সহজ চীনা ভাষা: চর্চায় উত্কর্ষ আনে
2023-04-11 10:00:05

আজকের অনুষ্ঠানে যে ‘ছেং ইয়ু’ আপনাদেরকে শিখাবো তা হল ‘熟能生巧’, এর অর্থ ‘চর্চায় উত্কর্ষ আনে’। এই ছেং ইয়ু চীনের বেইসোং রাজবংশ আমলের বিখ্যাত সাহিত্যিক ও ইয়াং সিউ’র লেখা একটি বই থেকে এসেছে। বইয়ে অনেক ছোট গল্প রয়েছে। গল্পে বলা হয়, বেইসোং আমলে ছেন খাং সু নামে একজন মানুষ ছিলো, সে ছোট থেকে ধনুর্বিদ্যা শিখতো এবং খুব ভালো তীরন্দাজ ছিল। এজন্য সে খুব অহংকারও বোধ করত, সবসময় অন্যকে জিজ্ঞেস করত- তার সঙ্গে তীর নিক্ষেপ প্রতিযোগিতা করতে চায় কিনা। তার অনেক শিক্ষানবিশও ছিল। তারা প্রতিদিন ছেন খাং সু’র প্রশংসা করত ও তোষামোদ করত। একদিন সে তার শিক্ষানবিশকে তীর ছোঁড়া শেখাচ্ছিল। তখন তেল বিক্রি করা এক বৃদ্ধ পাশ দিয়ে যাবার পথে কিছুক্ষণ তাদের প্রশিক্ষণ দেখে। এসময় নিজের দক্ষতা দেখাতে ছেন সু খাং টানা ১০টি তীর নিক্ষেপ করে এবং সবগুলো লক্ষ্যের কেন্দ্রে আঘাত করে। সে বৃদ্ধের প্রশংসা শুনতে চায়, তবে বৃদ্ধ শুধুই মাথা নাড়ল! তাই সে বৃদ্ধকে জিজ্ঞেস করল, ‘আমার তীরন্দাজের দক্ষতা ভালো না?’ বৃদ্ধ বলে, ‘ভালো, তবে তা সাধারণ দক্ষতা, বিশেষ প্রশংসা পাওয়ার মতো কিছু না।’ তার কথা শুনে ছেন খাং সু ও তার শিক্ষানবিশরা ভীষণ রেগে যায়। বৃদ্ধকে বলে ‘যদি তুমি মনে করো এই দক্ষতা খুবই সাধারণ তাহলে তোমার তীর নিক্ষেপ কর!’ বৃদ্ধ জবাবে বলে, ‘আমি তীর নিক্ষেপ করতে পারি না, তবে আমি তেল ঢালতে পারি’। এ কথা বলে বৃদ্ধ একটি লাউ মাটিতে রেখে, পরে লাউয়ের মুখে একটি ছিদ্রযুক্ত মুদ্রা রাখে। তারপর সেই বৃদ্ধ তেলের পাত্র তুলে নিয়ে লাউয়ের ওপর তেল ঢালতে শুরু করে। তেল যেন একটি পাতলা দড়ির মত মুদ্রার মাঝখান দিয়ে গর্তের মধ্য দিয়ে লাউয়ে পড়তে থাকে, মুদ্রায় স্পর্শ না করেই! এটা দেখে ছেন খাং সু ও তার শিক্ষানবিশরা বিস্মিত হয়। তখন বৃদ্ধ বলে, ‘আমার কোনো বিশেষ দক্ষতা নেই, শুধু আছে চর্চা’। তার কথা শুনে ছেন খাং সু লজ্জিত হন। এরপর থেকে তিনি তীরন্দাজের দক্ষতার জন্য অহংকার করা বন্ধ করে দেন। পরে লোকজন ‘熟能生巧’ কথাটি দিয়ে ‘বেশি চর্চা করে ভালোভাবে কাজ করতে পারা’ বা ‘চর্চায় উৎকর্ষ আনে’- এমন অর্থ প্রকাশ করে।

 

কথোপকথন---হাঁটাহাঁটি

চীনে একটি প্রবাদে বলা হয়, খাওয়ার পর কিছুক্ষণ হাঁটাহাঁটি করলে দীর্ঘায়ু হবে। প্রতিদিন সন্ধ্যা রাতে চীনের পার্কে দেখা যায় অনেক মানুষ হাঁটাহাঁটি করছে। লোকজনকে সুবিধা দিতে এবং ব্যায়াম ও শরীর চর্চার ধারণা প্রচার করার জন্য কিছু শহরও বিশেষ হাঁটার পথ নির্মাণ করেছে। আজকের অনুষ্ঠানে হাঁটা সম্পর্কিত কিছু চীনা শব্দ ও বাক্য শিখাবো।

 

走路 zǒu lù হাঁটা  我走路去上班 wǒ zǒu lù qù shàng bān আমি হেঁটে কাজে যাই।

散步 sàn bù হাঁটাহাঁটি  我每天都会散步wǒ měi tiān dōu sàn bù আমি প্রতিদিন হাঁটাহাঁটি করি

经常散步有利于健康jīng cháng sàn bù yǒu lìyújiàn kāng নিয়মিত হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো

你想去哪里散步? nǐ xiǎng qù nǎ li sàn bù তুমি কোথায় হাঁটাহাঁটি করতে চাও?

我喜欢去公园散步wǒ xǐ huān qù gōng yuan sàn bù আমি পার্কে হাঁটাহাঁটি পছন্দ করি