‘তোমার প্রতিশ্রুতি’
2023-05-03 19:16:44

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী হাই মিং ওয়েই-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

হাই মিং ওয়েই-এর আসল নাম হলো ছাও কুয়াং হাই। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন পুরুষ কণ্ঠশিল্পী। ২০০০ সালে তিনি ‘নতুন আইডল’ নামে সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন।

 

২০০৬ সালে তিনি চায়না সেন্ট্রাল টেলিভিশনের (সিসিটিভি) ‘স্বপ্নের চীন’ নামের নতুন কণ্ঠশিল্পী প্রতিযোগিতায় অংশ নিয়ে দ্বিতীয় পুরস্কার জিতেন। ২০০৭ সালে তাঁর প্রথম ব্যক্তিগত অ্যালবাম ‘ডান্স, ডান্স, ডান্স’ বাজারে আসে। ২০১০ সালে তাঁর অ্যালবাম ‘আমার স্মৃতি আমার নয়’ প্রকাশিত হয়।

 

বন্ধুরা, এখন শুনুন হাই মিং ওয়েই-এর কণ্ঠে ‘রংধনুর পিছনে’ নামের গানটি। গানের কথাগুলো এমন: এমন একটি রংধনু, সব সময় আমার স্বপ্নে আঁকা আছে। তা আমার সঙ্গে বৃষ্টিতে ও বাতাসে থাকে। যখন উষ্ণ আলো সুন্দর আকাশে ছড়িয়ে পড়ে, তখন আমার মুখে হাসি আসে। সব সময় মুগ্ধ হয়, যুক্তি নেই। একদিন আমি সবচেয়ে উঁচু আকাশে উড়ে যেতে পারবো। আমার ছোট ছোট স্বপ্ন এই মহা বিশ্বে লুকিয়ে আছে। প্রতিদিন পরিশ্রম করি সেই স্বপ্নের জন্যই। বিশ্বাস করি, কোনো একদিন আমি সব পেয়ে যাব । আচ্ছা, শুনুন এই সুন্দর গানটি।

 

প্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন হাই মিং ওয়েই-এর গান ‘তোমার প্রতিশ্রুতি’। গানের কথাগুলো এমন: আকাশ ঢেকেছে কালো মেঘে, জানালার বাইরে আবারও বৃষ্টি পড়ছে। ছাতার নিচে প্রেমিকদের মাঝে তুমি আর আমি হাত ধরে নেই, এটা অনেক আগের ঘটনা। আমাদের জীবন পথের পরবর্তী স্টেশনে কে অপেক্ষা করছে, তোমার এবং আমার স্টিয়ারিং হুইল বিপরীত দিকে যাচ্ছে। বিদায়ের পর, এই স্মৃতি রাখা যায়, শুরুর দিকের সুন্দর মুহূর্তগুলো কোনো মনোমুগ্ধকর হয়। আচ্ছা, শুনুন এই গানটি।

 

প্রিয় শ্রোতা-বন্ধুরা, এখন শুনুন হাই মিং ওয়েই-এর গান ‘মানুষের ভিড়ে’। গানের কথাগুলো এমন: তুমি চলে যাওয়ার পর, আর কোনো সুন্দর সময় নেই। সময় ধীর হয়ে গেছে, জানালার বাইরে পাতা হলুদ হয়ে গেছে। তুমি বিদায় দেয়ার সে মুহূর্ত সব সময় চোখের সামনে ভেসে ওঠে। তুমি এভাবে মানুষের ভিড়ে অদৃশ্য হয়ে যাও। আমি একটি শিশুর মত একাই থাকি। আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতা-বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, তবে বিদায় নেয়ার আগে আপনাদেরকে শোনাতে চাই হাই মিং ওয়েই-এর কণ্ঠে আরেকটি সুন্দর গান ‘আমার স্মৃতি, আমার নয়’। আশা করি, গানটি আপনাদের ভালো লাগবে।

 

শ্রোতা-বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী হাই মিং ওয়েই -এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/এনাম/সুবর্ণা)