চীনে জনপ্রিয় হচ্ছে নতুন ধরণের সম্পর্ক ‘দাজি’
2023-05-09 14:06:10

播放地址不存在

মে ৯: প্রিয় বন্ধুরা, সম্প্রতি নতুন এক ধরনের সামাজিক সম্পর্ক চীনা তরুণ-তরুণীদের মধ্যে খুব জনপ্রিয় হয়েছে। এই নতুন সামাজিক সম্পর্কের চীনা নাম হলো ‘দাজি’, যার বাংলা অর্থ হচ্ছে বন্ধন বা অংশীদারিত্ব। একটি সাধারণ আগ্রহ বা সাধারণ প্রয়োজন দ্বারা গঠিত একটি সামাজিক সম্পর্ক এটি। ‘খাওয়ার দাজি’, ‘কাজ করার দাজি’ ও ‘ভ্রমণ দাজি’ হচ্ছে চীনা তরুণদের একটি নতুন সামাজিক প্রবণতা।

 

কেন তরুণদের ‘দাজি’ দরকার? একটি স্বল্পমেয়াদী বন্ধুত্ব কি একটি দীর্ঘমেয়াদী সম্পর্কে পরিণত হতে পারে? আর ‘ফাস্ট ফুডের’ মতো এ সম্পর্ক আজ তরুণদের জীবনকে কীভাবে প্রভাবিত করছে?