চীনের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সাপ্তাহিক আয়োজন: বিজ্ঞানবিশ্ব
2023-04-24 19:12:51

 

১৫তম পর্বে যা থাকছে:

* ক্যান্টন মেলায় নতুন প্রযুক্তি-পণ্য নজর কাড়ছে সবার

* ১৫০টিরও বেশি নতুন গাড়ির মডেল আত্মপ্রকাশ করলো অটো সাংহাই ২০২৩ প্রদর্শনীতে

* স্পষ্ট আবহাওয়ার পূর্বাভাস পেতে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করলো চীন

 

ক্যান্টন মেলায় নতুন প্রযুক্তি-পণ্য নজর কাড়ছে সবার

প্রায় পাঁচ লাখ পরিবেশবান্ধব পণ্যের পসরা সাজিয়ে গত ১৫ এপ্রিল দক্ষিণ চীনের কুয়াংতং প্রদেশের কুয়াংচৌতে শুরু হলো ১৩৩তম চায়না আমদানি ও রপ্তানি মেলা। এ মেলায় ওঠা নতুন প্রযুক্তি-পণ্য দেশ-বিদেশের অনেক দর্শকের নজর কেড়েছে। মেলাটি ক্যান্টন মেলা নামেও পরিচিত।



গত কয়েক যুগ ধরেই ক্যান্টন মেলা চীনের বৈদেশিক বাণিজ্যে অন্যতম ভূমিকা রেখে আসছে। এবারের মেলায় প্রাধান্য পেয়েছে পরিবেশবান্ধব পণ্য। পরিসংখ্যান থেকে জানা যায়, ৮ লাখ নতুন পণ্যের মধ্যে ৫ লাখই পরিবেশবান্ধব। 

জমকালো ড্রোন শো’র মধ্য দিয়ে এবারের ক্যান্টন মেলার প্রথম দিনটি উদযাপন করা হয়। রঙ-বেরঙের আলোয় সজ্জিত এক হাজার চালকবিহীন আকাশযান বা ইউএভি সেদিন আলোকিত করে কুয়াংচৌয়ের আকাশ।

তিন ধরনের প্রযুক্তি-পণ্যের ওপর জোর দেওয়া হয়েছে এবারের ক্যান্টন মেলায় - শিল্পে অটোমেশন ও ইন্টিলিজেন্ট উৎপাদন, পরিবেশবান্ধব জ্বালানি এবং বুদ্ধিমান যানবাহন।  নতুন অনেক প্রযুক্তি-পণ্য যেমন বুদ্ধিমান গাড়ি, চালকবিহীন মিনিবাস ও পরিবেশবান্ধব জ্বালানিচালিত গাড়ি এই মেলায় আত্মপ্রকাশ করেছে। 


কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির দ্রুত বিকাশ এবং বৈশ্বিক বাজারে এর চাহিদা বেড়ে যাওয়ায় এ বছরের ক্যান্টন মেলায় জনপ্রিয় নতুন প্রযুক্তি-পণ্যগুলোর সঙ্গে একেও রাখা হয়েছে। ফাইভ-জি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইন্টারনেট অব থিংস প্রযুক্তি-সম্বলিত পণ্যগুলো বিদেশি ক্রেতাদের দৃষ্টি বেশি আকর্ষণ করছে।

নরওয়ে থেকে আগত ক্রেতা রজার বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে সমন্বয় ঘটিয়ে বানানো নতুন পণ্যগুলো আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করছে। যেমন এখানে এসে দেখলাম কৃত্রিম বুদ্ধিমত্তা-সম্পন্ন মাসাজ চেয়ারও পাওয়া যাচ্ছে। আগে এমন কোনও পণ্য ছিলো না। প্রযুক্তির এই বিবর্তন দেখতে ভালো লাগছে।”

মেলাটি ১৫ লাখ স্কয়ার মিটার জায়গাজুড়ে হচ্ছে। এবারের মেলায় ৩৪ হাজার ৯৩৩ জন প্রদর্শক অংশগ্রহণ করছে। পুরো মেলায় বুথ সাজানো হয়েছে প্রায় ৭০ হাজার। অভিনব ও অনন্য পণ্য উৎপাদনের জন্য বিখ্যাত প্রায় ৫ হাজার ৭০০ প্রতিষ্ঠান অংশ নিয়েছে এই মেলায়। 

সাম্প্রতিক বছরগুলোতে যে শিল্প কাঠামোতে পরিবর্তন এসেছে তারও সাক্ষী এই মেলা। আগে ক্যান্টন মেলায় শ্রমিকদের তৈরি কাপড়, জুতা ও টুপি বিক্রি করা হতো। তবে কালের আবর্তনে এখন সেই মেলায় উঠছে হাই-টেক সব পণ্য। তিন ধাপে আগামী মে মাসের ৫ তারিখ পর্যন্ত চলবে মেলাটি।

 

|| প্রতিবেদন: আব্দুল্লাহ আল মামুন 

|| সম্পাদনা: সাজিদ রাজু

 

 

 

১৫০টিরও বেশি নতুন গাড়ির মডেল আত্মপ্রকাশ করলো অটো সাংহাই ২০২৩ প্রদর্শনীতে

 

২০তম শাংহাই আন্তর্জাতিক অটোমোবাইল ইন্ডাষ্ট্রি এক্সিবিশনে দেড়শো’রও বেশি নতুন গাড়ির মডেল উন্মোচন করেছে বিশ্বের বিখ্যাতসব গাড়ি প্রস্তুতকারক কোম্পানিগুলো। জমজমাট এই প্রদর্শনীর নাম ‘অটো সাংহাই’। ১৮ এপ্রিল শুরু হওয়া এই প্রদর্শনীটি চলবে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত। 


৩ লাখ ৬০ হাজার বর্গমিটার জায়গাজুড়ে অবস্থিত শাংহাইয়ের ন্যাশনাল এক্সিবিশন এন্ড কনভেনশন সেন্টার। এখানেই অনুষ্ঠিত হচ্ছে অটো সাংহাই ২০২৩ প্রদর্শনী।

১৩টি এক্সিবিশন হলে গাড়ি প্রদর্শন করতে অংশ নিয়েছে সারা বিশ্বের এক হাজারেরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানশুধু গাড়ি প্রস্তুতকারকরাই নয়, প্রদর্শনীতে অংশ নিয়েছে গাড়ির যন্ত্রাংশ সরবরাহকারীরাও। প্রদর্শনীতে এবার তোলা হয়েছে ১ হাজার ৫শ’রও বেশি গাড়ি। যার মধ্যে দেড়শটি রয়েছে সম্পূর্ণ নতুন মডেলের গাড়ি। আয়োজকরা বলছেন, প্রদর্শনীতে আসা এক-তৃতীয়াংশ গাড়িই পরিবেশবান্ধব জ্বালানি চালিত। 

প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেডের সাংহাই কাউন্সিলের প্রেসিডেন্ট চৌ মিহাও বলেন, পরিবহনখাত পরিবেশবান্ধব জ্বালানিচালিত গাড়ি শিল্পকে সাদরে গ্রহন করেছে।  

তিনি বলেন, “পরিবহন শিল্পখাত কম কার্বন নিঃসরণ ও পরিবেশবান্ধব ভ্রমণের ধারণাকে সাদরে গ্রহণ করেছে। পৃথিবীর বেশ কয়েকটি প্রথম সারির ব্র্যান্ড তাদের পরিবেশবান্ধব বিদ্যুতচালিত গাড়ি নিয়ে আমাদের এবারের অটো সাংহাই প্রদর্শনীতে অংশ নিয়েছে। পুরো প্রদর্শনীজুড়ে প্রায় দেড়শ’রও বেশি প্রেস কনফারেন্স হবে।”

সাংহাই কাষ্টমস ডিপার্টমেন্টের তথ্যমতে, অটো সাংহাইতে অংশ নেওয়া বিদেশি দর্শনার্থীদের থেকে সংগ্রহ করা করের পরিমাণই এসেছে ২ কোটি ৫০ লাখ ডলার।

 

|| প্রতিবেদন: আব্দুল্লাহ আল মামুন 

|| সম্পাদনা: সাজিদ রাজু

 

 

স্পষ্ট আবহাওয়ার পূর্বাভাস পেতে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করলো চীন

 

মেঘের কণা বিশ্লেষণ করে আগের চেয়ে আরও স্পষ্ট আবহাওয়ার পূর্বাভাস দিতে পারবে চীনের উৎক্ষেপণ করা নতুন স্যাটেলাইট। দারুণ এই প্রযুক্তি এরই মধ্যে সমাধান এনে দিয়েছে বেশ কয়েকটি জটিল কাজের। এই প্রযুক্তির মাধ্যমে পৃথিবীবাসী অনেক আগেই জানতে পারবেন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নানা রকম পূর্বাভাস। এর মাধ্যমে বড় রকমের দুর্ভোগ এড়ানো সম্ভব হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত প্রযুক্তি স্যাটেলাইট। যতই দিন যাচ্ছে স্যাটেলাইটের মাধ্যমে আসছে নতুন কিছু। উন্মোচন হচ্ছে আলোচিত কিছু অধ্যায়ের। স্যাটেলাইট নিয়ে দারুণ কিছু প্রকল্প হাতে নিয়েছে চীন সরকার। আকাশে মেঘের কণাগুলো বিশ্লেষণ করে নিত্য নতুন নানা তথ্য দেবে এই স্যাটেলাইট।

সম্প্রতি মহাকাশে একটি নতুন আবহাওয়া উপগ্রহ স্থাপনের জন্য লং মার্চ- ফোর বি রকেট উৎক্ষেপণ করেছে চীন। স্যাটেলাইটটি আবহাওয়ার পূর্বাভাস, দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত নানা তথ্য জানাতে পারবে।

চীনের আবহাওয়া অধিদপ্তর বলছে, মহাকাশে এখন ৮টি স্যাটেলাইট রয়েছে যেগুলো আবহাওয়া বিষয়ক নানা তথ্য সংগ্রহ করে। এবং এর মধ্য দিয়ে বিশ্ববাসীকে আবহাওয়া সম্পর্কে দারুণ কিছু অভিজ্ঞতা দিতে পারবে চীনের স্যাটেলাইটগুলো।  ন্যাশনাল স্যাটেলাইট আবহাওয়া কেন্দ্রের উপ পরিচালক চাং পেং জানিয়েছেন কতটা পরিবর্তন আসবে সামনের দিনগুলোতে।

তিনি বলেন, "বর্তমানে বিপর্যয়কর আবহাওয়া পর্যবেক্ষণের জন্য, বিশেষ করে বৃষ্টিপাতের জন্য, আমাদের কাছে রাডার সিস্টেম আছে। তবে, সব ব্যবস্থারই কিছু সীমাবদ্ধতা থাকে। যেমন সমুদ্রের আবহাওয়া পর্যবেক্ষণের জন্য টাইফুন নামের একটি বিশেষ ব্যবস্থা আছে। তবে প্রকৃতপক্ষে, সমুদ্রে টাইফুনের গতি-প্রকৃতি বোঝার জন্য আমাদের সঠিক ব্যবস্থাপনার অভাব আছে৷ অন্যদিকে, দক্ষিণ-পশ্চিম চীনের পার্বত্য অঞ্চলে প্রচুর পরিমাণে রয়েছে ভূখণ্ডের বাধা যা আমাদের স্থল-ভিত্তিক রাডারগুলোর কাজকেও বাধাগ্রস্ত করে।“

এই ধরনের স্যাটেলাইট তৈরি করা প্রতিষ্ঠানগুলোর অন্যতম সাংহাই একাডেমি অফ স্পেসফ্লাইট টেকনোলজি। এই প্রতিষ্ঠানটি চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশনের অধীনে একটি গুরত্বপূর্ণ ইন্সটিটিউট।

প্রতিষ্ঠানটি বলছে, এফ ওয়াই ত্রি জি স্যাটেলাইট চারটি অপারেশনাল পেলোড দিয়ে সজ্জিত। এর মধ্যে রয়েছে বৃষ্টিপাত পরিমাপ করা রাডার, মাইক্রোওয়েভ ইমেজার, মাঝারি-রেজোলিউশনের বর্ণালী ইমেজার, এবং গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট।
গেল ৩ যুগেরও বেশি সময় ধরে, চীন সফলভাবে ফেঙ্গিউন মডেলের আবহাওয়া সংক্রান্ত উপগ্রহ উৎক্ষেপণ করেছে। সব মিলিয়ে স্যাটেলাইট ঘিরে এমন একটি আবহ তৈরি হয়েছে, যা শুধু চীনকে নয়, বরং আবহাওয়া সংক্রান্ত সব ধরনের পূর্বাভাস জানাবে পুরো বিশ্বের ১২৬টিকে দেশকে।

 

|| প্রতিবেদন: হাবিবুর রহমান অভি

|| সম্পাদনা: সাজিদ রাজু

 

অনুষ্ঠান কেমন লাগছে আপনাদের তা আমাদের জানাতে পারেন facebook.com/CMGbangla পেজে। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভিডিও প্রতিবেদন দেখতে ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল CMG Bangla।

 

পরিকল্পনা, প্রযোজনা ও অডিও সম্পাদনা- আব্দুল্লাহ আল মামুন

 

স্ক্রিপ্ট সম্পাদনা: সাজিদ রাজু

 

সার্বিক তত্ত্বাবধান- ইউ কুয়াং ইউয়ে আনন্দী