‘আগের স্বপ্ন’
2023-04-22 14:30:01

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।

(গান ১)

আজকের অনুষ্ঠানে আমি আপনাদের চীনের তাইওয়ান প্রদেশের বিখ্যাত গায়িকা ফেং চিয়াং হুই'এর গানের সাথে পরিচয় করিয়ে দেবো। তিনি জুলিয়া পেং নামেও পরিচিত।

ফেং চিয়া হুই ১৯৭২ সালের ২০ এপ্রিল চীনের তাইওয়ানের ফিংতং জেলায় জন্মগ্রহণ করেন। একাধারে তিনি একজন কন্ঠশিল্পী, গান রচয়িতা এবং নাটকের অভিনেত্রী। ১৯৯৬ সালে তিনি প্রথম সংগীত অ্যালবাম 'আন্তরিক কথা' প্রকাশ করেন। এ অ্যালবামের মাধ্যমে তিনি তাইওয়ান সংগীত উত্সবের 'স্বর্ণ সংগীত পুরস্কার' লাভ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘আগের স্বপ্ন’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ২)

বন্ধুরা, আপনারা শুনছিলেন ফেং চিয়াং হুই’র কন্ঠে ‘আগের স্বপ্ন’ শীর্ষক গান। ২০০৪ সালে এশিয়ার অত্যন্ত জনপ্রিয় ও বিখ্যাত নারী কন্ঠশিল্পী তেং লি জুন’র জীবনীভিত্তিক একটি নাটক তৈরি হয়। এ নাটকে তেং চরিত্রে অভিনয় করেন জুলিয়া। ২০১৩ সালের মে মাসে চীনের হুনান টেলিভিশনের জনপ্রিয় বিনোদন অনুষ্ঠান 'আমি গায়িকা'-এ গান গেয়ে চীনের মূল ভূভাগে আরও জনপ্রিয় হন ফেং জিয়া হুই। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘দু’জনকে পছন্দ করি’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৩)

বন্ধুরা, আপনারা শুনছিলেন ফেং চিয়াং হুই’র কন্ঠে ‘দু’জনকে পছন্দ করি’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'বহু বছর তোমার সাথে দেখা হয়নি' শীর্ষক গান শোনাবো। গানের কথা বাংলায় অনুবাদ করলে মোটামুটি এমন হয়: আমি তোমার শহরে এসেছি, ভাবছি আমাকে ছাড়া তুমি কিভাবে জীবন কাটাও/ তোমার ছবি নিয়ে পরিচিত রাস্তায় এসেছি, তোমাকে ছাড়া পুরনো স্মৃতিতে ফিরে আসতে পারবো না/ রাস্তার কাছে কফির দোকানে তুমি কি আকস্মিকভাবে আসবে?/আমি হাসিমুখে তোমার হাত ধরবো, বসে বসে তোমার সাথে কথা বলবো/ আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, তোমার সাম্প্রতিক পরিবর্তন সম্পর্কে জানতে চাই/ অতীতের গল্প আর বলব না, শুধু তোমাকে একটি কথা বলব, অনেক দিন তোমার সাথে দেখা হয়নি.... চলুন, গানটি শুনবো।

(গান ৪)

বন্ধুরা, আপনারা শুনছিলেন ফেং চিয়াং হুই’র কন্ঠে ‘বহু বছর তোমার সাথে দেখা হয়নি’ শীর্ষক গান। বন্ধুরা, পরের গানের নাম 'অনেক কথা'। এ গানে বলা হয়েছে: জানি না কেন আমার মন সবসময় খারাপ থাকে/ একাকিত্ব দূর করার জন্য আমি প্রতিদিন প্রার্থনা করি/ সেদিন তুমি আমাকে বললে, চিরদিনের মতো আমাকে ভালোবাসবে/ অনেক মিষ্টি কথাই বাতাস ও মেঘের সাথে মিশে যায়... চলুন, আমরা গানটি শুনবো।

(গান ৫)

বন্ধুরা, আপনারা শুনছিলেন ফেং চিয়াং হুই’র কন্ঠে ‘অনেক কথা’ শীর্ষক গান। পরের গানের নাম 'প্রিয় বাচ্চা'। এটি একটু দুঃখের গান। এ গানে বলা হয়েছে: ছোট বাচ্চা তুমি আজ কান্না করেছো কি?/ তোমার বন্ধু কি তোমাকে ত্যাগ করেছে, সুন্দর বাচ্চা আজ তুমি কাঁন্না করেছো কি?/ বুদ্ধিমান বাচ্চা আজ তুমি কাঁন্না করেছো কি? তোমার প্রিয় উপহার কি হারিয়ে গেছে, তুমি দিন-রাত খুঁজে তা বের করতে পারোনি?/আমার প্রিয় বাচ্চা, কেন আমি তোমাকে স্পষ্ট দেখতে পাই না? মোমবাতির আলো নিভিয়ে তুমি অন্ধকার রাতে একা হাঁটাহাঁটি করো/ প্রিয় বাচ্চা তোমার চোখের জল মুছে ফেলো, আমি তোমার সঙ্গে বাসায় ফিরে যাবো...। চলুন, গানটি শুনবো।

 (গান ৬)

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম)