মালয়েশিয়ার যানবাহন শিল্পের রূপান্তরে সহায়তা দিচ্ছে চীনা নতুন জ্বালানির যানবাহন
2023-04-10 11:21:36

গত বছর কুয়ালালামপুরে অনুষ্ঠিত এক গাড়ি মেলায় মিস্টার লিন চীনা গাড়ি প্রতিষ্ঠান গ্রেট ওয়াল মোটরের একটি সম্পূর্ণ বৈদ্যুতিক যানবাহন ওরা পরীক্ষামূলকভাবে চালনার পর অবিলম্বে অর্ডার করে ফেলেন। বড়দিন চলাকালে গাড়িটি স্থানান্তর করা হয়েছে।

 

তিনি বলেন, থাইল্যান্ডে বাণিজ্যিক যাত্রা করার সময় তিনি গাড়িটি দেখেছেন। তখন মালয়েশিয়ার বাজারে আনুষ্ঠানিকভাবে পাওয়া যেত না। তাঁর স্ত্রী গাড়িটি খুব পছন্দ করেন এবং অফিসে যাবার সময় গাড়িটি চালান।

 

২০২২ সালের জুলাই মাসে গ্রেট ওয়াল মোটর মালয়েশিয়ায় শাখা কোম্পানি প্রতিষ্ঠা করে। নভেম্বর মাসের শেষে ওরা সেখানে আনুষ্ঠানিকভাবে বাজারে হাজির হয়। দেশটিতে প্রবেশ করার কারণ সম্পর্কে গ্রেট ওয়াল মোটর মালয়েশিয়া লিমিটেড কোম্পানির জেনারেল ম্যানেজার ছুই আনছি বলেন, মালয়েশিয়ার বাজার আসিয়ান দেশসমূহে খুবই গুরুত্বপূর্ণ বাজার। গাড়ি পণ্যভোগ পরিপক্ব, কিন্তু নতুন জ্বালানি গাড়ি বাজার তখনও “নীল সমুদ্র” এবং পণ্যভোগ আপগ্রেডিংয়ের বিরাট সুপ্তশক্তি ছিল।

 

ছুই আনছি বলেন, মালয়েশীয় ভোক্তাদের গুণগত মানের ওপর মনোযোগ দেয়ার পাশাপাশি নতুন জ্বালানি, বুদ্ধিমান এবং ব্যক্তিগতকৃত গাড়ির প্রতি আরও তীব্র চাহিদা আছে। এসব ঠিক চীনা গাড়ি ব্র্যান্ডের প্রাধান্য।

 

২০২২ সালের ডিসেম্বরে চীনা ব্র্যান্ড বিওয়াইডি আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়া বাজারে প্রবেশ করে। দেশটির আন্তর্জাতিক বাণিজ্য ও শিল্পমন্ত্রী জাফরুল টেংকু আব্দুল আজিজ বলেন, চীনের নতুন জ্বালানি গাড়ি দেশটির যাত্রীবাহী গাড়ির বাজারে প্রবেশ করতে দেশটির বৈদ্যুতিক যানবাহন শিল্প উন্নয়নের জন্য অনুকূল হবে।

 

মালয়েশিয়ার যানবাহন সমিতির পরিসংখ্যানে দেখা গেছে, ২০২২ সালে দেশটিতে মোট ২ হাজার ৬৩১টি বৈদ্যুতিক যানবাহন বিক্রি করা হয়, যা ২০২১ সালের ২৭৪টির চেয়ে স্পষ্ট বৃদ্ধি পায়।

 

দেশটির শূন্য কার্বন নিঃসরণ লক্ষ্যমাত্রার গুরুত্বপূর্ণ ব্যবস্থাগুলোর অন্যতম হিসেবে দেশটির সরকার নতুন জ্বালানি যানবাহন শিল্প উন্নয়ন করতে উত্সাহ দেয়। ২০২২ সালের প্রথম দিক থেকে মালয়েশীয় সরকার যানবাহন আমদানি এবং স্থানীয় সমাবেশ করা সম্পূর্ণ বৈদ্যুতিক যানবাহনের জন্য বেশ কিছু শুল্ক প্রাধিকারমূলক নীতি প্রণয়ন করে।

 

মন্ত্রী জাফরুল জানান, দেশটি ২০২৫ সাল পর্যন্ত সারা দেশে ১০ হাজার পাবলিক চার্জিং স্থাপনা নির্মাণ, ২০৩০ সালে দেশটির যানবাহন বিক্রি পরিমাণে বৈদ্যুতিক যানবাহন ১৫ শতাংশ দখল এবং ২০৪০ সালে এই হার ৩৮ শতাংশ পর্যন্ত উন্নীত করার পরিকল্পনা করেছে।

 

এছাড়া, দেশটির সরকার বৈদ্যুতিক যানবাহনকে সরকারি কর্মকর্তাদের যানবাহন হিসেবে ব্যবহার করাসহ বেশ কয়েকটি নীতির মাধ্যমে বৈদ্যুতিক যানবাহনের অনুপ্রবেশ হার উন্নত করা নিয়ে আলোচনা করছে।

 

ছুই আনছি আরও জানান, মালয়েশিয়ার যানবাহন পণ্যভোগ আপগ্রেডিং প্রবণতা দিন দিন স্পষ্ট হচ্ছে। চীনা যানবাহন প্রতিষ্ঠান দেশটিতে ইতিবাচকভাবে স্থানীয় শক্তি পুনরায় পূরণ পরিষেবার উন্নয়ন এবং উত্পাদন পরিকল্পনা তুলে ধরছে। একই সঙ্গে সরকারের সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন পক্ষের সহযোগিতামূলক অংশীদারদের সঙ্গে অব্যাহতভাবে স্থানীয়করণ হার বৃদ্ধি এবং সম্পূর্ণ শিল্প চেইন উন্নয়ন ত্বরান্বিত করে মালয়েশিয়ার নতুন জ্বালানি যানবাহন শিল্প দ্রুত ও উচ্চমানের উন্নয়ন বাস্তবায়নে সহায়তা দেয়ার প্রত্যাশা করে। (প্রেমা/এনাম)