উৎক্ষেপণের জন্য প্রস্তুত চীনের কার্গো মহাকাশযান থিয়ানচৌ-৬
2023-05-09 18:11:01

মে ৯, সিএমজি বাংলা ডেস্ক: উৎক্ষেপণের জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়েছে চীনের কার্গো মহাকাশযান থিয়ানচৌ-৬। দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ প্রদেশ হাইনানের সিচাং স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্রের অধীন ওয়েনচাং মহাকাশযান উৎক্ষেপণস্থলের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

চীনের মহাকাশ স্টেশন প্রয়োগ ও উন্নয়ন পর্যায়ে প্রবেশ করার পর থিয়ানচৌ-৬-এর উৎক্ষেপণ হবে প্রথম মহাকাশ অভিযান।

উৎক্ষেপণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং চূড়ান্ত মহড়াও ইতোমধ্যে শেষ হয়েছে, যেখানে সকল প্রাসঙ্গিক ব্যবস্থার পরীক্ষা সম্পন্ন হয়েছে। এই প্রক্রিয়ার মধ্যে ছিল কার্গো মহাকাশযানে জ্বালানি দেওয়া এবং মহাকাশযান ও রকেটকে একসঙ্গে উৎক্ষেপণ এলাকায় স্থানান্তর করা।

সিচাং মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্রের প্রধান প্রকৌশলী চুং ওয়েন'আন বলেন, "উৎক্ষেপণের আগে এটিই ছিল সবচেয়ে বিস্তৃত মহড়া এবং চূড়ান্ত যৌথ মহড়াও।"

তিনি বলেন, 'সরঞ্জাম ও সুবিধাগুলো এখন ভাল অবস্থায় রয়েছে।'

রহমান/হাশিম

তথ্য ও ছবি: চায়না ডেইলি

#চীন #মহাকাশযান #উৎক্ষেপণ #থিয়ানচৌ_৬