হুয়া উ গ্রামে মিয়াও জাতির জনসাধারণের মাঝে সি চিন পিং
2023-05-04 16:14:18

২০২১ সালের ৩ ফেব্রুয়ারি চীনের উ মেং পর্বতের মেঘমালা অতিক্রম করে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং কুও চৌ প্রদেশের বি চিয়ে শহরের সিন রেন মিয়াও জাতির উপজেলার হুয়া উ গ্রাম পরিদর্শন করেন। ওই গ্রামের দম্পতি চাও ইয়ু সুয়ে খুব উত্তেজিত হয়ে দরজা খুলে প্রেসিডেন্ট সি’কে অভ্যর্থনা জানান। সে সময়টি ছিল চীনের ঐতিহ্যবাহী বসন্ত উৎসবের কিছুটা আগে। প্রত্যেক বাড়িতে উৎসবের প্রস্তুতি চলছিল। স্থানীয় ঐতিহ্যবাহী সুস্বাদু খাবার ‘হুয়াং পা” তৈরিতে ব্যস্ত ছিলেন সবাই।

 

একটি লম্বা পাতার ওপর চাল ও সয়াবিন পাউডার মেখে রোল করার পর সুতা দিয়ে বাধলে “হুয়া পা” তৈরি হয়। প্রেসিডেন্ট সি চিন পিং তাঁর নিজ হাতে তৈরি ‘হুয়া পা’ নারী মেজবান ইয়াং পেং ইং’র সামনে রেখে হাসিমুখে কামনা করেন, ‘আপনাদের ভবিষ্যৎ জীবন আরও সুন্দর ও সুখী হোক।’

 

ইয়াং পেং ইং সে মুহূর্তের কথা এখনো মনে রেখেছেন। তিনি বলেন,  ‘যেন প্রেসিডেন্টের কামনার মতো, সাম্প্রতিক বছরগুলোতে আমাদের জীবন অধিক সুখী হয়েছে।’

ওই দম্পতির আগেকার বাড়িটি খুব একটা ভালো ছিল না। বৃষ্টি পড়লেই ভিতরটি ভিজে যেত। পানি ও বিদ্যুতের অভাব ছিল। পরবর্তীতে দারিদ্র্যবিমোচন নীতির সাহায্যে তারা স্থানান্তরিত হন। একটি ১,৫০০ বর্গমিটারের দুতলা বাড়িতে উঠেছেন তারা। তারা এখন ফু চিয়ান প্রদেশে কাজ করেন। তাদের বর্তমান বার্ষিক আয় ৪০ হাজার ইউয়ান। তাদেরর তিনটি বাচ্চা আছে। তারা মাধ্যমিক ও প্রাথমিক স্কুলে বিনামূল্যে লেখাপড়া করে।

 

চাও ইয়ু সুয়ে বলেন, ‘সে দিন আমি আমার বাড়ির সিটিং রুমে টানানো দেয়ালের ছবির দিকে নির্দেশ করে প্রেসিডেন্ট সিকে কয়েক বছরে গ্রামের পরিবর্তন দেখিয়েছিলাম’। প্রেসিডেন্ট সি চিন পিং দু’তলা ও এক তলার প্রতিটি জায়গা ঘুরে দেখেন এবং পানি, বিদ্যুৎ, বাড়ির জমি, জমিতে কি চাষ করি, আয় কত হয় এবং শিশুদের লেখাপড়ায় কোনো খরচ করি কি না? সব কিছুই জানতে চান। ‘প্রেসিডেন্ট সি আমাদের জীবনের প্রতিটি দিক সম্পর্কে বিস্তারিত খোঁজ-খবর নিয়েছেন, যা সত্যিই মুগ্ধকর।’

 

প্রশ্নের উত্তরে ‘তিনটি নিশ্চয়তা’ শীর্ষক নীতির কার্যকারিতা জেনে প্রেসিডেন্ট সি খুশী হন। হুয়া উ গ্রামের ভবিষ্যৎ উন্নয়নে তিনি দিক-নির্দেশনা দিয়ে বলেন, ‘কর্মসংস্থান খুবই গুরুত্বপূর্ণ। এটি জীবন-যাত্রার মান আরও উন্নত করার গুরুত্বপূর্ণ নিশ্চয়তা, দারিদ্র্যমুক্তির সাফল্য রক্ষা এবং গ্রামীণ পুনরুজ্জীবন বাস্তবায়নের মূল ব্যবস্থা। অন্য প্রদেশে কাজ করলেও চলে, তবে বাড়ির কাছাকাছি থেকে কাজ করলে আরও ভালো হবে। তাহলে ভালোভাবে বাচ্চাদের দেখাশোনা করতে পারবেন। বাচ্চাদের ভালো লালন করলে ভবিষ্যৎ আরও ভালো হবে।’

 

‘চীনের প্রেসিডেন্ট সি চিন পিং’র নির্দেশনায় আমরা অব্যাহতভাবে গ্রামীণ পুনরুজ্জীবন এবং কৃষি ও গ্রামের আধুনিকায়নকে বেগবান করে আসছি,’ বলছিলেন সিন রেন মিয়াও জাতির উপজেলার সিপিসির সম্পাদক স্যু লেই। তিনি জানান, গত একবছরে গ্রামে নতুন করে ৮৪ কিলোমিটার সড়ক নির্মাণ করা হয়েছে। দুটি ৪৮.৫ কিলোমিটারের বিদ্যুৎ লাইন প্রতিষ্ঠা করা হয়েছে, যাতে গ্রামে উন্নয়ন ও জীবনযাপনের বিদ্যুৎ নিশ্চিত করা যায়। তাছাড়া, ফাইভ-জি প্রযুক্তিতে গ্রামীণ ডিজিটাল প্ল্যাটফর্ম প্রতিষ্ঠিত হয়েছে, যা গ্রামের নানা কার্যক্রমে সহায়ক হয়েছে।

 

স্থানীয় জাতিগত বৈশিষ্ট্যসম্পন্ন সুবিধা কাজে লাগিয়ে হুয়া উ গ্রামের পর্যটন ও বৈশিষ্ট্যসম্পন্ন শিল্পের ব্যাপক উন্নয়ন হয়েছে। গ্রামে ৩২টি গ্রামীণ জীবন-কেন্দ্রিক বিনোদন ব্যবস্থা, ১৯টি হোম-স্টে এবং ২টি মিয়াও সূচিকর্ম ওয়ার্কশপ প্রতিষ্ঠিত হয়েছে। ২০২১ সালে গ্রামে পর্যটকের সংখ্যা ৬৫ হাজার ছিল। পর্যটন খাতের আয় ছিল ৩১ কোটি ইউয়ান। গ্রামের ৫০ শতাংশ জনশক্তি নিকটবর্তী স্থানে কর্মসংস্থানের সুযোগ পেয়েছে।

 

চাও ইয়ু সুয়ে বলেন, ‘গ্রামের উন্নয়ন অধিক থেকে অধিকতর দ্রুত হয়েছে। কর্মসংস্থানের সুযোগও অনেক বেড়েছে। বর্তমানে আমরা দুজন নিকটবর্তী স্থানে কাজ করছি। স্থিতিশীল আয় করার পাশাপাশি পরিবারের প্রবীণ ও ছোটদের দেখাশোনা করতে সক্ষম হয়েছি।’ তিনি আরও জানান, গ্রামীণ জীবন-কেন্দ্রিক বিনোদন ব্যবস্থা চালুর পর তার তৈরি ‘হুয়া পা’ পর্যটকদের কাছে জনপ্রিয় হয়েছে। গত বছর এ থেকে ১.৫ লাখ ইউয়ান আয় করেছেন তিনি। চলতি বছরের প্রথম দিকে তিনি দু’বছরের জমানো পয়সা দিয়ে একটি ‘হুয়া পা’ কারখানা প্রতিষ্ঠা করেছেন।

 

সম্পাদক স্যু লেই বলেন, ‘এখানকার জীবন অধিক সুখী হয়েছে। গ্রামবাসীরা প্রেসিডেন্ট সি চিন পিং আবারও এখানে আসবেন বলে প্রত্যাশা করছেন।’

 

(রুবি/এনাম)