‘হিমশৈলের তুষার পদ্ম’
2023-04-23 14:00:06

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।

(গান ১)

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব একজন চীনা রক গায়কের সাথে। তার নাম চেং চুন। প্রথমে শুনছিলেন তাঁর কন্ঠে ‘পালিয়ে যাওয়া’ শীর্ষক গান। আপনাদের ভালো লেগেছে? চেং চুন ১৯৬৭ সালের ৬ নভেম্বর সান সি প্রদেশের রাজধানী সি আন শহরে জন্মগ্রহণ করেন। তিনি খুব ছোটবেলায় তার বাবাকে হারান। তখন তার বয়স মাত্র ৭ বছর। এটা তার জীবনের প্রথম বড় আঘাত। তবে এ ঘটনা তাকে স্বাধীন ও দৃঢ় চরিত্র গঠনে সহায়তা করে। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'হিমশৈলের তুষার পদ্ম' শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ২)

বন্ধুরা, আপনারা শুনছিলেন চেং চুন’র কন্ঠে 'হিমশৈলের তুষার পদ্ম' শীর্ষক গান। ১৯৮৭ সালে চেং চুন হাং চৌ ডিয়ান চি বিশ্ববিদ্যালয়ের বৈদেশিক বাণিজ্য বিভাগে ভর্তি হন। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি অসংখ্য বিদেশী সংগীত শুনেছেন। বিশেষ করে The Beatles、The Rolling Stone、Bob Marley、Bruce Springsteen-র মতো কণ্ঠশিল্পীদের গান তার ভাল লাগতো। এসব বিখ্যাত শিল্পী পরে চেং চুনের সংগীতের ওপর প্রভাব ফেলে। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘সিন্ডারেলা’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৩)

বন্ধুরা, আপনারা শুনছিলেন চেং চুন’র কন্ঠে ' সিন্ডারেলা' শীর্ষক গান। এখন আমরা শুনবো চেং চুনের গাওয়া 'উল্কা' শিরোনামের একটি গান। এ গানের সুর ব্যবহার করা হয়েছে বিখ্যাত ব্রিটিশ ব্যান্ড Coldplay-এর গান 'yellow' –তে। চেং চুন নিজে চীনা ভাষায় এ গানের কথা লেখেন। চলুন, আমরা গানটি শুনবো।

(গান ৪)

বন্ধুরা, আপনারা শুনছিলেন চেং চুন’র কন্ঠে 'উল্কা' শীর্ষক গান। ১৯৯০ সালে বিশ্ববিদ্যালয়ে চেং চুন 'বারুদ' নামে একটি রক ব্যান্ড প্রতিষ্ঠা করেন। বেশ কয়েকজন শিল্পীর গান গাওয়ার পর চেং চুন আবিষ্কার করেন যে, তিনি নিজে গান গাইতে চান এবং তখন থেকে তিনি পেশাদার সংগীত শিখতে শুরু করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘লাসায় ফিরে যাবো’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৫)

বন্ধুরা, আপনারা শুনছিলেন চেং চুন’র কন্ঠে ' লাসায় ফিরে যাবো' শীর্ষক গান। ১৯৯০ সাল থেকে চেং চুন বারে গান গাইতে শুরু করেন। কারণ, বিদেশে লেখাপড়া করতে যাওয়া এবং ভালো গিটার কেনার জন্য টাকা দরকার। তিনি শিল্পী দলের সঙ্গে চীনে অনেক শহরে অনুষ্ঠান করেন এবং ওই সময় থেকে চেং চুন নিজে গান শিখতে শুরু করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘নগ্ন’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

 (গান ৬)

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম)