‘যদি এমন সময় হয়’
2023-05-10 15:26:58

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী লিন ফেং-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

লিন ফেং, ১৯৭৯ সালের ৮ ডিসেম্বর চীনের ফু চিয়ান প্রদেশের সিয়া মেন শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের একজন পুরুষ কণ্ঠশিল্পী। তিনি একই সঙ্গে একজন অভিনেতাও বটে।

 

১৯৯৯ সালে লি ফেং হংকংয়ের টিভিবি টেলিভিশনে উপস্থাপক ও সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন। ২০০০ সালে তিনি টিভি সিরিজে অভিনয় করা শুরু করেন। ২০০৭ সালে তাঁর প্রথম অ্যালবাম ‘স্মৃতিতে তোমায় খুঁজি’ প্রকাশিত হয়। ২০০৯ সালে লিন ফেং হংকংয়ে নিজের প্রথম কনসার্ট আয়োজন করেন।

 

বন্ধুরা, এখন শুনুন লিন ফেং-এর কণ্ঠে ‘যদি এমন সময় হয়’। গানের কথাগুলো এমন: আচ্ছা, নাটকের পটভূমি পূর্বাভাস দেয়, যেন হঠাত্ বুঝতে পেরেছে, ভালোবাসা থাকলেও নীরবতা আরো ভালো। যত কাছেই থাকব তত মর্মাহত হবে। আমাকে অনুমতি দাও, প্রেমের গানে- সব কথা বলতে। আমি হাসিমুখে দুঃখ পরিবর্তন করতে চাই। নীরব প্রেম সবচেয়ে ভালো। সময়কে মনে রাখো, যদি সময় হয়, দয়া করে আর সামনে এসো না।

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন লিন ফেং-এর গান ‘স্মৃতিতে তোমায় খুঁজি’। গানের কথাগুলো এমন: আমার হৃদয়, এক মিনিটের মধ্যে তোমায় ভালোবেসেছি। আমার ব্যথা, সারা জীবন দিয়ে ভোলা যায়। আমার হাত, মুহূর্তের মধ্যে তোমায় কোলে নেই। স্মৃতি সুন্দর হলেও সত্য নয়। আমি সত্যি ঘৃণা করি, কেন তোমাকে এত ভালোবাসি। ভালোবাসা হল একটি স্মৃতি, কোনো শব্দ নেই, ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। তোমার আকাশে কোনো সীমা নেই, তবে আমি সবসময় এখানে অপেক্ষা করি।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন লিন ফেং-এর গান ‘ভুলে যাওয়া’। গানের কথাগুলো এমন: আগামীকাল থেকে বিদায়। পৃথিবী এত বড়, এখন থেকে আলাদা ভ্রমণ করি। পুতুলের কথা ভুলে গেছি, কিন্তু খেলার সময় মনে রাখি। এখন থেকে কেউ পিছন দিকে তাকাবো না। ভুলে গেছো কি? কিন্তু আমার সব মনে আছে। তুমি আমার স্মৃতিতে আছো। তুমি আমাকে অনেক মিষ্টি কথা বলো।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। তবে বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাবো লিন ফেং-এর আরেকটি গান। গানের নাম ‘রাতের বাতাস মনে বইছে’। আশা করি, গানটি আপনাদের ভালো লাগবে।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী লিন ফেং-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)