পৃথিবীর সবচেয়ে বড় হ্যাকার যুক্তরাষ্ট্র
2023-05-08 16:44:49

মে ৮: নজরদারি, গোপন তথ্য চুরি এবং দেশে দেশে নানা রঙের বিপ্লব ঘটানো এখন আর কেবল চলচ্চিত্রের অংশ নয়। এসব যুক্তরাষ্ট্রের বরাবরের আচরণ বলে প্রমাণিত হয়েছে। ২০১৩ সালে এডওয়ার্ড স্নোডেন যুক্তরাষ্ট্রকে হ্যাকারদের সাম্রাজ্য বলে অভিহিত করেছেন। আন্তর্জাতিক সম্প্রদায় এর তীব্র নিন্দা জানালেও যুক্তরাষ্ট্র এহেন আচরণ বন্ধ করেনি, বরং তার তীব্রতা আরও বাড়িয়েছে।

 

সম্প্রতি চায়না ন্যাশনাল ভাইরাস ইমার্জেন্সি রেসপন্স সেন্টার এবং ছিহু ৩৬০ প্রযুক্তি কোম্পানি লিমিটেডের যৌথ প্রকাশিত এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাইবার হামলা পরিচালনার প্রমাণ তুলে ধরা হয়েছে।

 

গত ৪ মে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, সিআইএ’র সাইবার অস্ত্র বিশ্বের প্রায় সব ইন্টারনেট এবং আইওটি সম্পদগুলোতে ছড়িয়ে পড়েছে। যে কোনো সময়, যে কোনো জায়গার সংবেদনশীল ডেটা নিরীক্ষণ এবং চুরি করতে পারে সংস্থাটি।  সিআইএ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে ৫টি নিয়মিত পদ্ধতিতে নানা দেশে নানা রঙের বিপ্লব পরিচালনা করে—যেমন: দ্য ওনিও রুটার প্রযুক্তি ব্যবহার করে মধ্যপ্রাচ্য অঞ্চলের ইরান, তিউনিসিয়া ও মিশরসহ বেশ কিছু দেশে সরকার বিরোধীদের বিক্ষোভ ও বিরোধী অভিযানে গুপ্ত নেটওয়ার্ক যোগাযোগ পরিষেবা প্রদান করে, যাতে বিরোধীরা সুষ্ঠু যোগাযোগ বজায় রাখার পাশাপাশি সরকারের গ্রেপ্তার ও অনুসরণ থেকে তাদের রক্ষা করতে পারে। নানা দেশে সরকার বিরোধীদের নেটসংযোগ বিচ্ছিন্ন হলে যোগাযোগ রক্ষায় “স্পিক-টু-টুইট’ নামক বিশেষ প্রযুক্তি উন্নয়ন করে তাদের সেবা দিচ্ছে যুক্তরাষ্ট্র। নিজের উন্নত ইন্টারনেট ও টেলিযোগাযোগ প্রযুক্তি এবং অর্থশক্তি ব্যবহার করে গত কয়েক দশকে সিআইএ কমপক্ষে ৫০টিরও বেশি দেশের বৈধ সরকার পরিবর্তনের অপচেষ্টা করেছে। বলা যায় যে যুক্তরাষ্ট্রের হ্যাকারদের আচরণ বিশ্ব বিশৃঙ্খলার উৎস।

 

নজরদারি, গোপন তথ্য চুরি এবং সাইবার হামলা তিনবেলার খাবারের মতো যুক্তরাষ্ট্রের অভ্যাসে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্র হ্যাকারদের সাম্রাজ্য হিসেবে চিহ্নিত হয়ে আসছে। তা বারবার প্রমাণিতও হয়েছে। সম্প্রতি মার্কিন সশস্ত্র বাহিনীর গোপন দলিল যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে। তাতে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষসহ নানা বিষয়ে গোয়েন্দা তথ্য থাকার পাশাপাশি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরহিস এবং দক্ষিণ কোরিয়া, ইসরাইল ও ইউক্রেনসহ নানা মিত্র দেশের ওপর মার্কিন নজরদারির তথ্য রয়েছে। যুক্তরাষ্ট্র বহু বছর ধরে বরাবরই শুধু প্রতিদ্বন্দ্বী নয়, বরং তার মিত্র দেশগুলোর ওপরও নজরদারি করে থাকে। যেমন: এর আগে সংঘটিত প্রিজম-ডোরের ঘটনা থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্র ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি ও ফ্রাসোয়াঁ ওলান্দ, জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল সহ ইউরোপের অনেক রাষ্ট্রপ্রধান ও রাজনীতিবিদের ওপর নজরদারি করেছে। জাপানের বিরুদ্ধে ‘টার্গেট টোকিও’ প্রকল্প চালু করে দেশটির মন্ত্রিসভা, অর্থ মন্ত্রণালয়সহ নানা সরকারী সংস্থা ও কর্মকর্তার ওপর নজরদারি চালিয়েছে যুক্তরাষ্ট্র।

 

এ পর্যায়ে অনেকে হয়ত বলতে পারেন, ‘আমি একজন সাধারণ মানুষ। আমার কিছুই হবে না।’ আসলে কি তাই? যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বিশ্বের বিলিয়নের ওপর নেটিজেনের ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য চুরি করেছে। এক পরিসংখ্যান থেকে জানা গেছে, মার্কিন জাতীয় নিরাপত্তা ব্যুরো এক সময় ৩০ দিনের মধ্যে ৯৭ বিলিয়ন ইমেইল এবং ১২৪ বিলিয়ন টেলিফোন ডেটা চুরি করেছে। তাদের মধ্যে জার্মানির ৫০ কোটি, ব্রাজিলের ২৩০ কোটি, ভারতের ১৩৫০ কোটি, ফ্রান্সের ৭ কোটি এবং স্পেনের ৬ কোটি।

 

সাইবার মানব জাতির অভিন্ন সম্পদ। এর নিরাপত্তা ও স্থিতিশীলতা বিশ্বের বিভিন্ন দেশের সার্বভৌমত্বের সঙ্গে জড়িত। যুক্তরাষ্ট্রের এহেন কর্মকাণ্ড বিশ্ব সাইবার শৃঙ্খলা এবং বিশ্ব স্থিতিশীলতার জন্য ব্যাপক হুমকি সৃষ্টি করেছে। তার উচিত সব ধরণের হ্যাকিং বন্ধ করা।

(রুবি/এনাম)