শ্রমিক দিবসের ছুটিতে জমজমাট চীনা বাজার
2023-05-01 16:26:35

মে ১: গত শনিবার ছিল চীনের আন্তর্জাতিক শ্রমিক দিবসের সরকারি ছুটির প্রথম দিন। চীনারা অনেক বেশি ভ্রমণ করে থাকেন। তাদের ভোগের আগ্রহও অনেক বেড়েছে। ফলে এসময় ভোগ্য বাজার চাঙ্গা হয়ে ওঠেছে। চলুন, জেনে নেয়া যাক চীনের শ্রমিক দিবসের ছুটিতে কি কি প্রবণতা দেখা যায়? ছুটিতে পর্যটকদের ভ্রমণের ইচ্ছা কতটি তীব্রতর হয়?

 

শ্রমিক দিবসে দেশ বিদেশের সব এয়ারলাইন্স ৩৫০০টি ফ্লাইট বিন্যাস করবে বলে অনুমান করা হচ্ছে, যা মহামারির আগের মানের ৩০ শতাংশের মত। গতকাল (রোববার) চীনে বেসামরিক বিমানের ১৬ হাজার ৩৭১টি ফ্লাইট চলাচল করেছে। তাতে ১৮ লাখ ১০ হাজার যাত্রী ভ্রমণ করেছে।

 

আর রোববার চীনে রেলপথে ১ কোটি ৮০ লাখ যাত্রী মোট ১১২১৭টি ট্রেনে যাতায়াত করেছে। ইয়াং সি নদীর বদ্বীপ অঞ্চল এবং চু চিয়াং নদীর বদ্বীপ অঞ্চলসহ বিভিন্ন জায়গার রেলপথে যাত্রীর সংখ্যা টানা দুই দিন ধরে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। ছুটিতে ঘন ঘন পর্যটন চাহিদা মেটানোর জন্য বিভিন্ন জায়গার রেল বিভাগ বিশেষ পর্যটন ট্রেন চালু করেছে। কিছু বেশি জনপ্রিয় দর্শনীয় শহরে ট্রেনের সংখ্যা আরও বাড়ছে, যাতে পর্যটকদের ভ্রমণে সুবিধা দেয়া যায়।

 

চীনের যোগাযোগ ও পরিবহন মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, রোববার চীনে সড়ক ও নৌপথে ৩২৫ লাখ যাত্রী যাতায়াত করেছে। এর মধ্যে সড়কপথে যাত্রীর সংখ্যা ছিল ৩ কোটি ১৫ লাখ, যা ২০২২ সালের একই সময়ের তুলনায় ৯৭.৯ শতাংশ বেশি। নৌপথে যাত্রীর সংখ্যা ছিল ১০ লাখ, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬০.১৭ শতাংশ বেশি। দেশে হাইওয়েতে গাড়ি চলাচল করেছে ৪৮৮ লাখটি, যা আগের বছরের চেয়ে ৯৮ শতাংশ বেশি।

 

বিগ ডাটার মাধ্যমে চীনে শ্রমিক দিবসের ছুটিতে সবচেয়ে জনপ্রিয় দর্শনীয় স্থানটি নির্ণয় করা যায়। এই ছুটিতে দেখা যায়, প্রথম দিনে বিভিন্ন দর্শনীয় শহরে পর্যটকদের সংখ্যা ব্যাপক মাত্রায় বেড়েছে। এর মধ্যে দেশের কুয়াং চৌ, ছেং তু, শেন চেন, হাং চৌ, সু চৌ, শাংহাই এবং সি আনসহ কয়েকটি শহর পর্যটকদের সবচেয়ে পছন্দের স্থানে রয়েছে। এছাড়া, চলতি বছরের শ্রমিক দিবসের ছুটিতে কিছু নতুন দর্শনীয় স্থানেও পর্যটকদের সংখ্যা অনেক বেড়েছে।

 

যখন সবাই ছুটির আনন্দ উপভোগ করে, তখন অনেক কর্মী নিজের কাজে ব্যস্ত থাকেন, যাতে সবার জন্য সেবা ও বিভিন্ন নিশ্চয়তা কাজ করতে পারে। শ্রমিক দিবসের ছুটিতে, বিশেষ করে দর্শনীয় স্থানের কর্মীরা ছুটি নেন না, এবং পর্যটকদের জন্য বাড়তি সময় খোলা থাকছে বিভিন্ন দর্শনীয় স্থান।

 

তাহলে এই ছুটিতে ভোগের কি কি প্রবণতা দেখা যায়?

চীনের বাণিজ্য মন্ত্রণালয় অনুসারে, দেশের প্রধান প্রধান খুচরা বাজার ও রেস্তরাঁয় লেনদেনের পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় ২১.৪ শতাংশ বেড়েছে। এর মধ্যে রেস্তরাঁয় লেনদেন ব্যাপক মাত্রায় বেড়েছে। প্রধান প্রধান রেস্তরাঁয় বিক্রির পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় ৩৬.৯ শতাংশ বেড়েছে। আর অনলাইন প্ল্যাটফর্মের পরিসংখ্যান থেকে জানা গেছে, দেশে রেস্তরাঁয় অনলাইনে টেবিল বুকিং-এর পরিমাণ ২০১৯ সালের একই সময়ের তুলনায় ২০০ শতাংশ বেড়েছে। শ্রমিক দিবসের ছুটিতে চীনারা বাইরে ভ্রমণ ও ব্যয় করার তীব্র উচ্ছ্বাস দেখায়। ফলে বাজারে লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্য মাত্রায় বেড়েছে। ছুটির ভোগ অর্থনীতির প্রবৃদ্ধিকে আরও এগিয়ে নিয়েছে।

 

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, চীনে প্রধান প্রধান খুচরা বাজারে টেলিযোগাযোগ যন্ত্রের বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় ৩০.৫ শতাংশ বেশি। পোশাক, জুতা, মণিরত্ন, সিগারেট ও মদ বিক্রির পরিমাণ যথাক্রমে ২০.৯, ১৭.৬, ১৭.৪ ও ১৬.৮ শতাংশ বেড়েছে। সেসঙ্গে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় পণ্যের সরবরাহ যথেষ্ট থাকায় দামও স্থিতিশীল রয়েছে। চীনের শতাধিক বড় আকারের কৃষিজাত দ্রব্যের পাইকারি বাজারে শস্য, তেল, মাংস, ডিম, সবজি এবং ফলের মজুত প্রচুর পরিমাণ রয়েছে। তাই দামও ছুটির আগের মত রয়েছে।

 

চীনের রাষ্ট্রীয় পরিষদের উন্নয়ন ও গবেষণা কেন্দ্রের বাজার অর্থনীতি গবেষণাগারের গবেষক ছেন লি ফেন বলেন, সমৃদ্ধ ছুটি ভোগ থেকে চীনের ভোক্তা বাজারের বিরাট সুপ্ত শক্তি এবং প্রাণ বোঝা যায়। তা চীনের বড় আকারের বাজারের সুবিধার প্রতিফলনও বটে।

 

(শুয়েই/এনাম/আকাশ)