‘তারুণ্যের অগ্রযাত্রা’ পর্ব ১৫
2023-04-26 18:55:36

‘তারুণ্যের অগযাত্রা’ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি রওজায়ে জাবিদা ঐশী।  দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার প্রধান হাতিয়ার তারুণ্য। তরুণরা চাইলেই পারে সমাজকে বদলে দিতে। এজন্য দরকার তাদের চিন্তা ও মেধার সমন্বয়। চীন ও বাংলাদেশের তরুণদের অফুরান সম্ভাবনার কথা তুলে ধরবো এই অনুষ্ঠানে। তরুণদের সৃজনশীলতার গল্পগাঁথা নিয়েই সাজানো হয়েছে আমাদের তারুণ্যের অগ্রযাত্রা।    

১.  

সরাসরি চাকরি মেলা ‘স্প্রিং ব্রিজ অ্যাশন ২০২৩’ নিয়োগ প্রচারাভিযানের একটি বিশেষ বৈশিষ্ট্য। সম্প্রতি অনুষ্ঠিত প্রায় ১০০টি চাকরি মেলার প্রতিটিতে ১০ হাজারের বেশি পদের সুযোগ রাখা হয়। আর মেলাগুলোতে অংশ নেয় ১০ হাজারের বেশি চাকরি প্রত্যাশী। এসব মেলায় হাজারের বেশি মানুষকে চাকরি-চুক্তিতে সই করতে দেখা যায়। সব মিলিয়ে প্রথম প্রান্তিকে প্রায় ৫৮ হাজার নিয়োগ উদ্যোগে ৩৮ মিলিয়ন চাকরি অফার করা হয়।

উত্তর-পূর্ব চীনের লিয়াওনিং প্রদেশ, দক্ষিণ-পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশ এবং উত্তর-পশ্চিম চীনের শাআনসি প্রদেশ সাম্প্রতিক বছরগুলোতে যে কোনো চীনা প্রদেশের মধ্যে সবচেয়ে বড় চাকরি মেলার আয়োজন করে।

এদিকে, দক্ষিণ চীনের কুয়াংতং প্রদেশের উচ্চ-গতির রেলওয়ে স্টেশনগুলোর সামনে বিশেষ নিয়োগ কেন্দ্র স্থাপন করা হয়, যা চাকরিপ্রার্থীদের জন্য খুব সুবিধাজনক ছিল।

এখানে আসা একজন চাকরি প্রত্যাশী সন্তোষ প্রকাশ করেন মেলার সুবন্দোবস্ত দেখে।

‘আমি এখানে এই সুবিধাজনক কর্মসংস্থান পরিষেবা বুথ দেখে অবাক হয়েছি, এবং আমি বাস থেকে নামার পর সরাসরি এখানে এসেছি। এখানকার কর্মীরা আমাকে কিছু কাজের তথ্য দেন, এবং আমি এখানে অনেক কিছু শিখেছি’।

অনলাইন নিয়োগ কার্যক্রমও ২০২৩ সালের প্রথম তিন মাসে চাকরি প্রার্থীদের ব্যাপক মনোযোগ আকর্ষণ করে। কর্মসংস্থানের প্রচারণায় লাইভ স্ট্রিমিং বিশেষভাবে জনপ্রিয় প্রমাণিত হয়েছে।

মানবসম্পদ ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয়ের কর্মসংস্থান উন্নয়ন বিভাগের উপপরিচালক ইউন তংলাই তুলে ধরেন এ বিষয়ক তথ্যউপাত্ত।

‘এক হাজারেরও বেশি পাবলিক রিক্রুটমেন্ট ওয়েবসাইট, ৩০০টি মোবাইল অ্যাপ, এবং ২ হাজার ৫০০টি উইচ্যাট পাবলিক অ্যাকাউন্ট এবং মিনি-প্রোগ্রাম দেশব্যাপী নিয়োগ পরিষেবা দিয়েছে’।

এবারের চাকরি মেলার আরেকটি বিশেষ বৈশিষ্ট নতুন চাকরিতে যোগ দেওয়া কর্মীদের স্থানান্তরের জন্য সংশ্লিষ্ট নিয়োগ কর্তৃপক্ষ ৪৪ হাজার বিশেষ বাস, ট্রেন ও চাটার্ড প্লেনের ব্যবস্থা করেছে।  এর মাধ্যমে ১.৬ মিলিয়ন নতুনকর্মীকে তারা কর্মস্থলে নিয়ে গেছেন।

এ বছরের প্রচারাভিযানে, আইটি খাত তরুণ চাকরিপ্রার্থীদের জন্য আগ্রহের কেন্দ্রে ছিল। গত বছরের একই সময়ের তুলনায় এবার এ খাতটিতে ১৫.৮ শতাংশ বেশি কর্মী নিয়োগ করা হয়। এছাড়া খুচরো বিক্রয়, আতিথেয়তা, ভ্রমণ এবং পর্যটন খাতেও উল্লেখযোগ পরিমাণ কর্মী নিয়োগ করা হয়েছে।

 

প্রতিবেদকঃ মাহমুদ হাশিম

সম্পাদকঃ রওজায়ে জাবিদা ঐশী

 

২.  খাইরুল ইসলাম। বর্তমানে তিনি নানচিং বিশ্ববিদ্যালয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর পিএইচডি করছেন। তার আগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন শানতং বিশ্ববিদ্যালয় থেকে। চীনে আছেন সাত বছর ধরে। চায়না-বাংলাদেশ ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত আছেন তিনি।  প্রিয় শ্রোতা, খাইরুল ইসলামকে আমরা তারুণ্যের অগ্রযাত্রায় আমন্ত্রণ জানিয়েছি। তিনি অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হয়ে তার শিক্ষা, অভিজ্ঞতা ও চিন্তা ভাবনা শেয়ার করেছেন।  

সাক্ষাৎকার গ্রহণঃ  রওজায়ে জাবিদা ঐশী

 

আমাদের ‘তারুণ্যের অগযাত্রা’ আজ এই পর্যন্তই । পরবর্তী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি রওজায়ে জাবিদা ঐশী। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভকামনা সবার জন্য।

 

পরিকল্পনা ,পরিচালনা ও সঞ্চালনা : রওজায়ে জাবিদা ঐশী

অডিও সম্পাদনা: রফিক বিপুল ও রওজায়ে জাবিদা ঐশী

সার্বিক সম্পাদনা: ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী