গ্রামীণ সমৃদ্ধিকে বেগবান করছে“ফুল উপভোগ অর্থনীতি”
2023-04-17 11:28:58

বসন্তকাল হচ্ছে উষ্ণ এবং ফুল ফোটার সময়। চীনের জনপ্রিয় চেরি ব্লসম উপভোগের স্থান হিসেবে মার্চ মাস থেকে উহানে ৫ লক্ষাধিক চেরি ব্লসম গাছে ফুল ফোটে। এর মধ্যে ৮০টির বেশি প্রজাতি ও ১০ হাজারের বেশি চেরি ব্লসম চাষ করা তোংহু চেরি ব্লসম বাগানটি অনেক পর্যটকদের আকর্ষণ করে।

ফুল উপভোগ করা ছাড়াও সাংস্কৃতিক পরিবেশনা, চেরি ব্লসম বাজার ও আউটডোর ক্যাম্পিংয়ের মতো থিম অনুষ্ঠানের মাধ্যমে উহানের চেরি ব্লসম ঋতুটি ভ্রমণ ও উপভোগ করার পাশাপাশি শোনা ও দেখা যাবে এবং স্বাদও গ্রহণ করা যাবে। প্রদেশের বাইরে বিশেষ পর্যটন দল এবং হংকং ম্যাকাও দল একটানা স্রোতে আসে। হোটেল, হোমস্টে ও খাদ্য শিল্প ফুল উপভোগ ঢেউ-এর চালনায় পুনরুজ্জীবিত হয়।

বিপুল সংখ্যক “চেরি ব্লসম অনুগামী” ফুল উপভোগ অর্থনীতি ত্বরান্বিত করে। যা চলতি বছর হুপেই প্রদেশের অর্থনৈতিক সমাজ উন্নয়নের জন্য উজ্জ্বলতা যোগায়। অধিকতরভাবে বাজারের প্রাণশক্তি উদ্দীপ্ত করা এবং পর্যটন পণ্যভোগ সম্প্রসারণ করার জন্য চলতি বছরের মার্চ ও এপ্রিলে হুপেই ২০২৩ “বসন্তকালে চেরি ব্লসম উপভোগ” শীর্ষক ধারাবাহিক সাংস্কৃতিক ও পর্যটন কার্যক্রম আয়োজন করে ১০ কোটি ইউয়ানের পণ্যভোগ টিকিট বরাদ্দ দেয়ার পাশাপাশি বিনামূল্য ভ্রমণ এবং অর্ধেক মূল্য ভ্রমণসহ বিভিন্ন প্রাধিকারমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

শাইয়াং জেলার  রেপসিড চাষের আয়তন প্রায় ৪৭ হাজার হেক্টর। প্রতি বছরের মার্চ ও এপ্রিল মাসে  সমুদ্রের মতো রেপসিড চীনের বিভিন্ন জায়গার পর্যটকদের আকর্ষণ করে। চলতি বছর অনুষ্ঠিত ১৫তম শাইয়াং রেপসিড পর্যটন উৎসব ও ২০২৩ হুপেই রেপসিড উৎসব ৩০ লাখ দেশি-বিদেশি পর্যটকদের অভ্যর্থনা জানাবে এবং তাতে ৫০ কোটি ইউয়ান আয় হবে বলে অনুমান করা হচ্ছে।

খামারবাড়ি ও গ্রামীণ হোমস্টে থেকে বর্তমানে জনপ্রিয় স্ব-ড্রাইভিং, ক্যাম্পিং ও হাইকিং পর্যন্ত, বিভিন্ন ধরনের পদ্ধতি “ফুল উপভোগ অর্থনীতি”র বিষয়কে সমৃদ্ধ করে। একই সঙ্গে গ্রামীণ শিল্প উন্নয়নের জন্য নতুন চালিকা শক্তি সরবরাহ করে।

এক একটি ফুল সিয়াংচৌ অঞ্চলের গ্রামীণ উন্নয়ন ত্বরান্বিত করে। “ফুল উপভোগ অর্থনীতি”র মাধ্যমে অঞ্চলটির ৩৮৩টি গ্রামের যৌথ অর্থনীতির বার্ষিক আয় ১ লক্ষাধিক হয়েছে।

 

চেরি ব্লসম, রেপসিড ফুল ও রডোডেনড্রন প্রস্ফুটিত হয়। ফুল উপভোগ, বসন্ত আউটিং, দূরে ভ্রমণ ইত্যাদি সাম্প্রতিক বছরগুলোতে হুপেই প্রদেশের বসন্তকালে পর্যটনের জনপ্রিয় বিষয় হিসেবে “ফুল উপভোগ অর্থনীতি” পর্যটন উদ্দীপ্ত করা এবং গ্রামীণ সমৃদ্ধি ত্বরান্বিতকরণের গুরুত্বপূর্ণ সহায়তা শক্তিতে পরিণত হয়েছে। (প্রেমা/এনাম)