আজকের ‘ঊর্মির বৈঠকখানা’-য় আমার সাথে যোগ দিচ্ছেন মোঃ অহিদুজ্জামান। বর্তমানে তিনি চীন ও বাংলাদেশী ছাত্র সংগঠন bcysa-এর সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৫ সালে চীন সরকারের বৃত্তি নিয়ে MBA করার জন্য চীনের হ্যপেই প্রদেশের ছিনহুয়াংদাও শহরের ইয়ানশান বিশবিদ্যালয়ে আসেন তিনি। ২০১৮ সালে দেশে ফিরে যান এবং একটা চায়নিজ কোম্পানিতে ৬ মাস কর্মরত থাকেন। পরবর্তীতে আবারও ইয়ানশান ইউনিভার্সিটিতে পিএইচডি করার জন্য আসেন। এবার তাঁর বিষয় ছিল ম্যানেজমেন্ট সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। বর্তমানে তাঁর থিসিসের বিষয় ‘lyne & lee মডেল অনুসারে বাংলাদেশের সরকারি ওয়েবসাইটগুলোর কনটেন্ট অ্যানালাইসিস এবং এটা কিভাবে ই-গভর্নমেন্টকে ফ্যাসিলিটেট করে’। নিজের মুক্ত কাজের স্থান হিসেবে ফ্রিল্যান্স আউটসোর্সিং করে থাকেন ভিডিও এডিটিং বিষয়ে। ইতিহাস বিষয়ে চরম আগ্রহ তাই ১৭৫,০০০+ ফলোয়ারের একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করেন, যেখানে ইতিহাসবিষয়ক আলোচনা, ঘটনা বর্ণনা করা হয়। অন্যান্য সোশ্যাল মিডিয়ায়ও কাজ করেন।
ইয়ানশন বিশ্ববিদ্যালয়ে বিদেশি ছাত্র ইউনিয়নের নির্বাচিত প্রতিনিধি ছিলেন বেশ কয়েক বছর। বর্তমানে এই ইউনিভার্সিটির বিদেশি শিক্ষা ইনস্টিটিউশনে অনলাইন মিডিয়া ও ইন্টারনেট বিষয়ক সোশ্যাল নেটওয়ার্কসগুলোতে খন্ডকালিন কাজ করেন। চীনা ভাষার লেভেল এইচএসকে ৪ শেষ করেছেন। ভবিষ্যতে চীন এবং বাংলাদেশের মধ্যে অনলাইন ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে নিজেকে প্রস্তুত করতে চান। চীনের প্রতিটি বিষয় তার ভালো লাগে। তো, চলুন কথা বলি তাঁর সঙ্গে।