আজকের ‘ঊর্মির বৈঠকখানা’-য় আমার সাথে যোগ দিচ্ছেন খন্দকার নোমান। বর্তমানে তিনি চীনের শানসি প্রদেশের সিআন শহরে north western polytechnical বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসেবে কাজ করছেন। তিনি ইতোমধ্যে ৬টিরও বেশি এসসিআই প্রবন্ধ প্রকাশ করেছেন। এবারের পয়লা মে দিবসে তিনি চীনে কিভাবে কাটাবেন এবং তাঁর চোখে চীনা প্রযুক্তিবিদদের অবস্থা কেমন? জানার জন্য চলুন কথা বলি তার সাথে।