২০২৩ সালের শুরুতে, চ্যাটজিপিটি (ChatGPT) সবচেয়ে অশান্ত প্রযুক্তিগত ঢেউ সৃষ্টি করেছে। একাধিক এআই প্রযুক্তির সংস্করণ হিসাবে, চ্যাটজিপিটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্রে একটি বিপ্লব হিসাবে বিবেচনা করা হয়। অনেক বড় বড় কম্পানিগুলোও নিজ নিজ চ্যাটজিপিটি সৃষ্টি করার চেষ্টা করছে। কিন্তু কিছু দিন আগে “ফিউচার অফ লাইফ ইনস্টিটিউট(এফএলআই)” ইন্টারনেটে একটি খোলা চিঠি দিয়ে জিপিটি-৪-এরও বেশি শক্তিশালী এআই প্রশিক্ষণ অন্তত ৬ মাসের জন্য স্থগিত রাখার দাবি জানিয়েছে। যাতে এআই তত্ত্বাবধান সংক্রান্ত কিছু ব্যবস্থা তৈরী করা যায়। এ বিষয় আগে শুধু সাইন্স-ফিকশনের মধ্যে আলোচনা করা হয়েছিল। এখন সত্যিকার অর্থে আমাদের চোখের সামনে ঘটছে। এসব বিষয় নিয়ে আজকের অনুষ্ঠানে আলাপ করবো জনাব আব্দুল্লাহ আল মামুনের সাথে। তিনি বর্তমানে চীনের জিওসায়ান্সেস বিশ্ববিদ্যালয়ে কট্রোল সাইন্স এণ্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পিএইচডি অধ্যায়ন করছেন। তার গবেষণার বিষয় হচ্ছে ব্লকচেইন উন্নয়ন। চলুন তাহলে আলাপ করি তার সঙ্গে।