চীনারা কখনো উন্নয়নের পথে বাধা নয় বরং সহায়ক: চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
2023-05-06 19:52:29

মে ৬, সিএমজি বাংলা ডেস্ক : চীন বাংলাদেশের শান্তিপূর্ণ উন্নয়নের পথে একসঙ্গে কাজ করছে জানিয়ে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন বাংলাদেশের লক্ষ্য পূরণের অন্যতম স্তম্ভ হয়ে কাজ করছে চীন।

 

শনিবার বাংলাদেশের রাজধানী ঢাকার হোটেল ওয়েস্টিনে কসমস ফাউন্ডেশন ও ইউএনবি আয়োজিত রাষ্ট্রদূত লেকচার সিরিজে ঢাকা-বেইজিং সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

এসময় রাষ্ট্রদূত আরো বলেন, ইন্দো-প্যাসিফিক ইস্যুতে চীন বাংলাদেশের ‘নিজস্ব সিদ্ধান্ত’ নেয়ার ওপর বিশ্বাস করে। অনুষ্ঠানে রোহিঙ্গা ইস্যু নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইয়াও ওয়েন বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে একমাত্র চীন কার্যকর ভূমিকা রেখে আসছে।  

উন্নয়ন ও সীমান্ত প্রতিরক্ষা নিয়ে বাংলাদেশ ও চীন একসাথে কাজ করে যাচ্ছে বলেও জানান ইয়াও ওয়েন।  

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘বাংলাদেশ কঠোর পরিশ্রম করে যাচ্ছে ভিশন ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যপূরণে। প্রেসিডেন্ট শি চিনপিং অনেকবার তার বক্তব্যে বলেছেন, জাতীয় স্বপ্ন পূরণের ক্ষেত্রে বাংলাদেশ ও চীন একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। দুই দেশই উন্নয়নের কৌশলগত অংশীদার। বিআরআইয়ের ১০ তম বার্ষিকীতে চীন বাংলাদেশে ৮টি প্রকল্প নিয়ে কাজ করছে। তার মধ্যে পদ্মাসেতু অন্যতম।’

সি চিনপিং সরকার শান্তি, আধুনিক জীবন, মানুষের অগ্রগতিতে কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব রক্ষায় চীন বদ্ধপরিকর।

এ সময় ন্যাশনাল ইউনিভারসিটি অব সিঙ্গাপুরের অধ্যাপক কান্তি বাজপাই বলেন, চীন ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে আসিয়ানেও বাংলাদেশ বড় ভূমিকা রাখছে। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার ও বাংলাদেশের ক্ষেত্রে চীন ব্রিজিং রোল হিসেবে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

 

 

মুসলিম প্রধান দেশ হিসেবে সৌদি ইরান সম্পর্কের উন্নয়নে চীনের ভূমিকায় বাংলাদেশ আনন্দিত। রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ ও মিয়ানমারের ক্ষেত্রে চীন ব্রিজিং রোল হিসেবে কাজ করছে, এমন কথা উঠে আসে আলোচনা থেকে।  

 

অনুষ্ঠানে কসমস ফাউন্ডেশনের চেয়ারম্যান, এনায়েতুল্লাহ খান, প্রেসিডেন্ট ড.ইফতেখার আহমেদ চৌধুরী ও চীন অ্যান্ড সাউথ এশিয়া সেন্টার সাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্ট্যাডিজের সেক্রেটারি জেনারেল লিউ চংইসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এসময় দুইদেশের সম্পর্ক উন্নয়নছাড়াও কুটনৈতিক নানা বিষয় উঠে আসে তাদের বক্তব্যে।

 

ঐশী/শান্তা