‘ভবিষ্যত্ জীবন’
2023-04-27 15:34:45

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী লি ছি-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

লি ছি, ১৯৯০ সালের ৯ জানুয়ারি চীনের চিয়াং সু প্রদেশের সুই চৌ শহরে জন্মগ্রহণ করেন। তিনি ২০১২ সালে চীনের চিয়াংসু নর্মাল ইউনিভার্সিটির মিউজিক বিভাগ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। লি হলেন চীনের মূল ভূভাগের একজন পুরুষ কণ্ঠশিল্পী।

 

২০১৩ সালে লি ছি ‘ভয়েস অব চায়না’ নামের সংগীত প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশের চ্যাম্পিয়ন হন। একই বছরের নভেম্বর মাসে তিনি বসন্ত উত্সব গালার মঞ্চে গান পরিবেশন করেন। ২০১৫ সালের মে মাসে লি ছি দেশে ভ্রাম্যমাণ কনসার্ট আয়োজন করেন।

 

বন্ধুরা, এখন শুনুন লি ছি’র গান ‘ভবিষ্যত্ জীবন’। গানের কথাগুলো এমন: দুটি মাছ গভীর পুকুরে আটকে আছে। ভীষণ বৃষ্টিতে কাঁদছে। এত কাছে থাকলেও যেন আমাদের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য! সারা পৃথিবী তোমার জন্য বিবর্ণ হয়ে পড়ে। শুধু কালো ও সাদা রং থাকে। অতীতের কথা ধোয়ার মত হতে পারে না। যদি ভবিষ্যত্ জীবন থাকে, আমি এই গল্পের ফলাফলের জন্য অপেক্ষা করি। যখন সব অনুভূতি অদৃশ্য হয়ে যায়, এই একাকী পাহাড় কার জন্য দুঃখ লাগে। যদি ভবিষ্যত্ জীবন থাকে, আমি তোমার অপেক্ষা করবো।

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এবারে শুনুন লি ছি’র কণ্ঠে ‘নক্ষত্রমণ্ডল’ নামের গানটি। গানের কথাগুলো এমন: যদি গভীর প্রেম নক্ষত্রমণ্ডলে পরিণত হয়’ স্মৃতি কিভাবে রাখা যায়। যদি এই জীবনে প্রেমিকা হতে না পারি, তাহলে কিভাবে এক চোখে কপালের কথা বুঝতে পারব। যদি এই হৃদয় নিজেকে আটকে রাখে, তাহলে কিভাবে পালিয়ে যাব। হঠাত্ ফিরে দেখি, কোথায় থাকতে পারি। শুধু আশা করি, সময় ফিরে যায়, আবার তোমার হৃদয়ে স্থান পাই।

আচ্ছা, শুনুন এই প্রেমের গান।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এবারে শুনুন লি ছি’র গান ‘ফুলের মধ্যে মাতাল’। গানের কথায় বলা হয়, গত বছরের ফুলের সুগন্ধ যেন এখনো আমার হাতে লেগে আছে। সময় যেন ছুরির মত দুশ্চিন্তা কাটে। ফুল ফোটে, তবে আমার স্মৃতি কে গ্রহণ করবে। কেন ফুল আমাদের জন্য অপেক্ষা করতে পারে না। কান বন্ধ করেও আমি তোমার স্নেহময় কণ্ঠ শুনতে পারি।

আচ্ছা, শুনুন গানটি।

 

বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, তবে বিদায় দেয়ার আগে আপনাদের শোনাবো লি ছি’র আরেকটি গান, গানের নাম ‘সবচেয়ে দীর্ঘ যাত্রা’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী লি ছি-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)