সিনচিয়াং সীমান্তে স্থাপিত হয়েছে ২৬৩টি প্রতিষ্ঠান
2023-04-10 11:23:10

কাজাখস্তানের গম থেকে টেন্ডন নুডলস বানিয়ে হাজার হাজার পরিবারের খাবার টেবিলে পাঠানো হয়। আখরোট, কুসুম বীজ ও সূর্যমুখী বীজ অসংখ্য পরিবারের ব্যবহৃত হয়। প্যাকেজিং, প্যাকিং স্টিকার করা এবং লোড ও পরিবহন……আলিবাবা, আমাজন, এসএফ ও সিনোট্রান্সসহ বিভিন্ন বৈদেশিক বাণিজ্য প্রতিষ্ঠানের গুদামে কর্মীরা কাজ নিয়ে ব্যস্ত। এক একটি বক্স পণ্য ভ্যানে করে মূল-ভূভাগের দিকে রওয়ানা হয়।

 

আলাশানখৌ ইন্টিগ্রেটেড ফ্রি ট্রেড জোনে এখানে-সেখানে দেখা যায় আধুনিক কারখানা ও উঁচু সাইলো। এখানকার নিবন্ধন প্রতিষ্ঠানের সংখ্যা ২৬৩টিতে পৌঁছায়। এতো বেশি প্রতিষ্ঠান কেন সীমান্ত সন্ধিক্ষণে বদ্ধমূল হয়?

 

এই সম্পর্কে চিনশাহো গ্রুপের উত্পাদন দায়িত্বশীল ব্যক্তি ইন ফেইহোং বলেন, “এক অঞ্চল এক পথ” উদ্যোগে ইন্টিগ্রেটেড ফ্রি ট্রেড জোনে লজিস্টিক পরিবহন আরও সুবিধাজনক। গম আমদানি ট্যারিফ কোটার বিষয় নেই, কাঁচামাল বিশেষ রেলপথের মাধ্যমে সরাসরি প্রতিষ্ঠানে যাবে। যা কার্যকরভাবে অপারেটিং খরচ ও সময় মূল্য নিয়ন্ত্রণ ও কমায়।

 

ইন্টিগ্রেটেড ফ্রি ট্রেড জোনে ১.৩ কিলোমিটার দৈর্ঘ্য ওয়াইড-গেজ লাইন নির্মিত হয়। বিশেষ বাল্ক শস্য ট্রেন সরাসরি জোনে প্রবেশ করে। কাজাখস্তানের শস্য পরিবাহকের মাধ্যমে স্থানান্তর শেডে প্রবেশ করে। আলাশানখৌ শুল্ক বিভাগের কর্মীরা পরিবাহক থেকে নমুনা বেছে নিয়ে পাশের পরীক্ষাগারে পৃথকীকরণ করবেন। দশ-বার ঘণ্টা পর ফলাফল পাওয়া যাবে। সমস্যা না থাকলে প্রতিষ্ঠান তিন দিনের মধ্যে ট্রাক দিয়ে নিয়ে যাবে।

 

আলাশানখৌ শুল্ক বিভাগের প্রধান ইয়াং শিয়াওচুন জানান, আগে তাঁরা ট্রেন স্টেশনে স্পট চেক করেছেন, ফলাফল পেয়ে প্রতিষ্ঠানগুলোকে জানিয়েছিলেন। অপেক্ষা সময় অপচয় হত। কিন্তু এখন মাল খালাস করার সঙ্গে সঙ্গে পরীক্ষা করা যাচ্ছে।  

 

গত ৪ মার্চ আলাশানখৌ’র প্রথম আন্তঃসীমান্ত ই-বাণিজ্য “১২১০” বন্ডেড স্টকিং মোড মালামাল রেলপথের মাধ্যমে ইতালি থেকে আলাশানখৌতে পৌঁছে সুষ্ঠুভাবে কাস্টমস ক্লিয়ারেন্স পদ্ধতির সফল সমাপ্তি হয়।

 

সিনোট্রান্স আলাশানখৌ কোম্পানির ফিল্ড অপারেশন বিভাগের প্রধান লি লিয়াংলিয়াং ব্যাখ্যা করেন, এই মোডে ই-বাণিজ্য প্রতিষ্ঠান বিদেশি আমদানিরত পণ্য বাল্ক ঘোষণার মাধ্যমে শুল্কের বিশেষ তত্ত্বাবধান অঞ্চল বা বন্ডেড লজিস্টিক কেন্দ্রের বন্ডেড গুদামে রাখে। ভোক্তারা ই-বাণিজ্য প্ল্যাটফর্মে অর্ডার ও টাকা দিলে, পণ্যগুলি এক্সপ্রেস পরিবহনের মাধ্যমে বন্ডেড জোন থেকে ভোক্তাদের হাতে পৌঁছাবে। যা কার্যকরভাবে লজিস্টিক খরচ ও সময়োপযোগীতাসহ বিভিন্ন ক্ষেত্রে আন্তঃসীমান্ত ই-বাণিজ্য আমদানির প্রতিযোগিতামূলক শক্তি উন্নত করে।

 

প্রক্রিয়াকরণ, বাণিজ্য প্রতিষ্ঠানগুলোর অবতরণ স্থানীয় জায়গার জন্য কর রাজস্ব বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থান সমস্যাও সমাধান করে। আলাশানখৌ’র “করিডোর অর্থনীতি” ঠিক “শিল্প অর্থনীতি”হিসেবে গড়ে উঠছে। (প্রেমা/এনাম)