হাংচৌ এশিয়া গেমসের প্রস্তুতিমূলক কাজের অগ্রগতি প্রসঙ্গ
2023-04-28 16:03:02

এপ্রিল ২৮: গতকাল (বৃহস্পতিবার) আসন্ন হাংচৌ এশিয়া গেমসের প্রচার কার্যক্রমের বেইজিং অংশের কাজ শেষ হয়। এর আগে শাংহাই, সিনআন, থিয়ানচিন, উহান, ছেংতু, সিয়ামেন, নানচিং, কুয়াংচৌ ও চুহাইয়ে প্রচার কার্যক্রম পরিচালিত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, হাংচৌ এশিয়া গেমসের প্রস্তুতিমূলক কাজ সামনে এগিয়ে চলেছে।

 (রে ১ সংগীত)

বেইজিংয়ের অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে হাংচৌ এশিয়া গেমসের অফিসিয়াল থিম সং ‘আপনি ও আমি উভয়ই’-এর মিউজিক ভিডিও বা এমভি প্রকাশ করা হয়। এশিয়ান গেমস সাংগঠনিক কমিটির নির্বাহী মহাসচিব ও হাংচৌ শহরের ভাইস মেয়র ছেন ওয়েই ছিয়াং বলেন, এবারের গেমসের জন্য প্রয়োজনীয় অবকাঠামোর নির্মাণকাজ প্রায় সম্পন্ন হয়েছে। হাংচৌ প্রতিযোগিতা হোস্ট করার সকল শর্ত পূরণ করেছে। হাংচৌ প্রতিযোগিতা আয়োজনের জন্য প্রস্তুত। তিনি বলেন,

(রে ২)

“সাধারণ প্রতিযোগিতার সময়সূচির দ্বিতীয় সংস্করণ ইতোমধ্যেই প্রকাশ করা হয়েছে। প্রতিযোগিতার নিবন্ধন-গাইডও প্রকাশিত হয়েছে। গেমস সাফল্যের সঙ্গে আয়োজনের জন্য ১৫০০ জনেরও বেশি আন্তর্জাতিক প্রযুক্তিবিদকে নিয়োগ দেওয়া হয়েছে। এবারের গেমস শুরুর আগে ৫০টি প্রস্তুতিমূলক ক্রীড়া প্রতিযোগিতারও আয়োজন করা হবে, যেগুলোর ৭টি আন্তর্জাতিক মানের।”

এবার হাংচৌ এশিয়া গেমসের আগে, কায়াক স্টিল ওয়াটার ও  স্ল্যালম, ট্রায়াথলন, ব্যাডমিন্টন, ফুটবল, বিচ ভলিবলের মতো ক্রীড়ার কয়েকটি প্রস্তুতিমূলক প্রতিযোগিতার আয়োজন করা হবে। এশিয়া গেমস ভিলেজ ও এশিয়া গেমস সাব-ভিলেজের নির্মাণকাজও সম্পন্ন হয়েছে। এশিয়ার বিভিন্ন দেশ ও অঞ্চলের ৩০ হাজারেরও বেশি খেলোয়াড়, কর্মকর্তা ও প্রযুক্তিবিদ এতে বসবাস করবেন।

হাংচৌ এশিয়া গেমসের আয়োজন-প্রক্রিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার হবে লক্ষণীয়। গেমসে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার দর্শক ও খেলোয়াড়দের জন্য সুবিধাজনক প্রমাণিত হবে। এ সম্পর্কে ছেন ওয়েই ছিয়াং বলেন,

(রে ৩)

“গেমসের সদর দফতরে বড় পর্দা বা টিভি স্ক্রিন থাকছে; পরিবহন, নিরাপত্তা ও তথ্যপ্রযুক্তিসংশ্লিষ্ট উপকেন্দ্রগুলোতেও পর্দা বা টেভি স্ক্রিন থাকবে। এসব স্ক্রিনে প্রয়োজনীয় সকল তথ্য-উপাত্ত প্রদর্শন করা হবে। খেলার ফলাফল নির্ধারণ বা বিচারকদের সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় এসব স্ক্রিন সাহায্য করবে। দশর্করাও বিভিন্ন টার্মিনালের মাধ্যমে বিভিন্ন ধরনের সেবা পাবেন।”

হাংচৌ এশিয়া গেমসের সাংগঠনিক কমিটির উপমহাসচিব, হাংচৌ শহরের চীনা কমিউনিস্ট পার্টির কমিটির স্থায়ী সদস্য ও প্রচার বিভাগের পরিচালক হুয়াং হাই ফেং বলেন,

(রে ৪)

“আমরা বেইজিং শীতকালীন অলিম্পিকের সফল অভিজ্ঞতা কাজে লাগাবো; সাংস্কৃতিক ক্ষমতায়নকে শক্তিশালী করবো; নতুনত্ব ও উদ্ভাবনের প্রতি যত্নবান হবো; এবং এশিয়া গেমসের প্রচারের জন্য আরও কাজ করবো।”

হাংচৌ এশিয়া গেমস আগামী ২৩ সেপ্টেম্বর শুরু হবে।  আগামী ১৫ জুন, উদ্বোধনের শত দিনের কাউন্টডাউন উপলক্ষ্যে, এশিয়া গেমসের সাংগঠনিক কমিটি গেমসের পদক প্রকাশ করবে। এ ছাড়া, মশাল রিলে ইভেন্ট ও বিভিন্ন কমিউনিটির গণসাংস্কৃতিক কার্যক্রমও শীঘ্রই আয়োজন করা হবে। (ছাই/আলিম)