মে দিবসের ‘স্বর্ণ সপ্তাহ’ এবং চীনের ভোক্তাবাজার
2023-05-03 16:07:55

মে ৩: চীনে মে দিবসের ‘স্বর্ণ সপ্তাহ’ হচ্ছে চীনা ভোক্তাবাজারের একটি গুরুত্বপূর্ণ সময়পর্ব। সাধারণত এই সময় সবাই ছুটি কাটায় এবং নানাভাবে নিজেদের বিনোদিত করে। এই ছুটিতে লোকেরা ভ্রমণ ও কেনাকাটা বাড়িয়ে দেয়। এই ‘স্বর্ণ সপ্তাহে’ চীনা ভোক্তাবাজারের কিছু প্রবণতা ও বৈশিষ্ট্য প্রতিফলিত হয়।