গ্রামীণ পুনরুজ্জীবনে ভূমিকা রাখছে চেরি
2023-05-12 18:47:30

চীনের কুই চৌ প্রদেশে আপনি বসন্তের স্বাদ নিতে পারেন সুন্দর চেরি ফল উপভোগ করে। প্রদেশের জেন নিং চেরি ফল খুব রসালো এবং প্রথম ভালোবাসার মতো মিষ্টি। কয়েক বছর আগে ইন্টারনেটে এ কথাটি খুব জনপ্রিয় হয়েছিল। ফলে দোকানে যখন চেরি ফল দেখতে পায়, তখন জানা যায় যে বসন্ত আসছে।  জেন নিং অঞ্চলের চেরি ফল বর্তমানে কুই চৌ প্রদেশের জেন নিং বু ই ও মিয়াও জাতির স্বায়ত্তশাসিত জেলার জন্য গণসমৃদ্ধি বয়ে আনা শিল্পে পরিণত হয়েছে এবং গ্রামীণ পুনরুজ্জীবনের পথে মিষ্টি ফলে পরিণত হয়েছে।

 

জেন নিংয়ের মা ছাং উপজেলার মাও লিয়াং গ্রামে প্রবেশ করলে আপনি পাবেন মিষ্টি চেরি ফলের সুগন্ধ। পাহাড়ের পাদদেশে সবুজ বৃক্ষের মাঝে ছড়িয়ে আছে টক টকে লাল চেরি। বাড়ির সামনে ও রাস্তাঘাটে চলছে চেরির বেচা-কেনা। পার্শ্ববর্তী চেরির বাজারও অনেক জমজমাট হয়ে ওঠেছে। এসব চেরি কুই ইয়াং, ছোং ছিং ও খুন মিংসহ নানা স্থানে বিক্রি হবে।

 

মা ছাং উপজেলা জেন নিং চেরি ফলের প্রধান উত্পাদন স্থান। সমুদ্রপৃষ্ঠ থেকে নিম্ন এলাকা এবং বেশি সূর্যালোকের কারণে এখানকার চেরি অন্য অঞ্চলের তুলনায় একসপ্তাহ আগে সংগ্রহ করা হয়।তাই আগে বিক্রির সুযোগ পায় মা ছাং।

মা ছাং উপজেলার মাও লিয়াং গ্রামবাসী লু শেং উ’র বাড়ি স্থানীয় চেরি ফল চাষ ঘাঁটির কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত। এ সময় এখানে প্রায়ই বিভিন্ন প্রদেশ থেকে আসা পর্যটকদের দেখা যায়। একাশি বছর বয়সী লুও হুই ছুয়ান নিজের চেরি বাগান থেকে তোলা চেরি বাস্কেটে রেখে লু শেং উ’র বাড়ির সামনে এসেছেন। পৌঁছার সঙ্গে সঙ্গে তাঁর সব চেরি কিনে নিয়েছে একদল পর্যটক। লুও হুই ছুয়ান খুব খুশি। তিনি ২২০ ইউয়ান নগদ পকেটে রেখে বাস্কেট নিয়ে আবার চেরি তুলতে যান।

 

পর্যটক চাং ও তার বন্ধুরা বিশেষ করে চেরি ফল খেতে এসেছেন। তিনি বলেন, ‘এর আগে কুই ইয়াং’র ফলের দোকান ও রাস্তাঘাটে জেন নিং চেরি খেয়েছি। আজ প্রথমবারের মতো এ চেরি ফলের উত্পাদন স্থানে এসেছি এবং বাগানে তোলার সঙ্গে সঙ্গে খাওয়ার অভিজ্ঞতা অর্জন করেছি।’ তার শহরের আত্মীয় ও বন্ধুবান্ধবদের খাওয়াতে চাং কয়েক কেজি চেরি ফল কিনেছেন।

 

লু শেং উ সাংবাদিককে বলেছেন, তার বাড়ি একটি ভালো জায়গায় অবস্থিত। তাই প্রতিবছর যখন চেরি ফুল ফোটে, তখন তিনি গ্রামীণ বিনোদনের ব্যবসা শুরু করেন এবং চেরি ফল তোলা পর্যন্ত তা করে থাকেন। তিনি বলেন, ‘গত বছর দু’মাসে গ্রামীণ বিনোদন ও চেরি ফল বিক্রি থেকে প্রায় ৪০ হাজার ইউয়ান উপার্জন করেছি।’

বর্তমানে মা ছাং উপজেলায় চেরি ফল চাষের আয়তন ৮০০ হেক্টর ছাড়িয়েছে। ২০২২ সালে প্রতিকেজি ১৪ ইউয়ান দামে হিসাব করলে জেন নিং চেরি ফল উৎপাদনের মূল্য ৫০ কোটি ইউয়ান ছাড়িয়েছে। চেরি ফল ইতোমধ্যেই স্থানীয়দের উপার্জন বাড়ানোর প্রধান শিল্পে পরিণত হয়েছে।

 

২০১৭ সালে ‘জেন নিং চেরি ফল’ চীনের জাতীয় কৃষিপণ্যের ভৌগলিক বৈশিষ্ট্য প্রশংসাপত্র পেয়েছে। লাল চেরি ফল মিষ্টি জীবনযাত্রা নিশ্চিত করেছে স্থানীয়দের। জেন নিং চেরির খ্যাতি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে মা ছাং উপজেলা সাম্প্রতিক বছরগুলোতে চেরি ফল শিল্পের ভিত্তিতে কৃষি ও পর্যটন সংমিশ্রণ করার পদক্ষেপ বেগবান করেছে। ২০২০ সালে মাও লিয়াং গ্রাম জাতীয় ৩এ দর্শনীয় স্থানের খ্যাতি অর্জন করেছে। এর পর গ্রামটিতে ‘একশ’টি সুন্দর গ্রামে যাওয়া’ শীর্ষক হাইকিং অভিযান এবং জেন নিং চেরি ফল তোলা উৎসব সহ নানা অনুষ্ঠানের আয়োজিত হয়েছে, যা মা ছাং উপজেলার পুনরুজ্জীবনের জন্য আরও শক্তি যোগিয়েছে।

 

রুবি/এনাম