‘শীত-ঘুম’
2023-04-27 15:32:37

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী সুয়ে খাই ছি-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

সুয়ে খাই ছি হংকং-এর বিখ্যাত গায়িকা ও অভিনেতা। তরুণ তরুণীদের মধ্যে তিনি অনেক জনপ্রিয়। তাঁর জন্ম ১৯৮১ সালের ১১ আগস্ট। তিনি হংকংয়ের সিটি ইউনিভার্সিটি থেকে স্নাতক পাস করেন। আচ্ছা, এখন শুনুন তাঁর গাওয়া একটি গান ‘কালো অশ্রু’।

 

২০০৪ সালে তিনি প্রথম এ্যালবাম ‘এফ' প্রকাশ করেন। আর ২০০৫ সালে তিনি প্রথমবারের মত চলচ্চিত্র অভিনয়ে যোগ দেন। তাঁর চেহারা দেখতে খুব মিষ্টি, বিশেষ করে অনেক তরুণ তরুণীর সমর্থন পায়। এখন, শুনুন আরেকটি গান, গানের শিরোনাম ‘একজন স্মৃতি বিলোপ’।

 

বন্ধুরা, এখন শুনুন সুয়ে খাই ছি’র গান ‘শীত-ঘুম’। গানের কথাগুলো এমন: কেউ দরজা ধাক্কা দিচ্ছে, তবে আমি জবাব দেই নি। আমি নিজের সঙ্গী হতে চাই। যেহেতু প্রেম ভেঙে যায়, তাহলে আর আমার কাছে তা উল্লেখ করবে না। আমি সময় চাই, আমি নিজের গোপন ঘাঁটিতে থাকতে চাই। তোমাদের কথা অনেক বেশি, আমি তা শুনতে চাই না। পুরো শীতকাল, কথা বলবো না। পুরো শীতকাল, শুধু চা পান করি। তারপর বসন্তকালে অঙ্কুরিত হবো।

আচ্ছা, শুনুন এই গানটি।

 

বন্ধুরা, এখন শুনুন সুয়ে খাই ছি’র গান ‘ছেলে তোমার মত’। গানের কথায় বলা হয়, ছেলেরা আমাকে সাধারণত ফুল দেয়। তবে কেউ তোমার মত হবে না, তুমি নিজেই ফুল চাষ করো। এই মুহূর্তে, আমি চাই, তুমি মনের কথা ভাবো, তুলনা করো, কে তোমার সঙ্গী হবে। তোমার মত ছেলে, তোমার সঙ্গে আড্ডা দেই। আমরা পরস্পরকে সাহায্য করতে পারি, বিরক্তিকর সময় কাটতে পারি।

আচ্ছা, শুনুন এই প্রেমের গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন সুয়ে খাই ছি’র গান ‘সু চৌ নদী’। গানের কথাগুলো এমন: আমি আগুন, তুমি জলের বুদ্বুদ। নদীর পানির ওঠা-নামা, ঢেউ সৃষ্টি করে। আমি শুধু ভেসে থাকি। তুমি শুধু ভেঙে যাও। ভালোবাসা শুধুই ভালোবাসা, মহান প্রেমের কোনো বিশেষ নেই। নদীর নৌকা, আর কোথায় যাওয়া যায়, ঢেউ আসে , ঢেউ যায়, অবশেষে আর কি রাখা যায়। তুমি আর নও, শুধু পরস্পরের ওপর নির্ভর করে।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, তবে বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাবো সুয়ে খাই ছি’র আরেকটি গান, গানের নাম ‘আরো ভালো আমি’ আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী সুয়ে খাই ছি-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)