৩৫০০ বছরের প্রাচীন গাছ রক্ষা করছে বেইজিং
2023-04-12 10:07:49

বসন্তকালে বেইজিংয়ের মি ইউন এলাকার সিন চেং চি জেলার  একটি পার্কে ৩৫০০ বছর বয়সী একটি গাছ অঙ্কুরিত হচ্ছে। নয়জন মানুষ হাতে হাত রেখে এ গাছকে কোলে নিতে পারেন। তার ১৮টি শাখা একটি বিশাল ছাউনি গড়ে তুলেছে।

 

জীবন্ত জীবাশ্মের মতো এ গাছও সংকটে পড়েছিল। গত শতাব্দীর ৭০-এর দশকে সড়ক পথ নির্মিত হবার পর গাছকে রক্ষা করতে চার পাশে দেয়াল তৈরি করা হয়েছে। তবে, দেয়াল গাছের শিকড়ের প্রসারণকে সীমাবদ্ধ করে। যথেষ্ট পানি না পেয়ে গাছের পাতা পড়তে শুরু করে। এমন দৃশ্য দেখে স্থানীয়রা খুব উদ্বিগ্ন হন।

সিন চেং চি জেলা উত্তর-পূর্ব বেইজিংয়ের পাহাড়ে অবস্থিত।  হ্য পেই প্রদেশের তিনটি জেলার সীমান্তে এ জেলা বেইজিংয়ের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রাকৃতিক বেষ্টনী। ২০২০ সালে বেইজিংয়ের নেতা যখন সিন চেং চি জেলা পরিদর্শনে আসেন, তখন এ প্রাচীন গাছ দেখে বলেছেন, প্রাচীন গাছ মূল্যবান সম্পদ। তার পর্যবেক্ষণ ও সংরক্ষণ ভালভাবে করতে হবে।

 

বেইজিংয়ের প্রাচীনতম গাছ রক্ষা নিয়ে আলোচনা করে স্থানীয় সরকার। বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট বিভাগের যৌথ আলোচনায় একটি উপসংহার হয়। গাছ পুনরুদ্ধার করতে চাইলে সড়ক পথকে সরিয়ে নিতে হবে।

 

একটি গাছের সংরক্ষণে একটি প্রাদেশিক পর্যায়ের সড়ক পথকে সরিয়ে নেয়া কতটা কার্যকর হবে? তবে, বেইজিং তা একবার চেষ্টা করে দেখতে চায়। ২০২০ সালের অক্টোবর সরকার গাছের পাশের দেয়ালগুলো ভেঙ্গে ফেলে এবং পাশের ১৯৫ মিটার লম্বা সড়ক পথকে পূর্ব দিকে ১৯.৪ মিটারের মতো সরানো হয়। পাশাপাশি, সড়ক পথের পাশে দুটি সরকারি বিভাগের কিছু বাড়িঘরও সরিয়ে ফেলা হয়। গাছ সংরক্ষণ করার জন্য শুধু সড়ক পথ নয় সরকারি বিভাগের অফিসও সরিয়ে নেয়া হয়েছে।

 

তাছাড়া, এ গাছের সংরক্ষণে বিশেষ যত্ন প্রয়োজন। মি ইউন এলাকার ল্যান্ডস্কেপিং বিভাগের কর্মকর্তা চিয়াং সিন বলেছেন, আমরা গাছের বিস্তারিত শারীরিক পরীক্ষা করেছি এবং মাটির উন্নতি, কীটপতঙ্গ নিয়ন্ত্রণ, ক্ষয়রোধসহ নানা ক্ষেত্রে গাছের সংরক্ষণের পরিকল্পনা তৈরি করেছি।

পাশাপাশি, নতুন প্রযুক্তিও গাছরে সংরক্ষণে কাজে লেগেছে। গাছের পাশে একটি স্মার্ট পরীক্ষা ডিভাইস স্থাপিত হয়। কর্মীরা ফোনের অ্যাপের মাধ্যমে গাছের চার পাশের পরিবেশ পর্যবেক্ষণ করতে পারেন।

 

এক বছর ধরে ৩৫০০ বছর ও ১০০০ বছর বয়সী দুটি গাছকে কেন্দ্র করে একটি পার্ক নির্মিত হয়েছে। গাছ ও মানুষ পরস্পরকে রক্ষা করছে। ঊনচল্লিশ বছর ধরে গাছ রক্ষা করে আসছেন হু ইউয়ু মিন। তিনি বলেছেন, আমি অবসর নিব, তবে এ গাছ নতুন জীবনকে স্বাগত জানাচ্ছে। এ দেখে আমার এ জীবনের কাজকে তাত্পর্যপূর্ণ বলে মনে হচ্ছে।

 

সিন চেং চি জেলা এখন প্রাচীন গাছকে কেন্দ্র করে পর্যটন শিল্প উন্নয়ন করছে। সারা জেলার ১৬টি প্রাচীন গাছ নিয়ে বিভিন্ন গ্রামকে যুক্ত করে একটি পর্যটন রুট তৈরি করেছে।

 

প্রাচীন গাছ ইতিহাস ও পরিবর্তনের সাক্ষী। তারা জীবিত পুরাকীর্তি। বেইজিং শহরের ইতিহাস ৩০০০ বছরের এবং ৮০০ বছর ধরে রাজধানী হিসেবে রয়েছে এ শহর। বেইজিংয়ে নিবন্ধিত প্রাচীন গাছের সংখ্যা ৪০ হাজারের বেশি - তা বিশ্বে সবচেয়ে বেশি।

 

২০২১ সাল থেকে বেইজিং যথাক্রমে ২০টি প্রাচীন গাছের পার্ক নির্মাণ করা হয়েছে এবং নতুন পদ্ধতির মাধ্যমে হাজার বছরের স্মৃতিকে  রক্ষা করছে এই শহর। (শিশির/এনাম/রুবি)