আজকের ঊর্মির বৈঠকখানায় আমার সাথে যোগ দিচ্ছেন রতন কুমার গণপতি। তিনি বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের একজন পদবী-ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা। তিনি কৃষি ক্ষেত্রের একজন গবেষক। ২০১৯ সালে চাইনিজ একাডেমি অব এগ্রিকারচারাল সাইন্সেসের একজন গবেষক হিসেবে তিনি বেশ কিছু কাজ করেন ও কাজে ফল প্রকাশ করেন। এসসিআই জার্নালসহ বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে তাঁর ২১টি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তো, চলুন কথা বলি তাঁর সঙ্গে।