আই ই লিয়াং
2023-04-27 14:35:41



আজকের অনুষ্ঠানে চীনের তাইওয়ানের একজন জনপ্রিয় গায়িকার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম আই ই লিয়াং। তিনি তার শক্তিশালী কণ্ঠ ও চমত্কার গান গাওয়ার দক্ষতার জন্য পরিচিত। তার চীনের ‘ব্লুজ রানীর’ সুখ্যাতি আছে। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা তার কিছু সুন্দর গান শুনবো। অনুষ্ঠানের শুরুতে শুনুন আই ই লিয়াং’র একটি সুন্দর গান ‘জুলিয়ানের জন্য’।গান ১

 

আই ই লিয়াং ১৯৮৭ সালে তাইওয়ানের তাইপেই শহরে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে তিনি গান গাইতে খুবই পছন্দ করতেন। তিনি শুধু গায়িকা হতে চাইতেন- তা নয়, বরং শক্তিশালী ও জনপ্রিয় গায়িকা হতে চান। মাধ্যমিক স্কুলে পড়ার সময় আই ই লিয়াং সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং ভালো ফল পান। সেই সময়ে একজন সংগীত প্রযোজক প্রতিযোগিতায় আই ই লিয়াং’র পারফরমেন্স দেখে প্রশংসা করে বলেন, তিনি নিশ্চয়ই শিল্পী হবেন। ২০১০ সালে তিনি তাইওয়ানের জনপ্রিয় সংগীত অনুষ্ঠান ‘সুপার আইডলে’ অংশ নেন এবং চ্যাম্পিয়ন হন। এর মাধ্যমে আই ই লিয়াং আনুষ্ঠানিকভাবে পেশাদার গায়িকা হন, আর তার প্রশংসা করা সেই সংগীত প্রযোজক তার প্রযোজক হন। বন্ধুরা, এখন শুনুন আই ই লিয়াং’র একটি সুন্দর গান ‘আন্তরিক কথা’।গান ২

 

২০১২ সালে আই ই লিয়াং তার প্রথম অ্যালবাম ‘যদি তুমি আমাকে ভালোবাসো’ প্রকাশ করেন। গান গাওয়ার পাশাপাশি আই ই লিয়াং অ্যালবাম তৈরি করেন এবং নিজের সংগীত ধারণা গানগুলোতে মিশ্রিত করেন। অ্যালবামটি মুক্তির পরই মানুষের দৃষ্টি আকর্ষণ করে। তিনি সে অ্যালবামের জন্য সে বছরের চীনা সংগীত মহলে সবচেয়ে প্রভাবশালী সংগীত অ্যাওয়ার্ড---গোল্ডেন সুর অ্যাওয়ার্ডের শ্রেষ্ঠ নতুন গায়িকার পুরস্কার পান। এর মাধ্যমে লোকজন আই ই লিয়াং ও তার গান সম্পর্কে জানতে পারে। বন্ধুরা, এখন শুনুন এই অ্যালবামে আই ই লিয়াংর একটি সুন্দর গান ‘যদি তুমি আমাকে ভালোবাসো’।গান ৩

 

২০১৩ সালে আই ই লিয়াং চীনের হুনান টিভি’র একটি জনপ্রিয় সংগীত অনুষ্ঠানে যোগ দেন। প্রতিযোগিতায় তিনি চ্যাম্পিয়ন না হলেও তার গান গাওয়ার দক্ষতা ব্যাপক স্বীকৃতি পায়। অনুষ্ঠানের বিচারক চীনের বিখ্যাত গায়ক লৌ তা ইয়ো তার বেশ প্রশংসা করেন এবং তাকে শিক্ষানবিশ হিসেবে গ্রহণ করেন। পরে তিনি চীনের অন্য একটি জনপ্রিয় সংগীত অনুষ্ঠান ‘ভয়েস অফ চায়নাতে’ অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় তিনি অনেক চমত্কার পারফর্ম করেন। অনুষ্ঠানে তার গাওয়া অনেক গান এখনও বেশ জনপ্রিয়। বন্ধুরা, এখন শুনুন সেই অনুষ্ঠানে আই ই লিয়াং গাওয়া একটি জনপ্রিয় গান ‘প্রেমিকার অশ্রু’।গান ৪

 

২০১৬ সালে আই ই লিয়াং’র অ্যালবাম ‘আই ই লিয়াং সম্পর্কে বলি’ প্রকাশ করে। এই অ্যালবামের প্রায় সব গানের সুর ও কথা তিনি নিজেই রচনা করেছেন। ভালোবাসা এই অ্যালবামের প্রতিপাদ্য। অ্যালবামে তিনি বিভিন্ন শৈলীর সংগীতের মাধ্যমে সবাইকে প্রেমের বিষয়ে তার চিন্তাভাবনা এবং জীবনের ভালোবাসা ও সুখের মুহূর্তগুলো শেয়ার করেছেন। আই ই লিয়াংয়ের কণ্ঠের সৌন্দর্য ও সংগীতের বৈশিষ্ট্য এতে সম্পূর্ণভাবে ফুটে উঠেছে। এই অ্যালবামের জন্য তিনি গোল্ডেন সুর অ্যাওয়ার্ডের ৭টি পুরস্কারের জন্য মনোনয়ন পান এবং শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার পান। বন্ধুরা, এখন শুনুন এই অ্যালবামে আই ই লিয়াং’র খুব জনপ্রিয় একটি গান ‘আমাদের যোগফল’।গান ৫

২০১৮ সালে আই ই লিয়াং নতুন অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামের গান ‘Forever Young’ দ্রুত অনেক জনপ্রিয় হয়ে ওঠে। গানটি হল জীবনের প্রতি আই ই লিয়াং’র অনুভূতি ও ধারণা: কেউ চিরকাল তরুণ থাকে না, তবে সবসময় একটি তরুণ মন নিয়ে জীবন কাটানো উচিত। এই গানের কথাগুলো কবিতার মত সুন্দর, আর সুর বেশ কোমল। যারা দুর্দশায় পড়ে, গানটি তাদেরকে অনেক শক্তি ও সান্ত্বনা দেয়। এই গানের জন্য আই ই লিয়াং আবারও গোল্ডেন সুর অ্যাওয়ার্ডের শ্রেষ্ঠ সুরকারের পুরস্কার পান। তিনিও ছোটবেলার ‘শক্তিশালী ও জনপ্রিয় গায়িকা হওয়ার’ স্বপ্ন পূরণ করেছেন। বন্ধুরা, এখন শুনুন আই ই লিয়াং’র জনপ্রিয় গান ‘Forever Young’।গান ৬

 

এখন আই ই লিয়াং নতুন নতুন গান রচনা করছেন, আর তার গানগুলো জনপ্রিয় হয়ে উঠছে এবং বিভিন্ন সংগীত পুরস্কার পাচ্ছে। বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা একসঙ্গে আই ই লিয়াং’র আরেকটি জনপ্রিয় গান ‘আমিই’ শুনবো। আশা করি, আপনারা তার গানগুলো পছন্দ করবেন।গান ৭

 

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।