বেইজিং কি বিশ্ব কূটনীতির কেন্দ্র হয়ে উঠছে?
2023-04-18 15:44:59

এপ্রিল ১৮: বসন্তকালে গোটা চীন জীবন্ত ও প্রাণবন্ত হয়ে উঠে। এই বছরের মার্চ মাসের শেষ থেকে এখন পর্যন্ত স্পেন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়ন, ব্রাজিল এবং অন্যান্য দেশ ও অঞ্চলের নেতারা চীনের সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা এবং অভিন্ন উন্নয়ন অর্জন করতে চীন সফর করেছেন।

 

গ্যাবন প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট আলি বঙ্গো অনদিম্বা আজ (মঙ্গলবার) থেকে ২১ এপ্রিল পর্যন্ত চীন সফর করবেন। মধ্যপ্রাচ্যের বড় দুটো দেশ সৌদি আরব এবং ইরান কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ৭ বছর পর বেইজিংয়ে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ঘোষণা করেছে। এর পর বেইজিংয়ে বিদেশি নেতৃবৃন্দের সফর বেড়েই চলছে। পশ্চিমা গণমাধ্যমের মতে, এখন সব পথ বেইজিং-এর দিকে চলে গেছে এবং চীন বৈশ্বিক কূটনীতির কেন্দ্র হয়ে উঠেছে।

 

বিদেশি নেতৃবৃন্দ কেন একের পর এক চীন সফর করেছেন বা করছেন? বিস্তারিত দেখুন আজকের ভিডিওতে।