সহজ চীনা ভাষা: একটি ফুল ফোটা গাছ
2023-04-18 14:40:22

বন্ধুরা, আজ আমরা নতুন একটি পাঠ শেখাবো। এর শিরোনাম ‘একটি ফুল ফোটা গাছ’, এর চীনা ভাষা হল ‘一棵开花的树’।বন্ধুরা, প্রথমে আপনাদেরকে এই পাঠের অর্থ জানিয়ে দিচ্ছি। এই পাঠ হল চীনের বিখ্যাত আধুনিক কবি সি মু রং লিখিত একটি কবিতা। তিনি মঙ্গোলীয় জাতির মানুষ। যুদ্ধের সময়ে জন্মগ্রহণ করায় ছোটবেলাতেই বাবা মায়ের সঙ্গে বিভিন্ন শহরে গিয়েছেন তিনি। মাধ্যমিক স্কুলে পড়ার সময়ে তিনি পরিবারের সঙ্গে তাইওয়ানে গিয়ে সেখানে বসতি স্থাপন করেন। বিশ্ববিদ্যালয় জীবনে সি মু রং চিত্রকলা শেখার পাশাপাশি কবিতা লেখা শুরু করেন। তিনি প্রথমে চিত্রশিল্পী হিসেবে মানুষের কাছে পরিচিতি পান। গত শতাব্দীর ৬০ থেকে ৭০ দশকে তিনি একদিকে ছবি প্রদর্শনী আয়োজন করতেন, অন্যদিকে ছদ্মনামে প্রবন্ধ ও কবিতা প্রকাশ করতে থাকেন। গত শতাব্দীর ৮০’র দশক পর্যন্ত সি মু রং নিজ নামে বই প্রকাশ করেন এবং অনেক পুরস্কার পান। পরে চিত্রশিল্পীর চেয়ে কবি হিসেবেই তিনি আরো বেশি পরিচিত হন।

সি মু রংয়ের কবিতা প্রধানত জন্মস্থান, প্রেম, সময় ও জীবন সংক্রান্ত। আজকের পাঠটি ১৯৮০ সালে রচিত তাঁর একটি কবিতা। কবিতায় প্রেমের বিষয়ে একটি মেয়ে আশা-প্রত্যাশা ফুটে উঠেছে। তিনি নারীর দৃষ্টিকোণ থেকে জীবনের প্রতি মানুষের অনুভূতিগুলো তুলে ধরেছেন। আর একজন চিত্রশিল্পী হিসেবে সি মু রংয়ের কবিতায় সুন্দর ও কোমল ভাষায় ছবির মত দৃশ্য সৃষ্টি হয়েছে। তার কবিতা চীনে ব্যাপক জনপ্রিয়।


বন্ধুরা, এই পাঠের প্রধান শব্দগুলো হলো:

开花kāi huā ফুল ফোটা 开花的树 kāi huā de shù ফুল ফোটা গাছ  树上的花开了 shù shàng de huā kāi le গাছে ফুল ফুটেছে

凋零 diāo líng শুকিয়ে পড়া/ঝরে পড়া  树叶凋零 diāo líng shù yè পাতা পড়া  冬天花草都凋零了dōng tiān  huā cǎo dōu diāo líng le  শীতকালে ফুল ও ঘাস শুকিয়ে গেছে/পড়েছে 社会凋零 shè huì diāo líng সমাজ পতন/অধঃপতন 生命凋零 shēng mìng diāo líng জীবন শেষ

热情rè qíng আবেগপূর্ণ/উষ্ণ/উত্সাহী 热情的帮助rè qíng de bang zhù উত্সাহী সাহায্য 热情的服务 rè qíng de fú wù উত্সাহী পরিষেবা 他是一个热情的人 tā shì yí gè rè qíng de rén সে খুব আবেগপূর্ণ একজন মানুষ 他热情地招待了我 tā rè qíng de zhāo dài le wǒ সে আমাকে সাদর অভ্যর্থনা জানিয়েছে

颤抖 chàn dǒu কাঁপা 花在风中颤抖huā zài fēng zhōng chàn dǒu ফুল বাতাসে কাঁপছে 他因为寒冷颤抖tā yīn wèi hán lěng chàn dǒu সে ঠান্ডায় কাঁপছে 听到这个消息我的心颤抖了 tīng dào zhè gè xiāo xi wǒ de xīn chàn dǒu le খবরটা শুনে আমার হৃদয় কেঁপে উঠল