উত্তর চীনের এক খামারে সি চিন পিং
2023-05-12 18:42:31


চীনের উত্তরাঞ্চলের হেই লুং চিয়াং প্রদেশের চিয়া মু সি শহরের ছি সিং কৃষি খামারের হাজারের বেশি হেক্টরের ধানক্ষেত দেখতে একটি সোনার ব্ল্যাঙ্কেটের মতো সুন্দর। এ দৃশ্য লু সিয়াং তাও-কে চার বছর আগে প্রেসিডেন্ট সি চিন পিং’র কথা মনে করে দিয়েছে। সি চিন পিং গভীর আবেগ নিয়ে তখন বলেছিলেন, ‘এ জায়গা দেখার মতো যথেষ্ট সময় আমার হাতে নেই, তাই আমি আবারও আসবো এখানে।’ লু সিয়াং তাও হচ্ছেন পেই তা হুয়াং গ্রুপের ছি সিং কৃষি খামার লিমিটেড তৃতীয় প্রশাসনের কৃষি সরঞ্জামের উপপরিচালক। খুব সকালে ধানক্ষেতে চাষিদের কৃষি সরঞ্জাম পরীক্ষা ও মেরামত পরিচালনা করেন তিনি, যাতে আসন্ন কৃষি ব্যস্ততার জন্য তারা প্রস্তুতি নেওয়া যায়।

 

 

২০১৮ সালের ২৫ সেপ্টেম্বর চীনের প্রথম কৃষক ফসল উত্সব সমাপ্ত হওয়ার পরই চীনের প্রেসিডেন্ট সি চিন পিং হেই লুং চিয়াং প্রদেশের সান চিয়াং প্রশাসনের দপ্তর পরিদর্শন করেন। তিনি ধানক্ষেতে গিয়ে সেখানকার ধান কাটা ঘুরে দেখেন। প্রেসিডেন্ট সিকে দেখতে পেয়ে যারা ধান কাটছিলেন তারা ধান কাটার সরঞ্জাম থেকে নেমে এসে প্রেসিডেন্টকে সালাম দেন।  প্রেসিডেন্ট সি চিন পিং সবার সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন। সে দৃশ্য এখনো লু সিয়াং তাও’র স্মৃতিতে পরিষ্কার হয়ে আছে।

 

তিনি স্মরণ করে বলেন, “আমরা দৈনন্দিন জীবন নিয়ে কথা বলেছি। যেমন, ফসলের পরিমাণ, খাদ্যের দাম, পারিবারিক আয়, সন্তানদের কর্মসংস্থান ইত্যাদি। ছোটখাটো সব বিষয়ে আমাদের কথা প্রেসিডেন্ট সি মনোযোগ দিয়ে শুনেছেন। তিনি আমাদের কৃষি খামারের তথ্যায়ন ও যন্ত্রায়নের প্রশংসা করেছেন। এ খামারের তৃতীয় প্রজন্মের একজন হিসেবে আমি খুব গর্ব বোধ করি। অতীতের মরুভূমি থেকে বর্তমানে চীনের সবচেয়ে খাদ্য বাণিজ্য সমৃদ্ধ এলাকায় পরিণত হয়েছে পেই তা হুয়াং। চীনাদের পেট ভরে খাওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এ অঞ্চল।

 

কৃষক চৌ তে হুয়াং বলেন, “আগে চাষ করতে অনেক ক্লান্ত বোধ হতো। বর্তমানে নতুন প্রযুক্তির কারণে আমাদের আর ক্লান্তি লাগে না এবং আবহাওয়ার ওপরও নির্ভরশীল থাকতে হয় না।”

 

এক সময় চৌ তে হুয়াং কৃষি কাজ করতে চাইতেন না। বর্তমানে তিনি স্থানীয় খাদ্য চাষিদের দৃষ্টান্তে পরিণত হয়েছেন। প্রতিবছর তিনি ১.৫ লাখ ইউয়ান আয় করতে পারেন। তার জমিতে আধুনিক প্রযুক্তির কারণে চাষাবাদ থেকে শুরু করে ফসল কাটা পর্যন্ত সর্বস্তরে মানব বিহীন এবং দূরে থেকে পরিচালিত যন্ত্রের ব্যবহার নিশ্চিত করা হয়েছে। এটি কৃষির আধুনিকায়নের উদাহরণ।

 

প্রযুক্তি ছি সিং কৃষি খামারকে শক্তিশালী করেছে। এ খামার সুষ্ঠু, সমৃদ্ধ ও কার্যকর কৃষির পথে এগিয়েছে। ২০২১ সালে খামারের খাদ্য উৎপাদনের পরিমাণ ছিল ৭২.৫ কোটি কেজি, যা থেকে আয় হয়েছিল ১৩৮ কোটি ৫০ লাখ ইউয়ান। মাথাপিছু আয় ছিল ৩২ হাজার ইউয়ান।  স্মার্ট কৃষির কারণে ব্যাপক ফলন হয়েছে।

 

এ শরতকালের সুন্দর বাতাসে ভাসছে ধানের শীষ। এ দৃশ্য দেখে লু সিয়াং তাও শরীরের ঘাম মুছে বলেন, “আমরা আস্থাবান যে চীনের খাবারের পাত্রে আরও ভালো খাদ্য দিতে পারবো।”

(রুবি/এনাম)