বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী উ ছিং ফেং-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।
উ ছিং ফেং, ১৯৮২ সালের ৩০ অগাস্ট চীনের তাইওয়ান প্রদেশের তাইপেই শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনা ভাষার সংগীতমহলের একজন পুরুষ কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার। তিনি একই সঙ্গে সোডাগ্রিন ব্যান্ডদলের প্রধান কণ্ঠশিল্পী।
২০০১ সালে তিনি সোডাগ্রিন সংগীতব্যান্ড গঠন করেন। ২০০৫ সালে ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘সোডাগ্রিন’ বাজারে আসে। ২০০৭ সালে ব্যান্ডটি তাইওয়ানের ১৮তম গোল্ডেন মেলোডি অ্যাওয়ার্ডসের শ্রেষ্ঠ ব্যান্ডের পুরস্কার জয় করে।
বন্ধুরা, এখন শুনুন উ ছিং ফেং-এর কণ্ঠে ‘শান্ত সমুদ্র’ শীর্ষক গানটি। গানের কথাগুলো এমন: আমি চাঁদের এক সমুদ্র। আমার কোনো ঢেউ নড়ে না। শান্ত সমুদ্র, শান্ত প্রেম। আমি চুনের মধ্যে নীল। তুমি আমাকে দেখেছো, তুমি আলো থেকে এসেছো। তুমি এভাবে আমার পিছনের দিক দেখেছো। কেউ অপেক্ষা করে না, তবে তুমি লুকিয়ে রাখো। তুমি আমাকে পিছন থেকে জড়িয়ে ধরো। তুমি আকাশের বাইরে উড়ে গেছো, আমি সব বুঝি।
আচ্ছা, শুনুন এই গান।
প্রিয় শ্রোতাবন্ধুরা, এবারে শুনুন উ ছিং ফেং-এর গান ‘তোমার সঙ্গে আকাশের শেষ প্রান্তে যাবো’। গানের কথাগুলো এমন: গতকালের তুমি- এখনো আমার চোখের সামনে। গতকালের হাসিখুশি শব্দ এখনো কানের পাশে। নীরব সময় ধীরে ধীরে উড়ে যায়। মনের উষ্ণতা কমে নি। তোমার সঙ্গে, আকাশের শেষ প্রান্তে যাবো। হাতে হাত রেখে চিরদিন হাঁটবো। সময়ের রেখে যাওয়া পথে, ধোঁয়ার মত গতকাল, চেহারা বদলে যায়, সময় পার হয়ে যায়, মনের উষ্ণতা কখনই কমে নি। তোমার সঙ্গে আকাশের শেষ প্রান্তে যাবো।
আচ্ছা, শুনুন এই সুন্দর গান।
প্রিয় বন্ধুরা, এবারে শুনুন উ ছিং ফেং-এর গান ‘নিজের সুখের শুভকামনা’। গানের কথায় বলা হয়, আকাশের তারায় চোখ পিটপিট করছে, সে আমার পাশে আছে। স্নেহশীল কণ্ঠ, সুন্দর চোখ, আমার মুখ দেখছে। একটি আংটি আমার চোখের সামনে, তা হল তার প্রতিশ্রুতি, চিরদিন আমাকে ভালোবাসবে।
আচ্ছা, শুনুন গানটি।
প্রিয় শ্রোতাবন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাবো উ ছিং ফেং-এর আরেকটি গান, গানের নাম ‘পালিয়ে যাওয়া’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।
শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী উ ছিং ফেং-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।
(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)