চলতি বছর “বেল্ট এন্ড রোড’ উদ্যোগ উত্থাপনের দশম বার্ষিকী। বিগত দশ বছরে এ উদ্যোগ একটি দূরদর্শী রোডম্যাপ থেকে আজকের বিভিন্ন জনকল্যাণমূলক দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতা প্রকল্পে পরিণত হয়েছে। এ উদ্যোগ মানুষের অভিন্ন কল্যাণের সমাজ বাস্তবায়নের একটি কার্যকর পদ্ধতি। এ উদ্যোগের আওতায় চীন ও বাংলাদেশের মধ্যে কেমন সহযোগিতা চলছে? এ বিষয়ে বাংলাদেশের বিভিন্ন মহলের দৃষ্টিভঙ্গিইবা কেমন? আজকের অনুষ্ঠানে এসব বিষয় নিয়ে আলাপ করব বাংলাদেশের গবেষক রুবায়াত শামস অনিকের সঙ্গে। তিনি বাংলাদেশের ইনস্টিটিউট ফর পলিসি, এডভোকেসি অ্যান্ড গভর্নেন্স (আইপিএজি)-এর সিনিয়র প্রজেক্ট ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ এবং বাংলাদেশ নেটওয়ার্কের জন্য জাতিসংঘের টেকসই উন্নয়ন সলিউশন নেটওয়ার্কের নেটওয়ার্ক ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। চলুন, তাহলে কথা বলি তাঁর সঙ্গে।