সঙ্গীতদল ‘হাও মেইমেই’
2023-04-24 14:38:42

‘হাও মেইমেই’ বা ভালো বোন চীনের মূল-ভূভাগের একটি লোক সঙ্গীতদল। সঙ্গীতদলটি ছিন হাও এবং জাং শিয়াওহৌ দু’জনকে নিয়ে গঠিত হয়।

 

২০১০ সালের এপ্রিলে ছিন হাও ও জাং শিয়াওহৌ উসি শহরের একটি অনুষ্ঠানে সহযোগিতা করে একটি বিখ্যাত গান গেয়েছেন। তারপর দু’জন “হাও মেইমেই” নামে হুনান টিভির  প্রতিভা শো “সুপার বয়” হাংচৌ প্রতিযোগিতামূলক এলাকায় প্রতিযোগিতায় অংশ নেন। যদিও তারা ব্যর্থ হন, তবুও সঙ্গীতদল আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করে মাঝেমাঝে গান সৃষ্টি করেন, ভিডিও বানান এবং ছোট পরিবেশনা করেন।

বন্ধুরা, কিছুক্ষণ আগে আপনারা যে গানটি শুনেছেন, তা সঙ্গীতদলের ২০১২ সালের নভেম্বরে প্রকাশিত গান। ২০১১ সালের ডিসেম্বরে ছিন হাও ও জাং শিয়াওহৌ’র অ্যালবাম তৈরী করার ধারণা ছিল। তারপর তারা আগের চাকরি ত্যাগ করে স্বাধীনভাবে প্রথম অ্যালবামটি তৈরী শুরু করেন। ২০১২ সালের জুলাই মাসে সঙ্গীতদলের প্রথম অ্যালবাম “বসন্তে জন্ম” প্রকাশিত হয়। এতে “সোমবার সকালে বৃষ্টি হচ্ছে”সহ আটটি গান অন্তর্ভূক্ত হয়। ২০১৩ সালে তারা নিজের স্টুডিও প্রতিষ্ঠা করে মে মাসে দ্বিতীয় অ্যালবাম “দক্ষিণ ও উত্তর” প্রকাশ করেন। জুলাই মাসে তারা প্রথমবারের মতো লাইভহাউস আয়োজন করেন।

 

ডিসেম্বর মাসে “তুমি কিশোর ছিলে” নামক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেন এবং শাংহাই, শেনজেন, কুয়াংচৌ, উহান ও বেইজিংয়ে ভ্রাম্যমাণ পরিবেশনা করেন। 

২০১৪ সালের ৩১ মার্চ হাও মেইমেই তাদের প্রথম ইপি প্রকাশ করেন। ইপি’তে মোট পাঁচটি গান অন্তর্ভূক্ত হয়। ওই বছরের ১৮ এপ্রিল সঙ্গীতদল “মিউজিক রেডিও চীনের টপ তালিকা”য় সেরা সঙ্গীতদল পুরস্কার জিতে। পাশাপাশি, ইপিতে “একার বেইজিং” গানটি “মূল-ভূভাগে সেরা গীতিকার পুরস্কার জিতে। 

 

২০১৭ সালের ৭ এপ্রিল হাও মেইমেই তাঁদের ষষ্ঠ সৃজনশীল অ্যালবাম প্রকাশ করেন। এতে মোট ১১টি গান অন্তর্ভূক্ত হয়। ছিন হাও ও জাং শিয়াওহৌ অন্য দু’জনের সঙ্গে অ্যালবামের প্রযোজক হন। অ্যালবামের নাম “রিয়েল-নেম সিস্টেম” রাখা হয়, কারণ সবার সঙ্গে আন্তরিকভাবে যোগাযোগ করার কথা বলে অ্যালবাম এটি। হাও মেইমেই আশা করে, অ্যালবামের গানগুলি আরো আন্তরিক যোগাযোগের প্রক্রিয়া ভাগাভাগি করবে।  জেচিয়াং প্রদেশের উজেনে অ্যালবামের রুদ্ধদ্বার রচনা সম্পন্ন হয়। তৈরী দলের সঙ্গে ৯ দিনে হাও মেইমেই অ্যালবামের অধিকাংশ লিরিক্স ও সঙ্গীত রচনা সম্পন্ন করেছে। এতে আরো অন্তর্ভূক্ত হয় তাদের হাতের লেখা দশটি চিঠি। “সুবিধাজনক সময়” গানটি হলো এ বিষয় নিয়ে আলোচনা করার সময় জাং শিয়াওহৌ’র  তাৎক্ষণিক উদ্ভাবন। প্রায় ৪০ মিনিটের মধ্যে তারা লিরিক্স নিশ্চিত করেছেন। 

 

“প্রেমে শুধু মিষ্টি প্রতিশ্রুতি এবং যৌবনের চুম্বন নয়, বরং তুচ্ছ বিষয় নিয়ে অনেক ঝগড়া, শান্তি ও যুদ্ধ।” ২০২২ সালের ৯ মার্চ হাও মেইমেই-এর নতুন গান “বসন্তের দিন” অনলাইনে প্রকাশিত হয়। তারা বসন্তকালে উষ্ণ লোক সঙ্গীত, মুক্ত ও নিরিবিলি কণ্ঠস্বের মাধ্যমে নম্র করে, ভালোবাসার সাইড এ আর বি প্রকাশ করেন। তারা মানুষকে বলতে চান, অভিন্ন প্রচেষ্টার পর যদিও ফলাফল হয়তো সন্তোষজনক নয়, তবুও সেটা শ্রেষ্ঠ সময়।

   

(প্রেমা/এনাম)