'কোথায় তুমি'
2023-04-16 18:52:04

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন। বন্ধুরা, অনুষ্ঠানের প্রথমে একটি সংগীতের মাধ্যমে আজ আপনাদের পরিচয় করিয়ে দেবো চীনের তাইওয়ানের একজন কণ্ঠশিল্পীর সঙ্গে। আগে গানটি শুনুন। তারপর তার নাম ও পরিচয় বলছি।

(গান ১)

প্রিয় শ্রোতা, তরুণ কণ্ঠশিল্পী হু সিয়া'র কণ্ঠে আপনারা একটি চমত্কার গান শুনলেন। কেমন লাগলো গানটি। 'ওয়ান মিলিয়ন স্টার' চীনের তাইওয়ানের সংগীত প্রতিযোগিতা বিষয়ক একটি জনপ্রিয় টিভি অনুষ্ঠান। অনেক প্রতিভাবান তরুণ কণ্ঠশিল্পী এ প্রতিযোগিতার হাত ধরে পেশাদার গানের জগতে প্রবেশ করেন। ২০১০ সালে চীনের কুয়াং সি প্রদেশের ২০ বছর বয়সী শিল্পী হু সিয়া ষষ্ঠ 'ওয়ান মিলিয়ন স্টার' চ্যাম্পিয়ন হন। তিনি এ প্রতিযোগিতার অংশগ্রহণকারী চীনের মূল ভূভাগের প্রথম চ্যাম্পিয়নও। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘গ্রীষ্মের অয়নকাল’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ২)

বন্ধুরা, আপনারা শুনছিলেন হু সিয়া’র কন্ঠে ‘গ্রীষ্মের অয়নকাল’ শীর্ষক গান। হু সিয়া নিজের নামটি গ্রহণ করেছেন তার মা-বাবার পারিবারিক পদবী থেকে। তার প্রথম ব্যক্তিগত অ্যালবামের নাম 'হু লাভস সিয়া' অর্থাত ‘হু সিয়াকে ভালোবাসে'। এ ধরনের নামকরণের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন তার বাবা 'হু' তার মা 'সিয়া'কে ভালোবাসেন। তিনি ঐ প্রতিযোগিতায় মা-বাবার জন্য একটি গান গেয়েছেন। চমত্কার আবেগময় এ গানটির জন্য বিচারকদের কাছ থেকে তিনি পূর্ণ নম্বর পান। এখন আমরা একসাথে শুনব 'স্ত্রী' শিরোনামের এ গানটি।

(গান ৩)

বন্ধুরা, আপনারা শুনছিলেন হু সিয়া’র কন্ঠে ‘স্ত্রী’ শীর্ষক গান। হু সিয়া'র কথা উঠলেই তার ব্যাপারে কয়েকটি বিশেষণ সবার আগে মনে পড়ে যায়। স্নেহশীল, মনখোলা ও উষ্ণ-এই শব্দগুলো যেন তার জন্যই সৃষ্টি। শ্রোতারা তার কণ্ঠকে ঝরণার সঙ্গে তুলনা করেন। দৃঢ় চরিত্র ও সাবলিল কণ্ঠের কারণে তার গান শুনলে যেন মনের ক্ষত সেরে যায়। সে কারণে অনুরাগীরা তাকে 'নিরাময়কারী কণ্ঠশিল্পী' নামে ডাকেন। প্রতিযোগিতার শুরু থেকে তার নৈপুণ্য অন্যদের চেয়ে বেশ ভাল ছিল বলে তিনি বিজয়ী হন। প্রতিযোগিতার পরপরই তিনি বিখ্যাত সংগীত কোম্পানি সনির সঙ্গে চুক্তিবদ্ধ হন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘সন্তুষ্ট’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৪)

বন্ধুরা, আপনারা শুনছিলেন হু সিয়া’র কন্ঠে ‘সন্তুষ্ট’ শীর্ষক গান। ২০১০ সালে তার প্রথম ব্যক্তিগত অ্যালবাম প্রকাশিত হয়। বলতে হবে একজন তরুণ কণ্ঠশিল্পী হিসেবে তার ভাগ্য খুবই ভাল। শ্রোতাবন্ধুরা, 'ইউ আর দা অ্যাপল অব মাই আই' ২০০৭ সালে তাইওয়ানের লেখক চো পা তাও-এর একটি ছোটগল্প। এ ছোটগল্পের ভিত্তিতে ২০১১ সালে একটি চলচ্চিত্র নির্মিত হয়। দু’জন ছাত্র-ছাত্রীর ভালবাসার গল্প নিয়ে নির্মিত এ চলচ্চিত্র দারুণ জনপ্রিয়তা পায়। তাইওয়ানে ৫০ কোটি তাইওয়ানি ডলার আয় করে এটি। আচ্ছা, এখন আমরা শুনবো হু সিয়ার কন্ঠে চলচ্চিত্রটির থিম সং। এটির শিরোনাম 'সেই বছরগুলো'। চলুন, গানটি শুনবো।

(গান ৫)

বন্ধুরা, আপনারা শুনছিলেন হু সিয়া’র কন্ঠে ‘সেই বছরগুলো’ শীর্ষক গান। বন্ধুরা, 'সেই বছরগুলো' সাফল্য অর্জন করার পর অনেক চলচ্চিত্র ও টিভি নাটকে গান গাইতে আমন্ত্রণ পান হু সিয়া। এখন আমরা হু সিয়া'র কন্ঠে টিভি নাটক '১৬টি গ্রীষ্মকাল'-এর থিম সং 'কোথায় তুমি' শুনবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন

 (গান ৬)

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম)