‘চাঁদের আলো’
2023-05-02 19:21:31

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী সুই লিয়াং-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

সুই লিয়াং ১৯৮৭ সালের ৮ ফেব্রুয়ারি চীনের সানতুং প্রদেশের ছিংতাও শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন পুরুষ কণ্ঠশিল্পী এবং গীতিকার। ২০১০ সালে সুই লিয়াং অনলাইনে নিজের প্রথম গান ‘বুকের সামনে’ প্রকাশ করে সবার সামনে পরিচিত হয়ে ওঠেন।

 

২০১১ সালে সু লিয়াং-এর প্রথম অ্যালবাম ‘খারাপ ছেলে’ বাজারে আসে। ২০১৩ সালে তাঁর দ্বিতীয় অ্যালবাম ‘প্রেমের কথা’ প্রকাশিত হয়। ২০১৪ সালে তাঁর তৃতীয় অ্যালবাম ‘আমি’ মুক্তি পায়। এর সঙ্গে তিনি টিভি সিরিজের জন্যও গান লিখেন এবং তাতে অভিনয় করেন।

 

বন্ধুরা, এখন শুনুন সুই লিয়াং-এর কণ্ঠে ‘চাঁদের আলো’ নামে গানটি। এই গানে সুই লিয়াং-এর সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন চীনের নারী কণ্ঠশিল্পী আ ছিয়াও। গানের কথাগুলো এমন: একাকী ঠাণ্ডা চাঁদের আলো, বালিশে আছে লম্বা চুলের সুগন্ধ। পুরোনো জানালা থেকে বাইরে দেখি, দূরে কোথাও বাদ্যযন্ত্র বাজে। সময় আস্তে আস্তে চলে, দীর্ঘ সময় পরে রাস্তায় তোমায় দেখেছি, মুহূর্তের চেহারা, তবে আর ফিরে দেখিনি। দুই জন ভিন্ন মানুষের সঙ্গে আছে, তবে একই সময়ের কথা স্মরণ করে। বাতাসে ভেঙে যাওয়া পাখা, কিভাবে তোমাকে খুঁজতে পারে? আচ্ছা, শুনুন এই গানটি।

 

প্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন সুই লিয়াং-এর গান ‘সাত সেকেন্ডের স্মৃতি’। গানের কথায় বলা হয়, হ্যালো, সমস্যা নেই, শুধুই কাঁদছি, তবে আমার স্মৃতি পালিয়ে যেতে চায়। রাতের বাতাসের শব্দ, তোমার সব কিছু নিয়ে যায়। আমি মাছে পরিণত হই, শুধু সাত সেকেন্ডের স্মৃতি। সেই স্মৃতিতে এত ব্যথা রয়েছে, তাই কিভাবে একে স্মরণ করি। সময় ব্যথাকে নিয়ে যাবে না, শুধু আমি, ব্যথাকে মানিয়ে নিই। সময় আসে, সময় যায়, এখন তুমি কার নায়ক। আচ্ছা, শুনুন এই গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন যে গান আপনাদেরকে শোনাচ্ছি, এর নাম ‘তখনকার বৃষ্টি’। গানের কথাগুলো এমন: পাথরের সেতুতে বৃষ্টি পড়ছে, সে মুহূর্তে তোমাকে চুমু দিয়েছি। ফুলে, গাছে, গোপন এত বেশি, কেন প্রেম ভেঙে যায়, হৃদয় আহত হয়। তুমি বলো, তুমি বৃষ্টি, মেঘের সঙ্গে সবখানে যাও। তুমি যেন বড় বৃষ্টি, আমার চোখকে ভিজিয়ে দাও। আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় শ্রোতা বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম; তবে বিদায় নেওয়ার আগে আপনাদেরকে আরেকটি গান শোনাচ্ছি। এর নাম ‘আর কখন দেখা হবে’। আশা করি এই গানটি আপনাদের ভালো লাগবে।

 

শ্রোতা-বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী সুই লিয়াং -এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/এনাম/সুবর্ণা)