১৩তম বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডের সদস্যরা
2023-04-13 14:20:50

এপ্রিল মাসের শেষ দিকে ১৩তম বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উদ্বোধন হবে। একটি চলচ্চিত্র উৎসবের জন্য পুরস্কার বিতরণ সব সময়ই সবচেয়ে আকর্ষণীয় অংশ। এবারে চীনের বিখ্যাত পরিচালক চাং ই মৌ ‘থিয়েনথান পুরস্কারের’ আন্তর্জাতিক জুরি বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন।

 

তিনি আর্জেন্টিনার মার দেল প্লাতা ফিল্ম ফেস্টিভালের চেয়ারম্যান ফের্নান্দো এ. জুয়ানলিমা, চীনের হংকংয়ের বিখ্যাত পরিচালক স্ট্যানলি কুয়ান, ইসরাইলের পরিচালক নাদাভ লাপিড, থাইল্যান্ডের পরিচালক পিমপাকা তোউইরা, চীনা অভিনেতা চাং সোং ওয়েন এবং অভিনেত্রী চৌ তোং ইয়ু একসঙ্গে দশটি ‘থিয়েন থান পুরস্কার’ নির্বাচন করবেন।

 

যখন আমরা গণপ্রজাতন্ত্রী চীনের চলচ্চিত্র ইতিহাস নিয়ে আলোচনা করি, তখন চাং ই মৌ নামটি সর্বদা উল্লেখ করতে হয়। তার পরিচালিত প্রথম মুভি ‘রেড সরঘুম’ ৩৮তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘গোল্ডেন বেয়ার’ পুরস্কার অর্জন করেছে। গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর থেকে চীনের যে কোনো মুভি প্রথমবারের মতো তিনটি ইউরোপীয় চলচ্চিত্র উৎসবের মধ্যে শ্রেষ্ঠ মুভি’র ট্রফি জিতেছে।

 

তখন থেকে তিনি ‘চু তৌ’ এবং ‘রেইজ দ্যা রেড লেন্টার্ন’ সহ বেশ কয়েকটি মুভি’র মাধ্যমে তিনবার কান চলচ্চিত্র উৎসবের প্রধান প্রতিদ্বন্দ্বিতামূলক ইউনিটের পালমে ডি'অর পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন। তিনবার অস্কারের শ্রেষ্ঠ বিদেশি ভাষার পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন এবং দু’বার ভেনিস চলচ্চিত্র উৎসবের গোল্ডেন লায়ন পুরস্কার অর্জন করেছেন। তিনি আমন্ত্রিত হয়ে ৪৩তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান প্রতিদ্বন্দ্বিতামূলক ইউনিটের জুরি’র দায়িত্ব, ১৮তম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডের চেয়ারম্যান এবং ৬৪তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

 

চীনে শৈল্পিক সাফল্য বা বাণিজ্যিক ফলাফল, যাই হোক না কেন, চাং ই মৌ পরিচালকদের প্রথম লাইনে দাঁড়িয়ে আছেন। তিনি যথাক্রমে ২০০৮ সালে বেইজিং অলিম্পিক গেমস এবং ২০২২ সালের শীতকালীন অলিম্পিক গেমস ও শীতকালীন প্যারালিম্পিকের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের পরিচালকের দায়িত্বও পালন করেছেন।

 

ফের্নান্দো এ. জুয়ানলিমা ছিলেন মার দেল প্লাতা ফিল্ম ফেস্টিভালের চেয়ারম্যান, সাংবাদিক ও মুভি সমালোচক। ২০১৭ সালের সেপ্টেম্বর মাস থেকে আর্জেন্টিনার ন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড অডিওভিজ্যুয়াল আর্টসের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তা ছাড়া, তিনি একজন মুভি সমালোচক। মার দেল প্লাতা ফিল্ম ফেস্টিভাল ১৯৮৯ সালে আর্জেন্টিনায় প্রতিষ্ঠিত হয়। এটি আন্তর্জাতিক চলচ্চিত্র প্রযোজক সমিতি’র (এফআইএপিএফ) দ্বারা স্বীকৃত বিশ্বের ১৪টি আন্তর্জাতিক এ-শ্রেণির চলচ্চিত্র উৎসবের একটি এবং এটি ল্যাটিন আমেরিকার একমাত্র আন্তর্জাতিক এ-শ্রেণির চলচ্চিত্র উৎসব। প্রতিষ্ঠার পর থেকে মার দেল প্লাতা ফিল্ম ফেস্টিভাল সর্বদা ল্যাটিন আমেরিকান চলচ্চিত্রগুলোকে বিশ্বের কাছে দেখানোর জন্য একটি জানালা হয়ে উঠে এবং এটি আন্তর্জাতিক চলচ্চিত্র শিল্পের সাথে ল্যাটিন আমেরিকান চলচ্চিত্র নির্মাতাদের  যোগাযোগের বৃহত্তম প্ল্যাটফর্ম।

 

আর্জেন্টিনা ল্যাটিন আমেরিকার দ্বিতীয় বৃহত্তম দেশ। চলচ্চিত্রের ক্ষেত্রে আর্জেন্টিনার চলচ্চিত্র সব সময়ই ল্যাটিন আমেরিকান সংস্কৃতির অন্যতম প্রবক্তা। গত বছর চীন এবং আর্জেন্টিনার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উপলক্ষে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিং এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ যৌথভাবে চীন-আর্জেন্টিনা মৈত্রী ও সহযোগিতা বর্ষ-২০২২ শুরু করার ঘোষণা করেন। ২০২২ সালে বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সম্মানজনক অতিথি হিসেবে আর্জেন্টিনার সাংস্কৃতিক মন্ত্রী ট্রিস্তান পাওয়েলকে আমন্ত্রণ জানিয়েছে। চলতি বছর ফের্নান্দো এ. জুয়ানলিমা ‘থিয়েন থান পুরস্কারের’ আন্তর্জাতিক জুরি বোর্ডের সদস্য। যা চীন ও আর্জেন্টিনার সাংস্কৃতিক সংযোগের প্রতিফলন। তার অংশগ্রহণ ‘থিয়েনথান পুরস্কার’ নির্বাচনের কাজে আরও বিশাল আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি নিয়ে আসবে বলে ধারণা করা হয়।

 

হংকং পরিচালক স্ট্যানলি কুয়ান ১৯৮৫ সালে স্বাধীনভাবে তার প্রথম মুভি ‘উইমেন’ পরিচালনা করেন এবং এ মুভি’র মাধ্যমে তিনি পঞ্চম হংকং ফিল্ম অ্যাওয়ার্ডের শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার জিতেছেন। তিনি বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পুরানো বন্ধু। ২০২০ সালে দশম বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পরিচালক মাস্টার ক্লাসে ‘হংকং চলচ্চিত্র –ঐতিহ্যের উত্তরাধিকার এবং উন্নয়ন ও অতিক্রম’ শিরোনামে এক বক্তৃতা দিয়েছেন।

 

ইসরাইলের পরিচালক নাদাভ লাপিড ৬৯তম কান চলচ্চিত্র উৎসবের আন্তর্জাতিক মুভি’র সমালোচকদের সাপ্তাহিক ইউনিটের জুরি, ৭১তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান প্রতিদ্বন্দ্বিতামূলক ইউনিটের জুরি এবং ৫৩তম ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

 

থাইল্যান্ডের পরিচালক পিমপাকা তোউইরা পরিচালনার সঙ্গে সঙ্গে নানা চলচ্চিত্র উৎসবে যুক্ত হন। তিনি ২০০১, ২০০৮, ২০০৯ সালে ব্যাংকক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রকল্প পরিচালকের দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে তিনি ব্যাংকক আসিয়ান চলচ্চিত্র উৎসবের প্রকল্প পরিচালক এবং ২০১৭ ও ২০১৮ সালে সিঙ্গাপুরের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রকল্প পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন। এবারে তিনি ‘থিয়েনথান পুরস্কারের’ জুরি হিসেবে অবশ্যই সবচেয়ে পেশাগত দৃষ্টিকোণ থেকে সবচেয়ে শ্রেষ্ঠ মুভি বেছে নেবেন।

 

এবারের বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বাকী দুজন জুরি হচ্ছেন চীনের বিখ্যাত অভিনেতা চাং সোং ওয়েন এবং অভিনেত্রী চৌ তোং ইয়ু। ২০২১ সালে চাং ১১তম বেইজিংয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি’র দায়িত্ব পালন করেছেন। চৌ তোং ইয়ু চলচ্চিত্রাঙ্গনে প্রবেশের দশাধিক বছরে দর্শকদের মধ্যে সমাদৃত হয়ে উঠেন। এবার তিনি জুরি’র দায়িত্ব পালন করবেন। তিনি বহু বছরের অভিনয়ের অভিজ্ঞতার ভিত্তিতে সবচেয়ে পেশাদার মতামত দেবেন এবং নারীর বিশেষ দৃষ্টিকোণ থেকে পুরস্কার নির্বাচন করবেন বলে বিশ্বাস করা হচ্ছে।

 

লিলি/এনাম/রুবি