতে মুখ লাল হয়ে যাবে। উঁচু থেকে দেখলে সবকিছু ছোট বলে মনে হয়। বিরক্তিকর সবকিছু বাতাসে ভেসে যাবে। গাছটি এখনও খালি। তুমি কি আমার সঙ্গে গাছে চড়ে বসতে চাও?

চলুন, আমরা গানটি শুনবো।

(গান ৫)

বন্ধুরা, আপনারা শুনছিলেন কুও জিংয়ের কন্ঠে ‘গাছে বসে গান গাই’ শীর্ষক গান। গানটি শোনার পর কি আপনারও গাছে চড়ে গান গাইতে ইচ্ছে করছে? পরের গানের নাম 'তোমার চোখে আমি'। এই গানে বলা হয়েছে: যদি জীবন আবার শুরু করার সুযোগ পাই, তাহলে কি করব? আমাদের কি দেখা হবে? তোমার চোখে আমি কি আগের মতোই আছি? এসব আমি কিছুই জানি না। কিন্তু আমি জানি, জীবনে দুঃখ আমি ভয় পাবো না। আমি সেসব অতিক্রম করে নিজেকে আরও ভালো করব। তখন তুমি আমাকে আরও ভালো দেখতে পাবে।

বন্ধুরা, চলুন আমরা একসঙ্গে এ গানটি শুনি।

(গান ৬)

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম)