লু হান
2023-04-11 10:39:21

লু হান ১৯৯০ সালের ২০ এপ্রিল চীনের রাজধানী বেইজিংয়ে জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূল-ভূভাগের একজন গায়ক ও অভিনেতা।

 

২০০৮ সালে যখন তিনি দক্ষিণ কোরিয়ায় লেখাপড়া করেন, তখন তিনি দেশটির এসএম বিনোদন কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন। ২০১২ সালের এপ্রিলে দক্ষিণ কোরিয়া ছেলে গ্রুপ এক্সও’র সদস্য হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে শোবিজে প্রবেশ করেন। তিনি গ্রুপের প্রধান গায়ক ও প্রধান নৃত্যশিল্পী ছিলেন।

কিছুক্ষণ আগে আপনারা যে গানটি শুনেছেন, তা ২০১৫ সালের ৪ জানুয়ারি লু হানের প্রকাশিত একটি গান। গানটি “মিস গ্র্যানি, ২০” চলচ্চিত্রের থিমসং। আসলে ২০১৪ সালের ১০ অক্টোবর ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রদান করতে না পারা, শারীরিক অবস্থার কারণে তিনি এসএম কোম্পানির সাথে চুক্তি অকার্যকর হবার কথা ঘোষণা করেন। ২০১৫ সালের ৮ জানুয়ারি তিনি “মিস গ্র্যানি, ২০” চলচ্চিত্রে অভিনয়ও করেন। ২০১৫ সালের ১০ সেপ্টেম্বর তাঁর প্রথম মিনি ডিজিটাল অ্যালবাম “রিলোডেড ওয়ান” অনলাইনে প্রিসেল করা হয়। একই মাসে তিনি বেইজিংয়ে একক উদ্বোধনী কনসার্টের আয়োজন করেন। ১৬ নভেম্বর অ্যালবামে “পদক” নামক গানটি ভিচার্ট পুরস্কার এবং বিলবোর্ড যৌথ চীনা ভাষা তালিকায় চ্যাম্পিয়ন হয়। 

 

“রুডি” নামক গানটি সঙ্গীতদল “গালা”র একটি গান। এটি সঙ্গীতদলের ২০১১ সালে প্রকাশিত একই নামের অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। গানটি সৃষ্টি করার সময় গালা বলছে, গানটিতে অনেক মনোভাব ও প্রযুক্তি যোগ দিয়ে অব্যাহতভাবে বিভিন্ন সম্ভাবনা ট্রাই করেছে। সঙ্গীতদলটি গানের মাধ্যমে সবাইকে জানাতে চায়, যদিও ব্যর্থতার সম্মুখীন হয়, তবুও সাহসিকতার সাথে সামনে দৌড়াতে হবে। বন্ধুরা, গানটি শুনতে সত্যিই শক্তিশালী লাগে। 

চলচ্চিত্র “পিং পং: দ্য ট্রায়াম্ফ” স্বপ্ন তাড়াকারীর কঠিন যাত্রা বর্ণনা করে। তারা একগুঁয়ে মনোভাবের সাথে দূরত্বের সাথে লড়াই করেন। এটি পুরুষদের জাতীয় টেবিল টেনিস দলের অপ্রতিরোধ্য একটি সত্য চিত্রিত হয়েছে। লু হান চলচ্চিত্রের জন্য থিমসং “গৌরবের পথ” গান। গানটি চলচ্চিত্রের সঙ্গে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। খুব হিট একটি গান, তাইনা?

 

“আমাকে জীবিত রাখো” হলো লু হানের ২০২২ সালের ৭ নভেম্বর প্রকাশিত একটি ইংরেজি গান।  মধ্যরাতে একটি অনিচ্ছাকৃত এনকাউন্টার, যা একটি সর্বনাশের ইঙ্গিত দেয়। যখন চোখ মিলিত হয়, দৃষ্টি একটি অবিনাশী ধারালো ছুরিতে পরিণত হয়, যা বিশৃঙ্খল চিন্তাভাবনা ও অদম্য ভাগ্যকে কেটে দেয়। আমি সব প্রতিকূলতার পরোয়া না করে, নিজেকে বিলিয়ে দিয়েছি। গানটির লিরিক্স তো পুরোপুরি ইংরেজি ভাষার। ব্যাখ্যা ছাড়া আপনারাও বুঝতে পারবেন, তাইনা? 

“আমাকে থাকতে দাও” ভালোবাসার কমেডি “আগামীকাল দেখা হবে”র থিমসং। ২০১৭ সালের ৯ এপ্রিল গানটি ৩৬তম হংকং ফিল্ম অ্যাওয়ার্ডসে সেরা চলচ্চিত্রের মূল গান হিসেবে মনোনীত হয়। লু হান গানটির অন্য ধরনের স্বাদ ব্যাখ্যা করেছেন। তাঁর সামঞ্জস্যপূর্ণ স্বচ্ছ ও আবেগপ্রবণ কণ্ঠস্বর চলচ্চিত্রে দশ বছরের অপেক্ষা এবং গভীর ভালোবাসাটি শক্তিশালীভাবে ব্যাখ্যা করেছে। 

 

(প্রেমা/এনাম)