‘তারুণ্যের অগ্রযাত্রা’ পর্ব ১৪
2023-04-19 13:19:53

         

                         

‘তারুণ্যের অগযাত্রা’ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি রওজায়ে জাবিদা ঐশী।  দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার প্রধান হাতিয়ার তারুণ্য। তরুণরা চাইলেই পারে সমাজকে বদলে দিতে। এজন্য দরকার তাদের চিন্তা ও মেধার সমন্বয়। চীন ও বাংলাদেশের তরুণদের অফুরান সম্ভাবনার কথা তুলে ধরবো এই অনুষ্ঠানে। তরুণদের সৃজনশীলতার গল্পগাঁথা নিয়েই সাজানো হয়েছে আমাদের তারুণের অগ্রযাত্রা।   

১.  

অপ্রাপ্তবয়স্কদের সমাজকর্ম বিষয়ক বিবরণ প্রকাশিত

 

পৃথিবীর প্রায় সর্বত্রই অপ্রাপ্ত বয়স্ক ও কিশোর অপরাধের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। চীনেও আছে তবে সেখানে অপরাধের শিকার কিশোরদের পাশাপাশি অপরাধীদের অধিকার ও স্বার্থ রক্ষা করার লক্ষ্যে সম্প্রতি অপ্রাপ্তবয়স্কদের বিচার ও সমাজকর্ম-বিষয়ক বিশদ বিবরণ প্রকাশ করা হয়েছে।

 

সর্বোচ্চ গণপ্রকিউরেটরেট এবং কমিউনিস্ট ইয়ুথ লীগের কেন্দ্রীয় কমিটি সম্প্রতি অপ্রাপ্তবয়স্কদের বিচারসম্পর্কিত সমাজকর্ম-বিষয়ক স্পেসিফিকেশন বা বিশদ বিবরণ প্রকাশ করেছে। এ উদ্যেগের লক্ষ্য অপরাধের শিকার কিশোরদের পাশাপাশি অপরাধীদের অধিকার ও স্বার্থ রক্ষা করা।

 

২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে সর্বোচ্চ গণপ্রকিউরেটরেট এবং কমিউনিস্ট ইয়ুথ লীগের কেন্দ্রীয় কমিটি অপ্রাপ্তবয়স্কদের বিচার বিভাগীয় সুরক্ষা, অপরাধ প্রতিরোধকে শক্তিশালীকরণ এবং অপ্রাপ্তবয়স্কদের অধিকার ও স্বার্থের সুরক্ষায় সামাজিক সহায়তার একটি কার্যকরী প্রক্রিয়া খুঁজে বের করার জন্য এক চুক্তি স্বাক্ষর করে।

 

চীনজুড়ে ৪০টি অঞ্চলে অপ্রাপ্তবয়স্কদের কাজের জন্য একটি সামাজিক সহায়তা ব্যবস্থা গড়ে তুলতে সংস্থা দুটি ২০১৯ সালের এপ্রিলে একটি পাইলট প্রকল্প শুরু করে। এরপর ২০২১ সালের অক্টোবরে ৮০টি অঞ্চলে সামাজিক সহায়তা ব্যবস্থার ‘প্রদর্শনী প্রকল্প’ পরিচালিত হয় এবং অপ্রাপ্তবয়স্কদের বিচারসম্পর্কিত সামাজিক কাজের স্পেসিফিকেশন নির্ধারণের জন্য ক্যাপিটাল নরমাল ইউনিভার্সিটিকে দায়িত্ব দেওয়া হয়।

সর্বোচ্চ গণপ্রকিউরেটরেটের নবম প্রকিউরেটরিয়াল অফিসের প্রধান না ইয়ানফাং বলেন, মামলা পরিচালনা করার সময় স্থানীয় প্রকিউরেটরেট এবং কমিউনিস্ট যুব লীগের অঙ্গপ্রতিষ্ঠান মামলায় সংশ্লিষ্ট অপ্রাপ্তবয়স্কদের শিক্ষা, সংশোধন, সুরক্ষা ও সহায়তায় সামাজিক সংগঠন ও সমাজকর্মীদের অংশগ্রহণকে উৎসাহ দিচ্ছে।

 

না বলেন, "সমাজকর্মী ও সংস্থাগুলো অপ্রাপ্তবয়স্কদের একাধিক দিক থেকে সহায়তা প্রদান করতে পারে, যেমন সামাজিক তদন্ত, আইনি সহায়তা, দক্ষতা প্রশিক্ষণ, মনস্তাত্ত্বিক পরামর্শ এবং পারিবারিক শিক্ষা। এর মধ্যদিয়ে অপ্রাপ্তবয়স্কদের বিচারসম্পর্কিত সুরক্ষার মান ও কার্যকারিতা আরও উন্নত হবে এবং স্বাভাবিক জীবনে ফিরে আসা তাদের জন্য সহজ হবে।”

 

সর্বোচ্চ গণপ্রকিউরেটরেটের তথ্য বলছে, ২০২১ সালের অক্টোবর থেকে প্রসিকিউটর, সামাজিক সংগঠন ও সমাজকর্মীরা বিভিন্ন অপরাধে জড়িত ৮৫ হাজার অপ্রাপ্তবয়স্ককে সহায়তা দিয়েছে। এছাড়া বিভিন্ন অপরাধের শিকার হয়েছিল এমন প্রায় ৩০ হাজার অপ্রাপ্তবয়স্ককে সুরক্ষা ও সহায়তা দিয়েছে তারা।

কমিউনিস্ট ইয়ুথ লীগের কেন্দ্রীয় কমিটির যুব অধিকার ও স্বার্থ বিভাগের প্রধান ইউ ওয়েই বলেন, কিশোরদের কিছু জটিল মামলা পরিচালনার সঙ্গে একাধিক বিভাগ জড়িত, যে কারণে কাজটি সম্পূর্ণ করার জন্য একটি একক বিভাগের উপর নির্ভর করা কঠিন এবং সমাজের বিভিন্ন পক্ষের পূর্ণ সমন্বয়ের প্রয়োজন হয়।

 

তিনি বলেন, অপ্রাপ্তবয়স্কদের জন্য বিচার বিভাগীয় সুরক্ষা ব্যবস্থার বাস্তবায়ন কিশোর-বিষয়ক সমাজকর্মীদের থেকে অবিচ্ছেদ্য। এখন পর্যন্ত কমিউনিস্ট ইয়ুথ লীগের সংগঠনগুলো সকল স্তরে যুব বিষয়ক ২ লাখ ৩৩ হাজার ৫শ’ জন সমাজকর্মীকে প্রশিক্ষণ দিয়েছে।

প্রতিবেদকঃ শিহাবুর রহমান

 

২.  সাক্ষাৎকার

মোঃমোহাইমেন জামি। চীনের চিয়াংসু বিশ্ববিদ্যালয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে স্কলারশিপ এর আওতায় স্নাতক শেষ করেছেন তিনি। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাকালে চিয়াংসু ইউনিভার্সিটি বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি হিসেবে কাজ করেছেন। আমাদের এবারের পর্বের অতিথি মোঃমোহাইমেন জামি। তিনি অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।

সাক্ষাৎকার গ্রহণঃ রওজায়ে জাবিদা ঐশী

 

আমাদের ‘তারুণ্যের অগযাত্রা’ আজ এই পর্যন্তই । পরবর্তী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি রওজায়ে জাবিদা ঐশী। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভকামনা সবার জন্য।

 

পরিকল্পনা ,পরিচালনা ও সঞ্চালনা : রওজায়ে জাবিদা ঐশী

অডিও সম্পাদনা: রফিক বিপুল ও রওজায়ে জাবিদা ঐশী  

সার্বিক সম্পাদনা: ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী