চীনের সাংহাই এ বাংলাদেশিদের ঈদুল ফিতর উদযাপন
2023-04-27 16:48:59

ত্যাগের মহিমায় অনেক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গত ২২শে এপ্রিল রোজ শনিবার চীনের অন্যান্য প্রদেশের মত  সাংহাই এ উদযাপিত হয়েছে ঈদুল ফিতর ২০২৩। সাংহাইয়ে বিভিন্ন প্রান্তে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা এখানে অবস্থিত সাতটি মসজিদে ঈদের নামাজ আদায় করেন। সকাল আটটা থেকে সাড়ে আটায় এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। চীনে ঈদ উদযাপনে কোন সরকারি ছুটি না থাকলেও এবারের ঈদুল ফিতর এখানকার সাপ্তাহিক ছুটির দিন শনিবারে অনুষ্ঠিত হওয়ায় বাংলাদেশি ছাত্রছাত্রীরাও এবার ঈদের নামাজ আদায় করতে পেরেছেন। উল্লেখ্য গত ২৩শে মার্চ থেকে এখানে পবিত্র রমজান শুরু হওয়ায় এবার ৩০টি রোজা পালন করেন সাংহাই এর মুসলিম সম্প্রদায়।

 

ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে সাংহাই এ বসবাসরত প্রায় ১৫০ জন  প্রবাসি বাংলাদেশি এবং শিক্ষার্থীবৃন্দ একেত্রে নামাজ পরবর্তী একটি ঈদ আনন্দ অনুষ্ঠানের আয়োজনে করে সাংহাই এর ছিংপু জেলার শিনথং বোথাং মুক্ত পার্কে। নামাজ পরবর্তী সকাল ১১টার মধ্যে সাংহাই এর বিভিন্ন প্রান্তে বসবাসরত বাংলাদেশিরা অনুষ্ঠানস্থলে জড় হতে থাকে। দুপুর ১২টায় সবাইকে পরিবেশন করা হয় চীনের বিখ্যাত লানজোও বার্বিকউ, যা আগে থেকেই এখানকার একটি বিখ্যাত মুসলিম বার্বিকউ রেস্ট্ররেন্ট থেকে সরবারহ করে অনুষ্ঠানস্থলে পুনরায় বার্বিকউ চুলায় গরম করে নেওয়া হয়।  


 দুপুরের খাবারে সবাইকে পরিবেশন করা হয় দেশি পোলাও, গরুর মাংসের ভূনা, মুরগির মাংস, গরুর মাংসের কাবাব, চায়নিজ ভেজিটেবল, সালাদ, পায়েশ, সেমাইসহ সফট পানীয়।

দুপুরের খাবার শেষে মেয়েদের বালিশ খেলা, ছেলেদের মোরগ লড়াই, বাচ্চাদের দৌড় প্রতিযোগিতাসহ কবিতা আবৃতি পরিবেশনের আয়োজন ছিল। মজার খেলার বিভিন্ন ক্যাটাগরির বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণী করা হয়।


সাংহাইয়ের ঈদ আনন্দ অনুষ্ঠানে আরও বেশ কিছু সুন্দর মুহুর্তঃঅনুষ্ঠানে বাংলাদশি ছাড়াও তাদের অতিথি হয়ে আসেন চীন সহ বিভিন্ন দেশের নাগরিক। আগত বিদেশি বন্ধুগণ বাংলদেশি সংস্কৃতি, খাবার এবং আতিথিয়োতায় উচ্ছ্বাস প্রকাশ করেন।  অনুষ্ঠানে আগত বাংলাদশিরা বলনে কোভিড পরবর্তী এ ধরনের অনুষ্ঠানে আসতে পেরে খুব ভাল লাগছে, তাছাড়া  একটি অমুসলিম দেশে (চীনে) থেকেও আমরা বাংলাদেশের মতই ঈদ উদযাপন করতে পেরে আজকের এই অনুষ্ঠানের আয়োজকবৃন্দ এবং চীনা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।