আজকের অনুষ্ঠানে চীনের একজন জনপ্রিয় ব্যালাড গায়িকা ও গীতিকারের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম সিয়ে ছুন হুয়া। শুরুতে অনলাইন সংগীত প্ল্যাটফর্মের মাধ্যমে গীতিকার হিসেবে তিনি পরিচিতি পান। পেশাদার গায়িকা হওয়ার পর তার গানগুলো চীনা তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা তার কিছু সুন্দর গান শুনবো। অনুষ্ঠানের শুরুতে শুনুন সিয়ে ছুন হুয়া’র একটি সুন্দর গান ‘আমাকে ধার দাও’।গান ১
সিয়ে ছুন হুয়া ১৯৯৫ সালে চ্যচিয়াং প্রদেশের চিন হুয়া শহরে জন্মগ্রহণ করেন। ছোট থেকে তার শখ ছিল বৈচিত্র্যময়: ছবি আঁকা, সাহিত্যিক বই পড়া, ইংরেজি কবিতা লেখা, গিটার বাজানো ও গান গাওয়া। ১৭ বছর বয়সে তিনি তার প্রথম গান রচনা করেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় একটি দুর্ঘটনায় সি ছুন হুয়ার পা ভেঙে যায়। তাই কয়েক মাস বিশ্রাম নিতে হয়। বাড়িতে থাকার সময়ে সিয়ে ছুন হুয়া অনলাইন সংগীত প্ল্যাটফর্মে তার গাওয়া গানগুলো প্রকাশ করতে শুরু করেন, অপ্রত্যাশিতভাবে তার গানগুলো মানুষ খুব পছন্দ করে। ২০১৫ সালে তিনি তার রচিত গান ‘আমি অবশ্যই তোমাকে ভালোবাসবো’ প্রকাশ করেন। তার পেশাদার সংগীত জীবনও শুরু হয়। বন্ধুরা, এখন শুনুন সিয়ে ছু হুয়া’র সুন্দর গান ‘আমি অবশ্যই তোমাকে ভালোবাসবো’।গান ২
সিয়ে ছুন হুয়ার গানগুলো অনেক সংগীত প্রযোজকের দৃষ্টি আকর্ষণ করেছে। ২০১৫ সালে তিনি সংগীত কোম্পানিতে যোগ দেন এবং পরের বছরে তার প্রথম অ্যালবাম ‘সুয়ান ইয়ুন ইয়ান’ মুক্তি পায়। অ্যালবামের অনেক গান তার নিজের রচনা। তা ছাড়া অ্যালবামের চিত্র, প্যাকেজ ডিজাইন ইত্যাদি কাজও তিনি একা করেছেন। সিয়ে ছুন হুয়া চীনের প্রাচীন সাহিত্য খুব পছন্দ করেন। একটি প্রাচীন কবিতা থেকেই অ্যালবামের অনুপ্রেরণা পেয়েছেন। বন্ধুরা, এখন শুনুন এই অ্যালবামে সিয়ে ছুন হুয়ার খুব জনপ্রিয় চীনা বৈশিষ্ট্যময় গান ‘আমি ক্লিফ থেকে পড়ে গেলাম’।গান ৩
২০১৭ সালে সিয়ে ছুন হুয়া’ দ্বিতীয় অ্যালবাম ‘চি ফেই’ প্রকাশ করেন। সব গানের সুর ও কথা লেখার পাশাপাশি তিনি নিজেই এর প্রযোজক। এই অ্যালবামে চীনা বৈশিষ্ট্যময় গান ছাড়াও তিনি রক, পপসহ নতুন শৈলীর গান গাওয়ার চেষ্টা করেছেন। এসব গানে প্রধানত জীবনের সাধারণ ব্যাপার ও অনুভূতি ফুটে উঠেছে এবং তা অনেক জনপ্রিয়তা পায়। তিনি এই অ্যালবামের জন্য বার্ষিক শ্রেষ্ঠ নতুন গায়িকা, সবচেয়ে জনপ্রিয় ব্যালাড গায়িকার পুরস্কার পেয়েছেন। বন্ধুরা, এখন শুনুন অ্যালবামে তার একটি জনপ্রিয় গান ‘সাধারণ’।গান ৪
একজন গীতিকার হিসেবে সিয়ে ছুন হুয়া মনে করেন, জীবন হল রচনার শ্রেষ্ঠ অনুপ্রেরণা। কাজের বাইরে তিনি জীবনের বিভিন্ন অভিজ্ঞতা লাভ করার চেষ্টা করেন। যেমন, বিভিন্ন জায়গায় ভ্রমণ করা, কেক তৈরি শেখা, বিভিন্ন বাদ্যযন্ত্র শেখা ইত্যাদি। আর এসব অভিজ্ঞতার অনুভূতি তার গানগুলোতে ফুটে উঠেছে। বন্ধুরা, এবার আমরা শুনবো সিয়ে ছুন হুয়ার একটি সুন্দর গান ‘১১৮৮৭’। তার মনে ১১৮৮৭ সাধারণ একটি নম্বর, কিন্তু এর প্রতি বিভিন্ন মানুষের বিভিন্ন ধারণা হতে পারে। এর আসল অর্থ গুরুত্বপূর্ণ নয়, নিজের ধারণা অনুসারে গানটি উপভোগ করাই ভালো। বন্ধুরা, এখন গানটি শুনি।গান ৫
সিয়ে ছুন হুয়া প্রায় প্রতি বছর একটি নতুন অ্যালবাম প্রকাশ করেন, আর প্রতি বছর তার অনেক গান জনপ্রিয় হয়। যা একজন গীতিকারের জন্য খুব ভালো সাফল্য। তা ছাড়া সিয়ে ছুন হুয়া চীনে অনেক কনসার্ট ট্যুর আয়োজন করেছেন এবং বিভিন্ন সংগীত ফেস্টিভালে অংশ নিয়েছেন। বন্ধুরা, এখন শুনুন সিয়ে ছুন হুয়ার গান ‘দীর্ঘদিন অসুস্থ হলে নিরাময় হবে না’। গানটি হল সম্পর্ক নিয়ে তার চিন্তাভাবনা। তিনি মনে করেন, যে কোনো সম্পর্কে ভুল বোঝাবুঝি হলে, সময়মত তা সমাধান করতে হয়। তা না হলে, সে সম্পর্ক একদিন ভেঙে যায়। সহজ কথা ও কোমল সুরের গানটি বেশ জনপ্রিয়। বন্ধুরা, এখন শুনুন সিয়ে ছুন হুয়ার গান ‘দীর্ঘদিন অসুস্থ থাকলে নিরাময় হবে না’।গান ৬
বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা সিয়ে ছুন হুয়া’র আরেকটি সুন্দর গান ‘ধ্বংসাবশেষ’ শুনবো। আশা করি, আপনারা তার গানগুলো পছন্দ করবেন।গান ৭
বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।