ডা: মো: মনিরুজ্জামান, ফিজিওথেরাপিস্ট এর সাক্ষাত্কার
2023-04-23 15:59:22


    

আজকের ঊর্মির বৈঠকখানায় আমার সাথে যোগ দিচ্ছেন ডা: মো: মনিরুজ্জামান। তিনি একজন ফিজিওথেরাপি চিকিৎশক এবং BCYSA (বাংলাদেশ চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশান) এর একজন কার্জনির্বাহী সদস্য। তাঁর জন্ম বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলায়। তিনি জামালপুর জিলা স্কুল থেকে মাধ্যমিক, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক, গণ বিশ্ববিদ্যালয় থেকে ফিজিওথেরাপি চিকিত্সায় পাঁচ বৎসর মেয়াদি পেশাদারী স্নাতক ডিগ্রী অর্জন করেন। তিনি কর্মজীবন শুরু করেন গণস্বাস্থ্য মেডিকেল কলেজ ও হাসপাতালে ফিজিওথেরাপি বিভাগে ইন্টার্ন  চিকিত্সক হিসেবে। সর্বশেষে তিনি চিটাগাং আবাহনী ফুটবল টিমের ফিজিওথেরাপি চিকিত্সক হিসেবে কাজ করেন। 

তিনি ২০১৯ সালে চীনের নাঞ্ছাং বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা শিক্ষার ওপর ডিপ্লোমা ডিগ্রী অর্জন করেন। বর্তমানে তিনি চীনের শানতুং বিশ্ববিদ্যালয়ের চিলো হাসপাতালে পুনর্বাসন চিকিত্সাবিদ্যায় স্নাতকোত্তর বিভাগে অধ্যায়নরত আছেন। তো, চলুন কথা বলি তাঁর সঙ্গে।