আজকের উর্মির বৈঠকখানায় আমার সাথে যোগ দিচ্ছেন এ বি সিদ্দিক, ভাইস-প্রেসিডেন্ট, বাংলাদেশ চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশান। তিনি বর্তমানে চীনের ঐতিহ্যবাহী শহর নানচিংয়ে অবস্থিত নানচিং ফরেস্ট্রি ইউনিভার্সিটিতে মাস্টার্সে অধ্যয়নরত। তিনি জলবায়ু পরিবর্তন ও মানবস্বাস্থের ওপর এর প্রভাব সংক্রান্ত গবেষণায় আগ্রহী। মাস্টার্সের পাশাপাশি তিনি সাইকোলজিতে আরেকটি অনার্স করছেন। মানুষকে নিয়ে কাজ করা তার অন্যতম আগ্রহের জায়গা। একাউন্টেবিলিটি পার্টনার নামের একটি অনলাইন প্লাটফর্মের মাধ্যমে তিনি কিশোর-তরুণদের মানসিক সাপোর্ট দিয়ে থাকেন।
জনাব সিদ্দিক নিজেকে একজন সমাজকর্মী ও অনলাইন এক্টিভিস্ট হিসেবে পরিচয় দিতে পছন্দ করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রয়েছে তার সরব উপস্থিতি। মানসিক স্বাস্থ্য ও তদসংক্রান্ত বিষয় নিয়ে তিনি নিয়মিত লেখালিখি করেন। সাহিত্যও এ বি সিদ্দিকের অন্যতম আগ্রহের জায়গা। তিনি বাংলাদেশের বিখ্যাত গার্ডিয়ান পাবলিকেশন্সে এডিটর হিসেবে কাজ করছেন। তার দুইটা বই প্রকাশিত হয়েছে। প্রকাশিতব্যের তালিকায় রয়েছে আরও বেশকিছু বই।
আসুন, কথা বলি তাঁর সঙ্গে।