সঙ্গীতদল ‘গালা’
2023-04-12 16:07:37

‘গালা’ চীনের মূল-ভূভাগের একটি সঙ্গীতদল। প্রধান গায়ক সু দুও, গিটারিস্ট ওয়াং জি এবং ব্যাস বাদক সিং মুও-কে নিয়ে গঠিত তিন সদস্যের এ দল। দলটি ২০০৪ সালের ২ জানুয়ারি বেইজিংয়ে প্রতিষ্ঠিত হয়। একই বছরের মার্চ মাসে তাঁদের স্বাধীনভাবে তৈরি অ্যালবাম “ইয়াং ফর ইউ” ইন্টারনেটে প্রকাশিত ও প্রচারিত হয়। ২০০৬ সালে ড্রামার চুন ও গিটারিস্ট নান সঙ্গীতদলে যোগ দেন এবং ২০০৭ সালে প্রাক্তন সৈনিক জাও লিয়াং এবং বেকার দুওদুও সঙ্গীতদলে যোগ দেন। ২০০৯ সালে সঙ্গীতদলের সদস্য পরিবর্তিত হয়ে চূড়ান্তে শুধু প্রধান গায়ক সু দুও, গিটারিস্ট জাও লিয়াং এবং ড্রামার শিয়াও দা বাকী আছেন। সেই বছর সঙ্গীতদল “শোবিজে প্রবেশ করার চার বছর” নামক গান প্রকাশ করে।

২০১১ সালের মার্চ মাসে সঙ্গীতদলের অ্যালবাম “স্বপ্ন তাড়া বোকা হৃদয়” আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। অ্যালবাম দিয়ে তারা সঙ্গীত মহলের দৃষ্টি আকর্ষণ করে। ডিসেম্বর মাসে অ্যালবামে অন্তর্ভুক্ত “রুডি” নামক গানটি তৃতীয় মিডি পুরস্কারে বছরের সেরা রক গান পুরস্কার জিতে। একই বছর “গালা” তাদের সারা দেশে ১১টি শহরের ভ্রাম্যমাণ পরিবেশনা শুরু করে। ২০১২ সালের ৮ এপ্রিল শেনজেন শহরে অনুষ্ঠিত ১২তম টপ চায়নিজ মিউজিক অ্যাওয়ার্ডসে সঙ্গীতদল সেরা রক সঙ্গীতদল, বছরের সেরা রক অ্যালবাম এবং বছরের সেরা রক গান—তিনটি পুরস্কার জিতে। একই বছর তারা পর পর “সাদা ও উজ্জ্বল” এবং “বিশ্বস্ত বন্ধু খুঁজে পাওয়া কঠিন” দু’টো গান প্রকাশ করে। এর মধ্যে “সাদা ও উজ্জ্বল” গানটি একটি চলচ্চিত্রের থিমসং-এ পরিণত হয়। 

২০১৪ সালের ১ জানুয়ারি সঙ্গীতদলটি প্রতিষ্ঠার দশম বার্ষিকী উপলক্ষে “গালা” সারা দেশে ভ্রাম্যমাণ পরিবেশনার শুরু করে। এছাড়া, তারা বেইজিং, সি আন ও শেনজেন এই তিনটি জায়গার স্ট্রবেরি মিউজিক ফেস্টিভ্যালে অংশ নেয়। অক্টোবর মাসে সঙ্গীতদল পর পর পাঁচটি গান প্রকাশ করে। 

 

শোবিজে প্রবেশ করার চার বছর পর সঙ্গীতদল “গালা” তাদের দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করে। এতে আরও বেশি নিরীক্ষা ও চিন্তা যোগ হয়। অ্যালবামে মোট ১২টি গান অন্তর্ভুক্ত হয়। 

(প্রেমা/এনাম)