বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী সুয়ে চান ওয়েন থিং-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।
চান ওয়েন থিং, ১৯৮১ সালের ২৭ অগাস্ট চীনের তাইওয়ান প্রদেশের তাইপেই শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন তাইওয়ান প্রদেশের একজন নারী কণ্ঠশিল্পী। তিনি এফ আই আর সংগীতব্যান্ডের সাবেক প্রধান নারী কণ্ঠশিল্পী।
২০০২ সালে চান ওয়েন থিং অন্য দু’জন পুরুষ গীতিকারের সঙ্গে এফ আই আর নামে সংগীতব্যান্ড গঠন করেন এবং নিজেই প্রধান নারী কণ্ঠশিল্পী হিসেবে ভূমিকা পালন করেন। ২০০৪ সালে ব্যান্ডটি ‘লিডিয়া’ নামের গানটি গেয়ে আনুষ্ঠানিকভাবে সংগীতমহলে যোগ দেয়। সেই বছর ব্যান্ডের প্রথম অ্যালবাম এফ আই আর প্রকাশিত হয়।
২০১৮ সালে চান ওয়েন থিং আনুষ্ঠানিকভাবে এফ আই আর সংগীতব্যান্ড থেকে সরে যান। ২০২১ সালে তাঁর নিজের দ্বিতীয় ব্যাক্তিগত অ্যালবাম ‘চান ওয়েন থিং মেঘে নাচে’ মুক্তি পায়। ২০২২ সালে চান ওয়েন থিং টিভি সিরিজ ‘Love Between Fairy and Devil’-এর জন্য থিম সং ‘প্রেমকে বিদায় জানায়’ গেয়েছেন।
বন্ধুরা, এখন শুনুন চান ওয়েন থিং-এর কণ্ঠে ‘আমাদের প্রেম’ নামের গানটি। এই গানে চান ওয়েন থিং-এর সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন পুরুষ কণ্ঠশিল্পী চাং ইউয়ান। গানের কথাগুলো এমন: স্মৃতিতে ভেসে আসে ছোটবেলার আবছা দৃশ্য। মেঘ নীল আকাশে ভাসে। তখন তুমি আমার হাত ধরতে চাও। একসাথে সময়ের শেষ পর্যন্ত যেতে চাও। তখন থেকে আমার আর আকাশে দেখার সাহস নেই, যেন আমার আকাশের রং হারিয়ে গেছে। সেদিন থেকে আমি শ্বাস নিতে ভুলে গেছি। অশ্রু, আর ঝরবে না, আর কাঁদবো না। আমাদের প্রেম, হারিয়ে গেলে আর ফিরে আসবে না।
আচ্ছা, শুনুন এই গানটি।
প্রিয় শ্রোতাবন্ধুরা, এবারে শুনুন চান ওয়েন থিং-এর গান ‘প্রেমকে বিদায়’। গানের কথাগুলো এমন: এই পৃথিবী ভেঙে যাওয়ার সে মুহূর্তে, যখন সব কিছু শেষ হয়ে যায়, তখন চোখ খুলি। আমার আত্মা, কোথায় থাকবে। যদি এই পৃথিবীতে আত্মা সংযুক্ত হয়, দেখবে, প্রেমের প্রতিশ্রুত কত বড় ঢেউ সৃষ্টি করে। তোমায় ছাড়া দুনিয়া, আমি সহ্য করতে পারি না। প্রেমকে বিদায় দেয়ার শেষ মুহূর্তে, স্নেহশীল ভালোবাসা ধারালো তরবারি হয়ে যায়।
আচ্ছা, শুনুন গানটি।
প্রিয় বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। তবে, বিদায় দেওয়ার আগে আপনাদের শোনাবো চান ওয়েন থিং-এর আরেকটি গান, গানের নাম ‘মূর্খ লোক’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।
শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী চান ওয়েন থিং-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।
(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)