প্রথম প্রান্তিকে চীনের পণ্যভোগের পুনরুদ্ধার
2023-04-24 11:00:27

বিকেল ৫টায় অফিস শেষে ৬টায় দ্রুত গতির ট্রেনে করে ৩ ঘণ্টা পর “যুদ্ধ ক্ষেত্র” পৌঁছান। সম্প্রতি এক সপ্তাহান্তে বেইজিংয়ের মিস লিউ “বিশেষ বাহিনীর স্টাইলের” ভ্রমণ অনুভব করেছেন। এসময় তিনি সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি দর্শনীয় স্থান ঘুরে বেড়ান এবং সবচেয়ে বেশি সুস্বাদু খাবার খান।

 

তরুণ-তরুণীদের মধ্যে “বিশেষ বাহিনীর স্টাইলের” ভ্রমণ জনপ্রিয় হয়ে উঠা থেকে “একটি কাবাব” একটি শহরকে জনপ্রিয় করে দেয়া পর্যন্ত, চলতি বছরের বসন্তে চীনের পণ্য-ভোগ বাজার শক্তিশালী পুনরুদ্ধারের প্রবণতা দেখায়।

চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যানে দেখা গেছে, প্রথম প্রান্তিকে বাজারে বিক্রি দ্রুত পুনরুদ্ধার ও পরিষেবা শিল্প স্পষ্টভাবে সমবেত হয়েছে। ভোগ্যপণ্যের মোট খুচরা বিক্রয় ছিল ১১.৪৯২২ ট্রিলিয়ন ইউয়ান, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫.৮ শতাংশ বেশি। পরিষেবা শিল্পের বর্ধিত-মূল্য গত বছরের একই সময়ের চেয়ে ৫.৪ শতাংশ বেশি। এছাড়া, রাষ্ট্রীয় কর প্রশাসনের পরিসংখ্যানে দেখা গেছে, প্রথম প্রান্তিকে আবাসন ও ক্যাটারিং, খেলাধুলা ও বিনোদন এবং আবাসিক পরিষেবা বিক্রয় থেকে আয় যথাক্রমে ২২.৮, ১৩.৭ ও ৯.৪ শতাংশ বেড়েছে, যা কোভিড-১৯ মহামারীর আগে তথা ২০১৯ সালের মান ছড়িয়ে গেছে।

 

চায়না পারফরমেন্স ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের পরিসংখ্যান অনুসারে, প্রথম প্রান্তিকে সারা দেশের  পারফর্মিং মার্কেটের ব্যবসায়িক পারফরমেন্স সেশন গত বছরের একই সময়ের তুলনায় ৯৫.৪ শতাংশ বেশি ছিল।

 

সংশ্লিষ্ট পরিসংখ্যানে দেখা গেছে, প্রথম প্রান্তিকে চীনে ৭৯.৯ হাজার নতুন পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বেড়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪১.১৪ শতাংশ বেশি। একই সময় ১০ এপ্রিল পর্যন্ত ১ মে’র ছুটি উপলক্ষে অভ্যন্তরীণ পর্যটন অর্ডার ২০১৯ সালের একই সময়ের চেয়ে প্রায় ২০০ শতাংশ বেড়েছে এবং ৫ বছরে সর্বোচ্চ রেকর্ড সৃষ্টি করেছে।

চলতি বছর শুরু থেকে বেশ কয়েকটি বিভাগ পণ্য-ভোগ নিয়ে বেশ কিছু কাজের ব্যবস্থা করেছে। জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন বহু চ্যানেলে শহর ও গ্রামীণ বাসিন্দাদের আয় বৃদ্ধি এবং বাসিন্দাদের পণ্য-ভোগ সামর্থ্য উন্নত করার কথা উত্থাপন করেছে। বাণিজ্য মন্ত্রণালয় চলতি বছর “পণ্য-ভোগ বৃদ্ধির বছর” হিসেবে ধারাবাহিক প্রচার কার্যক্রম চালাচ্ছে।

 

একই সময় বিভিন্ন জায়গায় বৈচিত্র্যপূর্ণ প্রচার কার্যক্রম চালায়। রাত অর্থনীতি,  ইন্টারনেট সেলেব্রিটি ক্যাটারিং এবং আউটডোর ক্যাম্পিং জনপ্রিয় হয়ে ওঠেছে। শহরের হাঁটা-পথ ও বাণিজ্যিক এলাকার যাত্রীর স্রোত স্পষ্টভাবে বেড়েছে। শানতোং প্রদেশের জিবো কাবাব শহরটিকে জনপ্রিয় করে তুলেছে। শহরটি বিশেষ করে পর্যটকদের জন্য “বিশেষ কাবাব ট্রেন” চালু করেছে। দ্রুত গতির ট্রেনে করে কাবাব খেতে আসা ফ্যাশনে পরিণত হয়েছে। চিয়াংসু প্রদেশের নানচিং-এ “নানচিং পণ্য-ভোগ মানচিত্র” তৈরি করে পর্যটকদের জন্য একশ’ বৈশিষ্ট্যময় পণ্য-ভোগ নতুন প্রতিমূর্তি সুপারিশ করেছে। সর্বশেষ ও সু-সম্পূর্ণ প্লে গাইড একটি ম্যাপে পাওয়া যায়। ছোংছিং ও ছেংদু যৌথভাবে পণ্য-ভোগ উত্সবসহ বিভিন্ন থিম পণ্য-ভোগ প্রচার কার্যক্রমের আয়োজন করছে। কেন্দ্র থেকে স্থানীয় জায়গার বিভিন্ন পণ্য-ভোগ প্রচার ব্যবস্থা ধারাবাহিক ও দ্রুত কার্যকর করার সঙ্গে সঙ্গে পণ্য-ভোগ চাহিদা ও পণ্য-ভোগ বাজারের “দ্বিমুখী যাত্রা” বাস্তবায়িত হচ্ছে।

 

জাতীয় পরিসংখ্যান ব্যুরোর মুখপাত্র ফু লিংহুই জানান, চলতি বছর সামগ্রিকভাবে পণ্যভোগের পুনরুদ্ধার ভাল প্রবণতা দেখায়। আগামী পর্যায়ে বাসিন্দাদের আয় এবং উচ্চমানের সরবরাহ বাড়াতে পণ্য-ভোগ ও সরবরাহ-পার্শ্ব কাঠামোগত সংস্কার সংযুক্ত করে অব্যাহতভাবে পণ্য-ভোগ সুপ্তশক্তি মুক্ত করে, অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করে এবং জীবিকার উন্নয়ন নিশ্চিত করেছে।

(প্রেমা/এনাম)