চলতি বছরের প্রথম প্রান্তিকে চীনে বিদেশি পুঁজি বিনিয়োগ হয়েছে ৪০৮৪৫ বিলিয়ন ইউয়ান; যা গত বছরের একই সময়ের চেয়ে ৪.৯ শতাংশ বেশি
2023-04-21 16:43:52

ফেব্রুয়ারি ২১: চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের ২০ এপ্রিল প্রকাশিত তথ্যে দেখা যায়, এ বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত, চীনে প্রকৃত বিদেশি পুঁজি বিনিয়োগের পরিমাণ ৪০৮৪৫ বিলিয়ন ইউয়ান, যা গত বছরের একই সময়ের চেয়ে ৪.৯ শতাংশ বেশি। পরিসংখ্যানে বিদেশি পুঁজি বিনিয়োগ আকর্ষণ করার খাতে স্থিতিশীল প্রবণতা দেখা যায়। চীনে ফ্রান্স, ব্রিটেন ও কানাডার পুঁজি বিনিয়োগ অনেক বেড়েছে। এ ছাড়া, অনেক আন্তর্জাতিক শিল্পপ্রতিষ্ঠানের প্রধানরা সম্প্রতি ঘনঘন চীন সফর করেছেন। চীনা বাজারের প্রতি বিদেশি পুঁজির শিল্পপ্রতিষ্ঠানের আত্মবিশ্বাস আরও দৃঢ় ও মজবুত হচ্ছে। 


সম্প্রতি, বোস গ্রুপের বোর্ড চেয়ারম্যান স্টিফেন হারতুং সাংবাদিককে বলেন, “চীনে আমাদের সক্ষমতা সম্প্রসারণ করেছি। সু চৌতে আমাদের পুঁজি বিনিয়োগ অব্যাহত উন্নত হচ্ছে। এ ছাড়া উ সিতেও আমরা আমাদের উতপাদন সক্ষমতা সম্প্রসারণ করেছি। আমাদের পুঁজি বিনিয়োগ নতুন প্রযুক্তির দিকে এগিয়ে যাচ্ছে।”


চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সু ইউ থিং ২০ এপ্রিল এক নিয়মিত সংবাদ সম্মেলনে জানান, চলতি বছরের প্রথম প্রান্তিকে, চীনে বিদেশি পুঁজি বিনিয়োগকারী শিল্পপ্রতিষ্ঠানের পরিমাণ দশ হাজার ছাড়িয়েছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ২৫.৫ শতাংশ বেশি। পাশাপাশি চীনে বিদেশি পুঁজি বিনিয়োগের গুণগত মান অব্যাহতভাবে বেড়েছে। উচ্চ প্রযুক্তিগত শিল্প খাতে বিদেশি পুঁজি গত বছরের একই সময়ের চেয়ে ১৮ শতাংশ বেড়েছে। এ ছাড়া চীনে কিছু দেশ ও অঞ্চলের পুঁজি বিনিয়োগ বড় আকারে উন্নীত হচ্ছে। 


তিনি জানান,  “এ বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত, চীনে ফ্রান্স ও জার্মানির পুঁজি বিনিয়োগ গত বছরের একই সময়ের চেয়ে যথাক্রমে ৬৭৫.৫ শতাংশ ও ৬০.৮ শতাংশ বেশি। পাশাপাশি, চীনে ব্রিটেন, কানাডা, জাপান, সুইজারল্যান্ড ও দক্ষিণ কোরিয়ার পুঁজি বিনিয়োগের পরিমাণও যথাক্রমে ৬৮০.৩ শতাংশ, ১৭৯.৭ শতাংশ, ৪৭.৭ শতাংশ, ৪৭.৪ শতাংশ ও ৩৬.৫ শতাংশ বেড়েছে। ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগ সংশ্লিষ্ট দেশগুলোর পুঁজি বিনিয়োগ ২৭.৮ শতাংশ বেড়েছে।” 


এ ছাড়া এ বছর অনেক আন্তর্জাতিক শিল্পপ্রতিষ্ঠানের প্রধানগণও চীন সফর করেছেন। যা মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে।


সু ইউ থিং আরো জানান, সংশ্লিষ্ট পরিসংখ্যানে দেখা যায়, এ বছর নতুন স্বাক্ষরিত বিদেশি পুঁজি বিনিয়োগ বিষয়ক প্রকল্পের পরিমাণ তিন শতাধিক। যা বায়োমেডিসিন, আধুনিক পরিষেবা শিল্পসহ নানা গুরুত্বপূর্ণ শিল্প অন্তর্ভুক্ত করেছে। তিনি বলেন, ‘আন্তর্জাতিক কোম্পানিগুলো জানায়, চীনা বাজারের অনেক আকর্ষণীয় শক্তি রয়েছে, তারা একাধিক খাতে অব্যহতভাবে চীনের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণ করবে। চীন উচ্চ মানের উন্মুক্তকরণে অবিচল থাকবে, নতুন উন্নয়ন কাঠামো আরো দ্রুতগতিতে নির্মাণ করা হবে এবং উচ্চ গুণগত মানের উন্নয়ন এগিয়ে নেবে। যা চীনে বিভিন্ন দেশের শিল্পপ্রতিষ্ঠানের উন্নয়নের আরো সুবিধা দেবে।’


এ ছাড়া এদিন বাণিজ্য মন্ত্রণালয় চলতি বছরের প্রথম প্রান্তিকে অন্য দেশে চীনের পুঁজি বিনিয়োগের সংশ্লিষ্ট তথ্যও প্রকাশ করে। চলতি বছরের প্রথম প্রান্তিকে অন্য দেশে চীনের অ-আর্থিক প্রত্যক্ষ বিনিয়োগের পরিমাণ ৩১৫৪ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের চেয়ে ১৭.২ শতাংশ বেড়েছে।


(আকাশ/তৌহিদ)