এপ্রিল ২৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনের হ্যনান প্রদেশের চ্যংচৌ শহরের স্থানীয় একটি অ্যানিম্যাল থিম পার্কে সম্প্রতি এক সাদা মা বাঘের ছয়টি ছানার জন্ম হয়েছে। সাদা মা বাঘটির নাম চিংচিং। সাদা বাঘের সাধারণত একবারে এক থেকে চারটি ছানা জন্মায়। তাই একসঙ্গে ছয়টি ছানা জন্মানো একটি বিরল ঘটনা। স্থানীয় অ্যানিমেল থিম পার্কটির নাম এনজয়। পার্কের একজন কর্মী স্থানীয় গণমাধ্যমকে জানান, প্রকৃতিতে সাদা বাঘের টিকে থাকা খুব কঠিন। কারণ তাদের দেহে সুরক্ষামূলক ডোরাকাটা দাগ থাকে না। চীনে সাদা বাঘ প্রথমশ্রেণীর জাতীয় সুরক্ষার অধীনে রয়েছে।
বসন্তে দিন রাতের তাপমাত্রার অনেক তারতম্য থাকায় ছানাগুলোকে ইনসুলেটেড বাক্সে রাখা হয়েছে। এই বাক্সে সবসময় ২৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। পার্কের একজন দক্ষ কর্মী সু ফু বলেন, প্রতি তিন ঘন্টা পর পর ছানাগুলোকে খাওয়ানো হচ্ছে। তাদের দেহ ম্যাসেজ করে দেয়া হচ্ছে। বৃদ্ধির উপর নির্ভর করে জন্মের ৪০ দিন পর থেকে তাদের মাংসের পেস্ট খাওয়ানো হবে।
গেল তিনবারের প্রসবে চিংচিং এখন পর্যন্ত ১২টি শাবকের জন্ম দিয়েছে। দক্ষ কর্মীরা চিংচিংয়ের প্রসব পরবর্তি যত্ন নিচ্ছেন যেন সে দ্রুত পুষ্টি পেয়ে সেরে উঠতে পারে।
ছয়টি ছানাই সুস্থ ও শক্তিশালী আছে। এপ্রিলের শেষ নাগাদ দর্শকদের সামনে তাদের আনা হবে।
শান্তা/ রহমান
তথ্য ও ছবি: চায়না ডেইলি