জনসংখ্যা অর্থনীতি উন্নয়নে কেমন ভূমিকা পালন করে?
2023-04-28 14:48:18

১০ এপ্রিল, এপি-এর খবরে বলা হয় যে, জনসংখ্যা গবেষণা প্রতিবেদন অনুযায়ী, এপ্রিলের মাঝামাঝি সময়ে ভারতের জনসংখ্যা চীনের জনসংখ্যাকে ছাড়িয়ে যাবে; ভারত হয়ে উঠবে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। গত বছর, জাতিসংঘ কর্তৃক প্রকাশিত "বিশ্ব জনসংখ্যা সম্ভাবনা ২০২২" প্রতিবেদনেও একই পূর্বাভাস দেওয়া হয়েছিল। প্রশ্ন হচ্ছে: এর তাত্পর্য কী? সম্প্রতি চীনের জনসংখ্যা নিয়ে বিভিন্ন বিতর্ক উঠেছে। জনসংখ্যা একটি দেশের অর্থনীতি উন্নয়নে কেমন ভূমিকা পালন করে? এ বিষয় নিয়ে আমরা কথা বলেছি ডক্টর ঈশিতা শহীদ সামসের সঙ্গে। ডক্টর ঈশিতা শহীদ সামস্, বর্তমানে বাংলাদেশের খুলনার সরকারি ব্রজলাল কলেজের সমাজবিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি পিকিং বিশ্ববিদ্যালয়ের জনসংখ্যা গবেষণা ইনস্টিটিউট থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। চলুন, শুনি ড. ঈশিতা শহীদ সামসের কথা।